প্রযুক্তির এই দিনে: ১৬ এপ্রিল
প্রোগ্রামিং ভাষা ‘লিস্প’ প্রকাশিত
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে কাজ করার প্রাথমিক ভিত্তি হিসেবে গণ্য প্রোগ্রামিং ভাষা ‘লিস্প’ (লিস্ট প্রসেসিং) প্রকাশ করা হয়।
১৬ এপ্রিল ১৯৫৯
প্রোগ্রামিং ভাষা ‘লিস্প’ প্রকাশিত
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে কাজ করার প্রাথমিক ভিত্তি হিসেবে গণ্য প্রোগ্রামিং ভাষা ‘লিস্প’ (লিস্ট প্রসেসিং) প্রকাশ করা হয়। জন ম্যাকার্থি প্রথমবারের মতো জনসমক্ষে লিস্প উপস্থাপন করেন। লিস্প কম্পিউটার প্রোগ্রামারদের কাজ করার স্বাধীনতা দিয়েছিল। এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কাজে লিস্প ব্যবহৃত হচ্ছে।
১৬ এপ্রিল ১৯৭১
এফটিপি প্রকাশ করলেন অভয় ভূষণ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) তৎকালীন গবেষক অভয় ভূষণ প্রথমবারের মতো ফাইল ট্রান্সফার প্রটোকল (এফটিপি) প্রকাশ করেন। এটি প্রকাশিত হয়েছিল ইন্টারনেটের কারিগরি মান নির্ধারণ-সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রকাশনায় ‘আরএফসি (রিকোয়েস্ট ফর কমেন্টস) ১১৪’-এ। যোগাযোগের ক্ষেত্রে কোনো সার্ভার থেকে নেটওয়ার্কে যুক্ত ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল আদান-প্রদানের মান পদ্ধতি বা নিয়ম হলো এফটিপি।
তড়িৎ প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞানী অভয় কে ভূষণ ১৯৪৪ সালের ২৩ নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), এমআইটি ও এমআইটি শ্লোয়েন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এফটিপি ও একেবারে প্রথম দিককার ই-মেইল সংস্করণের প্রটোকল প্রণয়ন করেন। ইন্টারনেটের টিসিপি বা আইপি স্থাপত্যশৈলী তৈরিতে তাঁর বড় অবদান রয়েছে। বর্তমানে তিনি আইআইটি-কানপুর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও অ্যাস্কোয়ার ইনকরপোরেটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৬ এপ্রিল ১৯৭৭
মেলায় দেখানো হলো অ্যাপল-টু কম্পিউটার
অ্যাপল ইনকরপোরেটেডের তৈরি বৈপ্লবিক কম্পিউটার অ্যাপল-টু প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েস্ট কোস্ট কম্পিউটার মেলায় প্রদর্শন করা হয়। এটি ছিল ব্যাপকভাবে উৎপাদিত অন্যতম সফল মাইক্রোকম্পিউটার পণ্য। স্টিভ ওয়াজনিয়াকের নকশা করা অ্যাপল–টুতে ৮ বিটের মাইক্রোপ্রসেসর ছিল। জেরি ম্যানক এটির ফোমভিত্তিক প্লাস্টিক খাপের নকশা করেছিলেন। শুরুতে অ্যাপল-টুর দাম ছিল ১ হাজার ২৯৮ মার্কিন ডলার। এতে অডিও ক্যাসেটে তথ্য সংরক্ষণের সুবিধা ছিল। বিভিন্ন মডেলে অ্যাপল-টুতে ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ৩২, ৩৬, ৪৮ বা ৬৪ কিলোবাইট মেমোরি ব্যবহার করা যেত। এটি চলত ১.০২৩ মেগাহার্টজ গতির ৬৫০২ প্রসেসরে এবং ইন্টিগার বেসিক ও অ্যাপল ডস অপারেটিং সিস্টেমে। এর সঙ্গে ছিল ৯ ইঞ্চি পর্দার মনোক্রোম (সাদাকালো) মনিটর।