গুগল ম্যাপসে গন্তব্যের মানচিত্র প্রিন্ট করবেন যেভাবে

স্ক্রিনশট
গুগল ম্যাপস

গন্তব্যে যাওয়ার আগে কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে, তা জানা থাকলে বেশ সুবিধা হয়। আর তাই অপরিচিত স্থানে যাওয়ার সময় গুগল ম্যাপসের মাধ্যমে পথের দূরত্ব বা গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখেন অনেকেই। তবে চলতি পথে ইন্টারনেট-সংযোগে সমস্যা হলে বা ফোনে চার্জ না থাকলে গুগল ম্যাপসের মাধ্যমে পথের দিকনির্দেশনা দেখা যায় না। তবে চাইলে গুগল ম্যাপসে দেখানো গন্তব্যের দিকনির্দেশনার মানচিত্র প্রিন্ট করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

গুগল ম্যাপসে পথের গন্তব্যের মানচিত্র প্রিন্ট করার জন্য প্রথমে কম্পিউটার থেকে এই ওয়েবসাইটে (http://maps.google.com/) প্রবেশ করতে হবে। এরপর সার্চ বক্সে গন্তব্যের নাম লিখে সার্চ করার পর ডিরেকশন অপশনে ক্লিক করতে হবে। এবার যাত্রা শুরুর স্থানের নাম লিখলে গন্তব্যের যাওয়ার দিকনির্দেশনা দেখা যাবে। এরপর বাঁ দিকের বক্সে থাকা ডিটেইলস অপশনে ক্লিক করে পরের পেজে থাকা প্রিন্ট আইকন নির্বাচন করতে হবে। এরপর ‘প্রিন্ট ইনক্লুডিং ম্যাপস’ নির্বাচন করে পর প্রিন্ট অপশনে ক্লিক করলেই গন্তব্যের মানচিত্র প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা যাবে।

আরও পড়ুন