আইওএস ১৭ কি আইফোনের ব্যাটারি বেশি খরচ করছে

আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারীঅ্যাপল

গত সোমবার ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। লাইভ ভয়েস মেইল, স্ট্যান্ডবাইসহ শতাধিক নতুন সুবিধা যুক্ত করায় এরই মধ্যে পুরোনো মডেলের আইফোনে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করেছেন অনেকেই। কিন্তু বেশ কয়েকজন ভুক্তভোগী খুদে ব্লগ লেখার সাইট এক্সে (টুইটারে) জানিয়েছেন, আইওএস ১৭ ব্যবহারের পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

একজন ভুক্তভোগী এক্সে প্রশ্নে করেছেন, ‘আইওএস ১৭ কি কারও আইফোনের ব্যাটারি ধ্বংস করছে?’ অপর এক ভুক্তভোগী জানিয়েছেন, আইওএস ১৭ ব্যবহারের পর আইফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের পর আইফোন গরম হয়ে ধীরগতির হয়ে গেছে বলেও অভিযোগ করেছেন একজন ব্যবহারকারী।

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পাওয়ার ইনটেনসিভ সুবিধা হালনাগাদের কারণে ব্যাটারি দ্রুত শেষ হওয়া স্বাভাবিক। অনেক সময় সফটওয়্যার হালনাগাদের জন্য বেশি সময় প্রয়োজন হয়। এ সময় আইফোনের ব্যাটারির ক্ষমতা কম-বেশি হতে পারে।

১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে ইউএসবি সি পোর্ট সুবিধার আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স মডেলের চারটি আইফোন আনার ঘোষণা দেয় অ্যাপল। শুক্রবার বাজারে আসতে যাওয়া নতুন আইফোনগুলোতে ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যাবে। নতুন আইফোনের পাশাপাশি বেশ কয়েকটি পুরোনো মডেলের আইফোনেও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়।
সূত্র: ডেইলি মেইল