গুগল ডকসে ছবিতে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে
গুগল ওয়ার্কস্পেসের বিভিন্ন টুলের মধ্যে গুগল ডকস অন্যতম। অনলাইনে সংরক্ষণ করা থাকায় খুব সহজেই যেকোনো স্থান থেকে গুগল ডকসে থাকা তথ্য ব্যবহার করা যায়। অনলাইনে সংরক্ষণ করা তথ্যকে আকর্ষণীয় করতে গুগল ডকসে থাকা বিভিন্ন ফাইলে ছবিও যুক্ত করেন অনেকে। তবে চাইলেও গুগল ডকসে থাকা ছবিতে সরাসরি ক্যাপশন যুক্ত করা যায় না। ফলে ডকুমেন্টে ছবি ও ক্যাপশন দেওয়ার প্রয়োজন হলে বেশ সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। তবে গুগল ডকসে বিকল্প উপায়ে ছবিতে ক্যাপশন যুক্ত করে এ সমস্যার সমাধান করা সম্ভব। গুগল ডকসে ছবিতে ক্যাপশন যুক্ত করার কৌশল দেখে নেওয়া যাক।
গুগল ডকসে ছবিতে ক্যাপশন যুক্ত করার জন্য যেখানে ছবিসহ ক্যাপশন বসাতে হবে, সেখানে কার্সর রাখতে হবে। এরপর ওপরে থাকা ইনসার্ট অপশনে ট্যাপ করে ড্রয়িং অপশন নির্বাচন করতে হবে। এবার একটি পপআপ বক্স দেখা যাবে। সেখানে নিউ অপশন নির্বাচনের পর ড্রয়িং উইন্ডোর ওপরে থাকা ইমেজ আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে। তারপর টেক্সট বক্স আইকনে ক্লিক করে একটি টেক্সট বক্স তৈরি করতে হবে। এটি ছবির নিচে বা পাশে রেখে পছন্দ অনুযায়ী ফন্ট ও স্টাইল কাস্টমাইজ করে ক্যাপশন লিখতে হবে। এরপর ক্যাপশন লেখা শেষে সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করলে ড্রয়িংটি গুগল ডকসের ডকুমেন্টে যুক্ত হবে।