ইনস্টাগ্রামে বন্ধ হচ্ছে লাইভ শপিং সুবিধা
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগমাধ্যমটির লাইভ শপিং সুবিধা কাজে লাগিয়ে সরাসরি পণ্যও বিক্রি করা যায়। তবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা না পাওয়ায় নিজেদের লাইভ শপিং সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনার আওতায় ১৬ মার্চ বন্ধ হয়ে যাবে ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা।
ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধায় নির্বাচিত কনটেন্ট নির্মাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে পণ্যের প্রচারণা চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পর্দায় এক বা একাধিক পণ্যের ট্যাগ প্রদর্শন করতে পারে। ট্যাগগুলোতে ক্লিক করে পণ্যের বিস্তারিত তথ্যসহ দাম জানার সুযোগ থাকায় সহজেই অনলাইন থেকে প্রয়োজনীয় পণ্য কেনা যায়।
এক বিবৃতিতে ইনস্টাগ্রাম জানিয়েছে, লাইভ শপিং সুবিধা বন্ধ হলেও যেকোনো ব্যক্তি লাইভ অপশনের মাধ্যমে ব্যক্তিগতভাবে অনলাইনে পণ্য প্রদর্শন এবং বিক্রি করতে পারবেন। উল্লেখ্য, ইনস্টাগ্রাম রিলসের শপিং সুবিধা কাজে লাগিয়েও পণ্য বিক্রি এবং প্রচারণা চালানো যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া