বিনা মূল্যে মাইক্রোসফট অফিস ব্যবহারের সুযোগ আসছে, তবে...

মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ আনছে মাইক্রোসফটরয়টার্স

কম্পিউটারে মাইক্রোসফট অফিস স্যুটের সফটওয়্যার অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিনা মূল্যেই ব্যবহার করেন অনেকে। তবে সেগুলো যে পাইরেটেড সংস্করণ, তা অনেকে জানেন, আবার অনেকে না জেনেই ব্যবহার করছেন। এবার পরীক্ষামূলকভাবে বিনা মূল্যের একটি অফিস সংস্করণ চালু করেছে মাইক্রোসফট। সংস্করণটি কাজে লাগিয়ে মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশন বা লাইসেন্স কী ছাড়াই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট-এর মতো জনপ্রিয় সফটওয়্যার ব্যবহার করা যাবে।

নতুন এই সংস্করণে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করা গেলেও তা কেবল মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ ওয়ান ড্রাইভে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, সরাসরি কম্পিউটারে ফাইল সংরক্ষণের সুবিধা থাকছে না। এ ছাড়া, বিনা মূল্যের এই সংস্করণে প্রতি দুই ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে ১৫ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দেখানো হবে। একই সঙ্গে এতে অ্যাড-ইন ইনস্টল, ওয়াটারমার্ক যোগ, তথ্য বিশ্লেষণের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধাও পাওয়া যাবে না।

বিনা মূল্যে এই অফিস সংস্করণ ব্যবহার করতে হলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির সেটআপ ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হবে। চালুর পর সাইন-ইন করার অনুরোধ দেখা গেলে ‘স্কিপ সাইন-ইন ফর নাউ’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘কনটিনিউ ফর ফ্রি’ অপশন নির্বাচন করে ‘সেভ টু ওয়ান ড্রাইভ’ অপশন বেছে নিলেই সংস্করণটি ব্যবহার করা যাবে।

সংস্করণটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য সীমিতভাবে চালু করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, সীমিত পরিসরে এই সংস্করণের পরীক্ষা চালানো হচ্ছে। তবে এটি সবার জন্য উন্মুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।