২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চোখের নড়াচড়া শনাক্ত করবে মেটার ভিআর হেডসেট

মেটার ভিআর হেডসেট চোখে এক ব্যবহারকারীরয়টার্স

চোখের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম নতুন ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) হেডসেট তৈরি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বিষয়টি স্বীকার করে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় কানেক্ট সম্মেলনে হেডসেটটি উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন

নতুন ভিআর হেডসেটে সেন্সর, অগমেন্টেড রিয়েলিটিসহ বেশ কিছু নতুন প্রযুক্তির সুবিধা যোগ করা যাবে। হেডসেটে থাকা সেন্সর চোখের নড়াচড়ার পাশাপাশি ব্যবহারকারীর চেহারার অভিব্যক্তিও শনাক্ত করতে পারে। ফলে ব্যবহারকারীর চেহারার অনুভূতি ভার্চ্যুয়াল দুনিয়ায় থাকা তাঁর অ্যাভাটারেও (চেহারার আদলে ছবি বা ইমোজি) দেখা যাবে। অর্থাৎ, ভিআর হেডসেট পরে কোন দৃশ্য দেখে হাসলে বা দুঃখ পেলে ব্যবহারকারীদের অ্যাভাটারকেও হাসতে বা মন খারাপ করতে দেখা যাবে। ভার্চ্যুয়াল দুনিয়ার বিভিন্ন চরিত্রের চোখে চোখ রেখেও যোগাযোগের সুযোগ দেবে হেডসেটটি।

আরও পড়ুন

‘প্রজেক্ট ক্যামব্রিয়া’ কোড নামের হেডসেটটির নাম বা দাম আনুষ্ঠানিকভাবে জানায়নি মেটা। ধারণা করা হচ্ছে, মেটা কুইস্ট প্রো নামে বাজারে আসতে পারে হেডসেটটি। বাজার বিশ্লেষকদের মতে, হেডসেটটি কিনতে গুনতে হবে কমপক্ষে ৪০০ মার্কিন ডলার বা ৩৮ হাজার ২০০ টাকা (প্রায়)।
সূত্র: ম্যাশেবল, টেক ক্র্যাঞ্চ