আইফোন দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট ডিভাইস

আইফোনছবি: রয়টার্স

দৈনন্দিন বিভিন্ন কাজে আইফোনের ব্যবহার বাড়াতে আইফোনকে সর্বজনীন রিমোট কন্ট্রোলে পরিণত করতে চায় অ্যাপল। আইফোনকে সর্বজনীন রিমোট কন্ট্রোলে পরিণত করতে এরই মধ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে আইফোন ব্যবহার করে হাতের ইশারায় আশপাশে থাকা স্মার্ট টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, গাড়ি বা গেমিং কনসোল নিয়ন্ত্রণ করা যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাপল ইনসাইডার।

অ্যাপলের ইকোসিস্টেমে অ্যাপল টিভি রিমোট অ্যাপ এবং অ্যাপল কার কি–এর মতো বেশ কিছু সুবিধা রয়েছে, যা ব্যবহার করে টেলিভিশন নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ির দরজা খোলা যায়। তবে এসব ক্ষেত্রে ব্যবহারকারীদের আইফোনে অ্যাপ চালু করে বিভিন্ন অপশন নির্বাচন করতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি বাড়তি ঝামেলা পোহাতে হয়। কিন্তু নতুন পেটেন্ট অনুযায়ী, অ্যাপল এমন একটি প্রযুক্তি তৈরি করছে, যা ব্যবহারকারীর ইশারা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ন্ত্রণ করতে পারবে।

আরও পড়ুন

অ্যাপলের তথ্যমতে, নতুন এ প্রযুক্তি চালু হলে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র চালু বা বন্ধের জন্য পাসকোড বা আঙুলের ছাপ ব্যবহার করতে হবে না। ব্যবহারকারী যন্ত্রের দিকে ইশারা করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত হয়ে যাবে। এর ফলে ব্যবহারকারীকে কোনো বোতাম চাপতে বা যন্ত্র স্পর্শ করতে হবে না। এই প্রযুক্তি আইফোনে যুক্ত হলে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন