অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে শিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে
অনেক সময় নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানো জরুরি হয়ে পড়ে। তবে ব্যস্ততার কারণে তা ভুলে গেলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। প্রযুক্তির উন্নতির ফলে এখন আর নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর কথা মনে রাখার দরকার নেই। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গুগল মেসেজেস অ্যাপ ব্যবহার করে আগে থেকেই বার্তার সময় নির্ধারণ করে পাঠানো সম্ভব। এতে প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে পৌঁছায় এবং ভুলে যাওয়ার ঝুঁকি কমে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে মেসেজ শিডিউল করে পাঠানোর কৌশল দেখে নেওয়া যাক।
শিডিউল মেসেজ পাঠানোর জন্য প্রথমে ফোনের গুগল মেসেজেস অ্যাপ চালু করতে হবে। এরপর নতুন বার্তা লেখার জন্য একটি চ্যাট খুলতে হবে অথবা আগে লেখা চ্যাট নির্বাচন করে প্রয়োজনীয় বার্তা টাইপ করতে হবে। এরপর বার্তা পাঠানোর জন্য সেন্ড বোতাম কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। এবার তিনটি নির্ধারিত সময়ের প্রস্তাব দেখা যাবে। তবে তিনটি নির্দিষ্ট সময়ের বাইরে কোনো সময় নির্বাচন করতে চাইলে সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশনে যেতে হবে। এরপর পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করে সেন্ড বোতাম চাপতে হবে।