২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নাসার সেরা সুপারকম্পিউটার চালাতে কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কম্পিউটারের কাজই তো কোটি কোটি উপাত্ত নিয়ে গাণিতিক হিসাব করা। সুপারকম্পিউটার ছাড়া এ কাজ সম্ভব নয়। এই মুহূর্তে নাসার সবচেয়ে বেশি ক্ষমতার সুপারকম্পিউটার কোনটা? উত্তর হলো ‘সামিট’। কারিগরি নাম হলো আইবিএম পাওয়ার সিস্টেম এসি ৯২২।

আরও পড়ুন

নাসার বিশালাকৃতির এই সুপারকম্পিউটার চালাতে কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়? প্রশ্নটায় একটু ভুল আছে। উত্তরটা শুধু ওয়াটে কুলোবে না; ১০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে সামিট সুপারকম্পিউটার চালাতে। ১০ লাখ ওয়াটে হয় ১ মেগাওয়াট।

কী আছে সামিট নামের এই সুপারকম্পিউটারে? গতিই–বা কেমন। গতির কথাই আগে বলা যাক। কম্পিউটার বা সুপারকম্পিউটারের গতি নির্ভর করে র‍্যামের ওপর। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) সামিটে আছে ২.৮ পেটাবাইট (১০ লাখ গিগাবাইট = ১ পেটাবাইট) র‍্যাম। প্রসেসর হলো আইবিএম ২২সি ৩.০৭ গিগাহার্টজ। এতে বিস্ময়ের কিছু নেই। তবে এই প্রসেসরে কতটা কোর আছে, তা শুনলে চোখ কপালে উঠবে। এই প্রসেসর ২৪ লাখ ১৪ হাজার ৫৯২ কোরের।

কম্পিউটারে কোনো কিছু প্রক্রিয়া করার গতি মাপা হয়ে থাকে ফ্লপ এককে। ১ সেকেন্ডে কত ফ্লপ গতিতে কাজ করবে, তার ওপর নির্ভর করে কম্পিউটারের কাজ করার ক্ষমতা। সামিটে এই গতি প্রতি সেকেন্ডে ১৪৮.৬০ পেটাফ্লপস। যদিও তাত্ত্বিকভাবে এ গতি ২০০.৭৯ পেটাফ্লপস। ২০১৮ সাল থেকে নাসায় চলছে এই সুপারকম্পিউটার।