ফেসবুকে বন্ধুতালিকা লুকিয়ে রাখবেন যেভাবে
ফেসবুকের বন্ধুতালিকায় পরিচিতদের পাশাপাশি পরিবারের সদস্য বা আত্মীয়রাও যুক্ত থাকেন। তবে ফেসবুকের বন্ধুতালিকা পরিচিতদের পাশাপাশি অপরিচিতরাও দেখতে পারেন। তাই এ সুবিধা কাজে লাগিয়ে অনেকে প্রয়োজন ছাড়াই অন্যের পরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে থাকেন। এতে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। ফেসবুকের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে চাইলেই নিজের বন্ধু তালিকা লুকিয়ে রাখা যায়।
কম্পিউটার থেকে
বন্ধুতালিকা লুকিয়ে রাখার জন্য প্রথমে কম্পিউটার থেকে ডান পাশের ওপরে থাকা ফেসবুকের প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর সেটিংসে ক্লিক করে বাঁ পাশের নিচে থাকা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বিভাগে থাকা ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট’ থেকে পছন্দের অপশন নির্বাচন করতে হবে। ‘পাবলিক’ অপশন নির্বাচন করলে ফেসবুকে যেকোনো ব্যক্তি বন্ধু তালিকা দেখতে পারবেন। তবে ‘ফ্রেন্ডস’ নির্বাচন করলে ফেসবুক বন্ধুরা এবং ‘অনলি মি’ নির্বাচন করলে শুধু নিজে বন্ধুতালিকা দেখতে পারবেন।
স্মার্টফোন থেকে
বন্ধুতালিকা লুকিয়ে রাখার জন্য স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনে ক্লিক করে ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট থেকে কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করতে হবে।