ফ্রান্স ও স্পেনেও চালু হচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তৈরি ‘হরাইজন ওয়ার্ল্ডস’। ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সামাজিক প্ল্যাটফর্মটি বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে ব্যবহার করা যায়। এক ফেসবুক পোস্টে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, হরাইজন ওয়ার্ল্ডস প্ল্যাটফর্মটি শিগগিরই আরও বেশ কয়েকটি দেশে চালু করা হবে।
গত বছর ১৮ বছরের বেশি বয়সীদের জন্য হরাইজন ওয়ার্ল্ডস চালু করে মেটা। হরাইজন ওয়ার্ল্ডসের ওয়েব সংস্করণও তৈরি করছে প্রতিষ্ঠানটি। এটি চালু হলে ভিআর হেডসেট ব্যবহার না করেই ভার্চ্যুয়াল জগতের অভিজ্ঞতা নেওয়া যাবে।
হরাইজন ওয়ার্ল্ডস হচ্ছে মেটার ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সামাজিক প্ল্যাটফর্ম। এটি কাজে লাগিয়ে নিজের ইচ্ছেমতো মেটাভার্স (ভার্চ্যুয়াল বিশ্ব) তৈরি করা যায়। সম্প্রতি হরাইজন ওয়ার্ল্ডসের জন্য ভয়েস চ্যাট ও অবতারের অবস্থান নিয়ন্ত্রণে বেশ কিছু নিরাপত্তা সুবিধা চালু করেছে মেটা। এরই মধ্যে মেটাভার্স (ভার্চ্যুয়াল বিশ্ব) তৈরির পেছনে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার খরচ করেছে মেটা।
সূত্র: টেকক্রাঞ্চ