এক্স ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা
গত জুলাই মাসে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘গ্রক’ চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীদের পোস্ট ব্যবহারের কথা জানিয়েছিল এক্স। এবার শুধু নিজেদের চ্যাটবটই নয়, অন্য যেকোনো প্রতিষ্ঠানের এআই মডেলকে প্রশিক্ষণ দিতে এক্স ব্যবহারকারীদের পোস্ট ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইটটি। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে এরই মধ্যে এক্সের গোপনীয়তা নীতিমালাও হালনাগাদ করা হয়েছে।
এক্সের হালনাগাদ গোপনীয়তা নীতিমালার আওতায় যেকোনো প্রতিষ্ঠান নিজেদের তৈরি এআই মডেলের প্রশিক্ষণে এক্স ব্যবহারকারীদের পোস্ট ব্যবহার করতে পারবে। এর ফলে এক্স ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তাও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন অনেকে।
এক্সের গোপনীয়তা নীতিমালায় বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পোস্টের তথ্য ব্যবহার করার অনুমতি বাতিল করতে পারবেন।
সূত্র: ম্যাশেবল