বাংলা ১ম পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা ভাষার জন্মকথা
১। হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৫ খ. ১৯৪৬ গ. ১৯৪৭ ঘ.১৯৪৮
সঠিক উত্তর: গ. ১৯৪৭
২। হুমায়ুন আজাদের জন্মস্থান কোন জেলায়?
ক. বরিশাল খ. চুয়াডাঙ্গা গ. মুন্সিগঞ্জ ঘ. যশোর
সঠিক উত্তর: গ. মুন্সিগঞ্জ
৩। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. বৈদিক খ. সংস্কৃত গ. মাগধী ঘ. অপভ্রংশ
সঠিক উত্তর: ঘ. অপভ্রংশ
৪। আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়?
ক. বাংলা খ. ইংরেজি গ. আরবি ঘ. ফারসি
সঠিক উত্তর: ক. বাংলা
৫। সংস্কৃত ভাষা খ্রিষ্টপূর্ব কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল?
ক. ৪০০ অব্দের খ. ৫০০ অব্দের
গ. ৬০০ অব্দের ঘ. ৭০০ অব্দের
সঠিক উত্তর: ক. ৪০০ অব্দের
৬। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কী?
ক. সংস্কৃত খ. বাংলা গ. বৈদিক ঘ. অপভ্রংশ
সঠিক উত্তর: গ. বৈদিক
৭। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?
ক. বিকৃত খ. উন্নত গ. বিলীন ঘ. পরিমার্জিত
সঠিক উত্তর: ক. বিকৃত
৮। মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখার সঙ্গে বাংলার কী আছে?
ক. ঘনিষ্ঠতা খ. আত্মীয়তা গ. মিত্ররা ঘ. শত্রুতা
সঠিক উত্তর: খ. আত্মীয়তা
৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কতো নদী সরোবর খ. লালনীল দীপাবলি
গ. অলৌকিক ইস্টিমার ঘ. জ্বলো চিতাবাঘ
সঠিক উত্তর: ক. কতো নদী সরোবর
১০। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি কে রচনা করেছেন?
ক. হুমায়ুন আহমেদ খ. ড. মুহম্মদ শহীদুলাহ
গ. হুমায়ুন আজাদ ঘ. হুমায়ুন কবির
সঠিক উত্তর: গ. হুমায়ুন আজাদ
১১। ‘তরু’ শব্দের অর্থ কী?
ক. গাছ খ. তরকারি গ. লতা ঘ. বাগান
সঠিক উত্তর: ক. গাছ
১২। মানুষের মুখে মুখে ভাষার কী বদলে যায়?
ক. ছন্দ খ. অলংকার গ. চিত্র ঘ. ধ্বনি
সঠিক উত্তর: ঘ. ধ্বনি
১৩। কোন ভাষার জন্মকথা নিয়ে হুমায়ুন আজাদ প্রবন্ধ রচনা করেছেন?
ক. বাংলা খ. জার্মানি গ. হিন্দি ঘ. আর্য
সঠিক উত্তর: ক. বাংলা
১৪। ভাষার ধ্বনি কীভাবে বদলে যায়?
ক. মানুষের হাতে হাতে খ. মানুষের কানে কানে
গ. মানুষের চোখে চোখে
ঘ. মানুষের মুখে মুখে
সঠিক উত্তর: ঘ. মানুষের মুখে মুখে
১৫। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ?
ক. হয়েছে খ. হইয়াছে গ. হইতেছে ঘ. হইয়াছিল
সঠিক উত্তর: ক. হয়েছে
১৬। হুমায়ুন আজাদ বেশি খ্যাতি পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন—
ক. নাট্যকার হিসেবে খ. গল্পকার হিসেবে
গ. গবেষক হিসেবে ঘ. ছড়াকার হিসেবে
সঠিক উত্তর: গ. গবেষক হিসেবে।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল