টিকটকের ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের সুযোগ বন্ধ হচ্ছে, তবে..

টিকটকরয়টার্স

নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ২০২০ সালে ক্রিয়েটর ফান্ড চালু করে টিকটক। ১০০ কোটি ডলারের এই ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নির্মাতারা। আর তাই এ বছরের শুরুতে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’ নামের নতুন কর্মসূচি চালু করে টিকটক। এবার নতুন কর্মসূচিকে জনপ্রিয় করতে নিজেদের ক্রিয়েটর ফান্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টিকটক।

টিকটকের তথ্যমতে, ক্রিয়েটিভিটি প্রোগ্রামকে গুরুত্ব দিতেই ক্রিয়েটর ফান্ড বন্ধ করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে ফান্ডটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ক্রিয়েটর ফান্ডের সঙ্গে যুক্ত নির্মাতারা চাইলেই ক্রিয়েটিভিটি প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পারবেন। ক্রিয়েটিভিটি প্রোগ্রামের শর্ত পূরণ করলে ২০ গুণ বেশি অর্থ আয় করতে পারবেন নির্মাতারা।

আরও পড়ুন

উল্লেখ্য, ক্রিয়েটর ফান্ডের তুলনায় ক্রিয়েটিভিটি প্রোগ্রামে তুলনামূলক বেশি অর্থ পেয়ে থাকেন নির্মাতারা। তবে ক্রিয়েটর ফান্ডে ভিডিওর সময়সীমার কোনো শর্ত না থাকলেও ক্রিয়েটিভিটি প্রোগ্রামে উন্নত রেজল্যুশনে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ (আপলোড) করতে হয়। এরপর অনুসরণকারীর সংখ্যা এবং ভিডিওর দর্শকসংখ্যা বিবেচনা করে অর্থ দেয় টিকটক।

আরও পড়ুন

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে টিকটক। কিন্তু চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি ধীরে ধীরে ভিডিও ধারণের সময় বাড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, আকারে বড় ভিডিও নির্মাতাদের কাছে ক্রিয়েটিভিটি প্রোগ্রামকে জনপ্রিয় করতেই এ উদ্যোগ নিয়েছে টিকটক।

সূত্র: টেক ক্রাঞ্চ

আরও পড়ুন