স্যাম অল্টম্যান আবার কি ওপেনএআইয়ে ফিরে আসছেন?
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটি উন্মুক্ত করে। তবে বছর পার না হতেই প্রযুক্তি–দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটির উদ্ভাবক এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে পদ থেকে সরিয়ে দিয়েছে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ। পদ খোয়ানোর পর গতকাল রোববার ওপেনএআইয়ের সদর দপ্তরে গিয়েছিলেন স্যাম অল্টম্যান। এ খবর প্রকাশের পর স্যাম অল্টম্যান আবার ওপেনএআইয়ের সিইও পদ ফিরে পাচ্ছেন বলে প্রযুক্তি-দুনিয়ায় গুঞ্জন উঠেছে। তবে ‘দ্য ইনফরমেশন’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের সিইও পদ আর ফিরে পাবেন না স্যাম অল্টম্যান।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে বার্তা পাঠিয়েছেন ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ইলিয়া সুটস্কেভার। বার্তায় বলা হয়েছে, স্যাম অল্টম্যানের সঙ্গে আলোচনা করা হলেও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিনি আর ফিরে আসবেন না। তাঁর বদলে টুইচের সহপ্রতিষ্ঠাতা এমেট শেয়ারকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ওপেনএআই।
গত শুক্রবার হঠাৎ করেই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্যাম অল্টম্যানকে। এ বিষয়ে এক ব্লগ বার্তায় ওপেনএআই জানিয়েছে, স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন। আর এ কারণেই তাঁকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়ার ঘটনার পর ওপেনএআইয়ের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যানসহ তিনজন জ্যেষ্ঠ গবেষক পদত্যাগ করেছেন।
সূত্র: রয়টার্স