মুঠোফোন ভিজে গেলে চালের মধ্যে রাখলে কি কোনো লাভ হয়

পানিরোধী স্মার্টফোনরয়টার্স

মুঠোফোন বৃষ্টিতে ভিজে গেলে বা পানিতে পড়ে যাওয়ার পর অনেকেই পরামর্শ দেন চালের মধ্যে রেখে শুকিয়ে নিতে। এতে ফোনটি বাঁচানো যাবে। চালের পাত্র বা বস্তার মধ্যে ফোনটি রেখে শুকানোর চেষ্টা করেন অনেকেই।

যাঁদের পানিরোধী স্মার্টফোন নেই, পানি তাঁদের জন্য ভীতিকরই বটে। আইফোন-৭, স্যামসাং গ্যালাক্সি এস-৭ কিংবা সনি এক্সপেরিয়া এক্সজেড ফোনের আগের ফোনগুলোর বড় শত্রু পানি। পুরোনো কোনো ফোন যদি সুইমিংপুলের পানিতে ফেলে দেন, তবে ফোনটি নষ্ট হওয়ার আশঙ্কাই বেশি। অনেকেই মনে করেন, পানিতে পড়ে গেলে দ্রুত চালের মধ্যে রেখে ফোনসেটটি বাঁচানো যাবে। ইন্টারনেটে এমন তথ্য ভূরি ভূরি।

আরও পড়ুন

আসল সত্যিটা জানা যাক। চাল জলীয় পদার্থ শোষণ করে, এটা ঠিক। তবে পানির সংস্পর্শে চালও ভিজে যায় এবং একধরনের রস নিঃসরণ করে। চাল মুঠোফোনের বাইরে লেগে থাকা পানির কিছুটা শোষণ করতে পারে, এই যা। কিন্তু ফোনের ভেতরে ঢুকে পড়া পানি চালের পক্ষে বের করা বা শোষণ করা সম্ভব নয়।

আরও পড়ুন

ফোনের ওপরে থাকা পানি চালের সূক্ষ্ম গুঁড়ার সঙ্গে মিশে মাড়ের মতো তরল তৈরি হয়, যা ফোনের ভেতরে জমে থাকা পানি শুকানো তো দূরের কথা, উল্টো যন্ত্রাংশের ক্ষতি করে। তাই ভেজা মুঠোফোন চালের মধ্যে রাখলে এর ক্ষতিই বেশি হবে।
ভেজা ফোন চালের মধ্যে রেখে দেওয়ার সমাধানটা শুধুই প্রচলিত ধারণা বা মিথ। এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি বা সত্যতা নেই।
সূত্র: স্টারহাব ডটকম

আরও পড়ুন