২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্মার্টফোনে প্রয়োজনীয় অ্যাপের উইজেট তৈরি করবেন যেভাবে

স্মার্টফোন
ছবি: রয়টার্স

কাজে ব্যস্ত থাকার সময় চাইলেও স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ চালু করে হালনাগাদ তথ্য জানা যায় না। তবে ফোনের হোমস্ক্রিনে প্রয়োজনীয় অ্যাপের উইজেট চালু থাকলে অ্যাপে প্রবেশ না করেই হালনাগাদ সব তথ্য জানা সম্ভব। তাই ই-মেইলের উইজেট ফোনের হোমপেজে থাকলে অ্যাপে প্রবেশ না করেই নতুন ই–মেইল আসার তথ্য দ্রুত দেখে নেওয়া যায়। একইভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ক্যালেন্ডারসহ বিভিন্ন অ্যাপের উইজেট ফোনের হোমপেজে যুক্ত থাকলে অ্যাপগুলো চালু না করেই বিভিন্ন তথ্য জানার সুযোগ মিলে থাকে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের হোমপেজে অ্যাপের উইজেট তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন

অ্যাপের উইজেট তৈরির জন্য প্রথমে ফোনের হোমপেজে যেকোনো স্থানে ট্যাপ করলেই নিচে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। উইজেটস অপশন ট্যাপ করলে ফোনে সংরক্ষণ করা বিভিন্ন অ্যাপের  নাম পাওয়া যাবে। এবার যে অ্যাপের উইজেট তৈরি করতে হবে সেই অ্যাপের নাম নির্বাচন করে কোন কোন সুবিধাগুলো ব্যবহার করতে চান তার ওপর ভিত্তি করে নির্দিষ্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর অ্যাড বাটনে ট্যাপ করলেই অ্যাপটির উইজেট হোমপেজে দেখা যাবে। চাইলে উইজেটের আকার বড় বা ছোটও করা যাবে।