ইউটিউবে শিশুদের অনুপযোগী কনটেন্ট বন্ধ করা যাবে যেভাবে
ইউটিউবে বিনোদন, শিক্ষা, সংবাদসহ বিভিন্ন বিষয়ের ভিডিও দেখা যায়। বড়দের পাশাপাশি এখন শিশুদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। শিশুদের জন্য ছড়া থেকে শুরু করে অ্যানিমেশন কার্টুনসহ অসংখ্য আধেয় বা কনটেন্ট রয়েছে ইউটিউবে। তবে অসংখ্য ভিডিও থাকায় কখনো কখনো শিশুদের জন্য উপযোগী নয়, এমন আধেয় ইউটিউব ফিডে চলে আসে। অভিভাবকেরা ইউটিউবে শুধু শিশুদের উপযোগী আধেয় প্রদর্শন চালু রাখতে পারেন। দেখে নেওয়া যাক কীভাবে শিশুদের অনুপযোগী আধেয়ের প্রদর্শন বন্ধ করা যায়।
ইউটিউবে কনটেন্ট নিয়ন্ত্রণ করে...
ইউটিউবে হিংসাত্মক, সংবেদনশীল বা শিশুদের অনুপযোগী এমন নির্দিষ্ট ধরনের আধেয় প্রদর্শন নিয়ন্ত্রণ করে শুধু শিশুদের উপযোগী ভিডিও দেখার সুযোগ রয়েছে। এ জন্য ইউটিউব অ্যাপে গিয়ে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করতে হবে। পরের পেজে জেনারেল–এ ট্যাপ করে নিচে স্ক্রল করতে হবে। রেস্ট্রিকটেড মোড চালু করতে হবে। কম্পিউটার থেকে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রদর্শিত অপশন থেকে রেস্ট্রিকটেড মোড চালু করা যাবে। রেস্ট্রিকটেড মোড চালু করলে ইউটিউবে সহিংস, হিংসাত্মক, শিশুদের অনুপযোগী, অপরাধ, যৌন সংবেদনশীল প্রভৃতি আধেয় প্রদর্শন করবে না।
ইউটিউব কিডস অ্যাপ ব্যবহার
ইউটিউব কিডস অ্যাপ শিশুদের উপযোগী করেই তৈরি করা হয়েছে। ইউটিউব কিডসে শিশুদের উপযোগী নয়, এমন আধেয় প্রদর্শিত হয় না। এখানে লার্নিং, মিউজিক, শোস, অ্যানিমেশন, অ্যানিমেল ফিচারিং আধেয় প্রভৃতি বিভাগ রয়েছে। এই অ্যাপ ব্যবহার করলে শিশুর জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে না।