টিকটক ভিডিও থেকে সরাসরি আয় করতে পারবেন নির্মাতারা
বর্তমানে বিশ্বজুড়ে শতকোটির বেশি ব্যবহারকারী রয়েছে টিকটকের। চীনের ভিডিও বিনিময়ের এই নেটওয়ার্কে নিয়মিত ভিডিও পোস্ট করে তারকা বনে গেছেন অনেকে। এবার জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে কাজ শুরু করেছে টিকটক। নতুন উদ্যোগের আওতায় ভিডিও বিনিময়ের এই নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ‘পেওয়াল ভিডিও’ নামের নতুন সুবিধা।
কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি নির্বাচিত ভিডিওগুলো এই পেওয়াল ভিডিও অপশেনে পোস্ট করতে পারবেন। ভিডিওগুলো দেখার জন্য দর্শকদের কাছ থেকে এক ডলার বা বিভিন্ন পরিমাণের অর্থও সংগ্রহ করা যাবে। অর্থাৎ অর্থ পরিশোধ করলেই শুধু পেওয়াল ভিডিওগুলো দর্শকেরা দেখতে পারবেন।
এ ছাড়া ক্রিয়েটর ফান্ড পুনর্গঠনের জন্যও কাজ করছে টিকটক। ২০২০ সালে চালু হওয়া ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নির্মাতারা। নতুন এ উদ্যোগের আওতায় ভবিষ্যতে ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে বেশি আয় করা যাবে। তবে এ সুযোগ শুধু আকারে বড় ভিডিও নির্মাতারা পাবেন। বর্তমানে ফ্রান্স ও ব্রাজিলে এই ক্রিয়েটর ফান্ডের পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে গিফটস নামের টুল চালু করেছে ইনস্টাগ্রাম। টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা চাইলেই বিশেষায়িত কনটেন্টগুলো প্রদর্শনের বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবেন।
সূত্র: টেকক্রাঞ্চ