২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হোয়াটসঅ্যাপে নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরি করবেন যেভাবে

ত্রিমাত্রিক অ্যাভাটারহোয়াটসঅ্যাপ

সম্প্রতি নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহার করা যাবে। তবে চাইলেই ইচ্ছেমতো অ্যাভাটার তৈরি করা যাবে না, হোয়াটসঅ্যাপের তৈরি ৩৬টি স্টিকার দিয়েই শুধু অ্যাভাটার তৈরির করা যাবে। অ্যাভাটার তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনে অ্যাভাটার তৈরির জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের হালনাগাদকৃত সংস্করণ নামানো থাকতে হবে। এবার হোয়াটসঅ্যাপের সেটিংস ট্যাপ করে ওপরে থাকা নাম এবং স্ট্যাটাস অপশনের নিচে থাকা অ্যাভাটার সেটিংসে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট ইউর অ্যাভাটার বাটনে ট্যাপের পর গেট স্টার্টেট ক্লিক করে গায়ের রং, চুলের ধরন ও রং, পোশাক, দেহের গড়ন, চোখের আকার, ভ্রু, নাক, ঠোঁট ইত্যাদি নির্বাচন করতে হবে। এবার ডান বাটনে ট্যাপ করলেই অ্যাভাটার তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন

অ্যাভাটার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবিতে ব্যবহারের পাশাপাশি স্টিকার হিসেবেও পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে প্রোফাইল ফটোতে গিয়ে এডিট বাটনে ট্যাপ করে তৈরি করা অ্যাভাটারের ছবি যুক্ত করা যাবে।

আরও পড়ুন

নিজের তৈরি করা অ্যাভাটার যেকোনো সময় মুছেও ফেলা যাবে। এ জন্য সেটিংস অপশন থেকে অ্যাভাটার বাটনে ক্লিক করে ডিলিট অ্যাভাটার অপশন নির্বাচন করতে হবে।