ফেসবুকে কাউকে ব্লক এবং আনব্লক করবেন যেভাবে
নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু পরিচিতজনদের পাশাপাশি অপরিচিত অনেক ব্যক্তিই ফেসবুকে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন পোস্টে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে থাকেন। ফলে অপরিচিত ব্যক্তিদের পাঠানো অবাঞ্ছিত বার্তার কারণে মাঝেমধ্যেই ফেসবুকে হয়রানির শিকার হতে হয়। তবে চাইলেই নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ফেসবুক ফিডের ওপর থাকা সার্চ বক্সে নির্দিষ্ট অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করতে হবে। অ্যাকাউন্টটি দেখা গেলে সেই অ্যাকাউন্টের প্রোফাইলের ওপর থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করার পর প্রদর্শিত অপশন থেকে ‘ব্লক’ নির্বাচন করলে একটি পপআপ বক্স দেখা যাবে। বক্সের নিচে থাকা ‘ব্লক’ অপশনে ট্যাপ করলেই সেই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। ফলে সেই অ্যাকাউন্ট থেকে চাইলেই বন্ধুত্বের অনুরোধ বা বার্তা পাঠানো যাবে না। এমনকি সেই অ্যাকাউন্ট ব্যবহারকারী আপনার ফেসবুক পোস্ট দেখতেও পারবেন না।
অনেক সময় বিভিন্ন কারণে পরিচিত ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করেন অনেকেই। তবে চাইলেই অ্যাকাউন্টগুলো আবার দ্রুত আনব্লক করা সম্ভব। এ জন্য প্রথমে ফেসবুক অ্যাপের ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠার নিচে স্ক্রল করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’-এর নিচে থাকা ‘ব্লকিং’ অপশনে ট্যাপ করলেই ব্লক করা অ্যাকাউন্টগুলোর তালিকা দেখা যাবে। নির্দিষ্ট অ্যাকাউন্টের নামের পাশে থাকা আনব্লক বাটন ক্লিক করে প্রেস করতে হবে। এবার পপআপের নিচে থাকা ‘আনব্লক’ বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে।