ছবি দিয়ে ক্রোম ব্রাউজারের থিম পরিবর্তন করবেন যেভাবে
ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ক্রোম ব্রাউজার খুবই জনপ্রিয়। কিন্তু প্রতিদিন একই নকশার ক্রোম ব্রাউজার ব্যবহারের ফলে একঘেয়েমি লাগে অনেকের। তবে ক্রোম ব্রাউজারে চাইলেই রং পরিবর্তনের পাশাপাশি ছবির মাধ্যমে থিম পরিবর্তন করা যায়। ক্রোম ব্রাউজারের রং ও থিম পরিবর্তনের পদ্ধতি জেনে নেওয়া যাক।
ছবি দিয়ে থিম পরিবর্তন
পছন্দের ছবি দিয়ে থিম পরিবর্তনের জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ব্রাউজার চালু করে নিচের ডানদিকে থাকা ‘কাস্টমাইজ ক্রোম’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ডানদিকে একটি ট্যাব চালু হবে। সেখানে ‘চেঞ্জ থিম’ বাটনে ক্লিক করার পর ‘থিমস’ অপশনের নিচে থাকা ‘আপলোড অ্যান ইমেজ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর কম্পিউটার থেকে নির্দিষ্ট ছবি আপলোড করলেই ক্রোম ব্রাউজারের থিম পরিবর্তন হয়ে যাবে।
রং পরিবর্তন
রং পরিবর্তনের জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ব্রাউজার চালু করে নিচের ডানদিকে থাকা ‘কাস্টমাইজ ক্রোম’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ডানদিকে একটি ট্যাব চালু হবে যেখানে বিভিন্ন রঙের কোড দেখা যাবে। পছন্দের রঙের কোড নির্বাচন করলেই সে অনুযায়ী ক্রোম ব্রাউজারের থিম কালার পরিবর্তন হয়ে যাবে।