ফেসবুকে পছন্দের পোস্ট সংরক্ষণ করে রাখবেন যেভাবে

ফেসবুকে গুরুত্বপূর্ণ পোস্ট সংরক্ষণ করে রাখা যায়রয়টার্স

ফেসবুকে প্রবেশ করলেই পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের অসংখ্য পোস্ট, সংবাদের লিংক, রিলস ভিডিও এবং ছবি দেখা যায়। তবে ব্যস্ততার কারণে চাইলেও সবগুলো পোস্টের বার্তা পড়া বা সেখানে থাকা ভিডিওগুলো দেখা সম্ভব হয় না। ফলে বন্ধু বা পরিচিতদের জরুরি ও গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানার সুযোগ মেলে না। ফেসবুকের সেভ অপশন ব্যবহার করে চাইলেই পছন্দের বা গুরুত্বপূর্ণ পোস্টগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করে পরে পড়া যায়। ফেসবুকে পছন্দের পোস্ট সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।

পোস্ট সংরক্ষণের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপের ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘সেভড’ মেন্যু নির্বাচন করতে হবে। এরপর ‘কালেকশনস’ এর পাশে থাকা ‘ক্রিয়েট’ অপশন ট্যাপ করে ‘কালেকশন নেম’ বাটনে ফোল্ডারের নাম লিখতে হবে। এবার ডান দিকের ওপরে থাকা ‘ক্রিয়েট’ বাটনে ক্লিক করলেই একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এরপর ফেসবুক ফিডে প্রবেশ করে পছন্দের পোস্টের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘সেভ পোস্ট’ অপশনে ক্লিক করতে হবে। এবার পোস্টটি সংরক্ষণের জন্য আগে তৈরি ফোল্ডারের নাম নির্বাচন করলেই সেখানে পোস্টটি জমা হবে। একইভাবে ফেসবুকের বিভিন্ন ছবি বা ভিডিও ফোল্ডারটিতে সংরক্ষণ করা যাবে।

আরও পড়ুন