এ বছরের আই/ও সম্মেলন কবে হবে, জানাল গুগল
আগামী ২০ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে হবে গুগলের বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৪’। ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে আয়োজিত দুই দিনের এ সম্মেলন বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় শুরু হবে। সম্মেলনের শুরুতে বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। এরপর পর্যায়ক্রমে গুগলের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি প্রদর্শন করবেন।
গুগলের তথ্যমতে, এ বছরের সম্মেলনে গুগলের বিভিন্ন সেবা ও প্রযুক্তির ওপর শতাধিক সেশন অনুষ্ঠিত হবে। দুই দিনের এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি হালনাগাদের পাশাপাশি জেমিনি চ্যাটবটের নতুন সংস্করণ প্রদর্শন করা হবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করাসহ ক্লাউড, ওয়েব ও ডেভেলপার টুল হালনাগাদের ঘোষণাও দেওয়া হতে পারে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীদের জন্য এবারও উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সেশন অনলাইনে সরাসরি সম্প্রচার করবে গুগল। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি গুগল আই/ও সম্মেলনের খুঁটিনাটি তথ্য জানা যাবে।