ট্রাম্পের ভয়ে দেশ ছাড়ছেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান, উদ্বিগ্ন স্যাম অল্টম্যান

রিড হফম্যানফাইল ছবি: রয়টার্স

ইলন মাস্ক, বিল গেটস থেকে শুরু করে প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরা সরাসরি না হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন। পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচার তহবিলে অনুদানও দিয়েছিলেন তাঁরা। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় কমলা হ্যারিসকে সমর্থন করা প্রযুক্তি উদ্যোক্তাদের অনেকেই রোষানলে পড়ার আশঙ্কা করছেন। পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান ট্রাম্পের ভয়ে রীতিমতো যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।

রিড হফম্যান রাজনৈতিকভাবে বেশ সচেতন। নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানানো ছাড়াও আগে ট্রাম্পের বিরুদ্ধে লেখক ই জিন ক্যারলের করা মানহানি মামলা পরিচালনায় অর্থ সহায়তা দিয়েছিলেন। এ ছাড়া নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনায় বিতর্কিত মন্তব্যও করেন তিনি। তাই ট্রাম্পের প্রতিশোধের ভয়ে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করছেন এই প্রযুক্তি উদ্যোক্তা। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হফম্যান বন্ধুদের কাছে ট্রাম্পের বিষয়ে নিজের আশঙ্কার কথা বলেছেন। ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার পর তাঁর রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন—এমন আশঙ্কায় হফম্যান বিদেশে চলে যেতে চান।

আরও পড়ুন

শুধু হফম্যানই নন, ট্রাম্প বিজয়ী হওয়ায় বেশ উদ্বিগ্ন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। তিনিও নির্বাচনের সময় কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না স্যাম অল্টম্যানের। তাই ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চাপে পড়ার আশঙ্কা করছেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া