ইউটিউব শর্টসে পণ্য বিক্রি করে আয়ও করা যাবে
ইউটিউব শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি কর যায়। আকারে ছোট হওয়ায় এসব ভিডিও ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। এবার এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে শর্টস বিভাগে পণ্য কেনাবেচার সুযোগ চালু করতে যাচ্ছে ইউটিউব। শুধু তা-ই নয়, শর্টস ভিডিও নির্মাতাদের জন্য পণ্য বিক্রির মাধ্যমে কমিশন পাওয়ার সুযোগও চালু করছে ভিডিও বিনিময়ের সাইটটি। বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ বাড়াতেই এ উদ্যোগ।
নতুন এ সুবিধা চালু হলে ইউটিউব শর্টসে ভিডিও দেখার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পণ্যও কেনা যাবে। শুধু তা-ই নয়, ভিডিও নির্মাতারা নিজেদের তৈরি ভিডিওর শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের লিংক যুক্ত করতে পারবেন। লিংকে ক্লিক করে কেউ পণ্য কিনলেই নির্দিষ্ট পরিমাণে কমিশন মিলবে।
সম্প্রতি নির্মাতাদের জন্য আয়ের সুযোগ দিতে শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এ উদ্যোগের আওতায় ইউটিউবের সাধারণ ভিডিওর আদলেই শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন ভিডিওর নির্মাতারা। এর মাধ্যমে ইউটিউব শর্টসে ভিডিওর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নির্মাতাদেরও আয় হবে।
উল্লেখ্য, শর্টস ভিডিওর নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটরস ফান্ড’ নামের একটি তহবিল রয়েছে ইউটিউবের। এর আওতায় জনপ্রিয় শর্টস ভিডিওর নির্মাতারা মাসে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পেতে পারেন। কিন্তু বিশ্বের সব দেশে এ সুবিধা চালু না থাকায় সব নির্মাতা আয়ের সুযোগ পান না।
সূত্র: রয়টার্স