যেটিকে সবচেয়ে বড় দুর্বলতা মনে করেন তাসকিন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ১০
‘এ জামা প্রতিটি ইউক্রেনিয়ানের কাছে তাবিজের মতো, ইউক্রেনের প্রতীক, আমাদের পরিচয়’, ক্যাপশনে লিখেছেন এলিনা মনফিলস। ইউক্রেনে 'জাতীয় এমব্রয়ডারি দিবস'-এ ঐতিহ্যবাহী পোশাকে দেশটির টেনিস তারকা
ইনস্টাগ্রাম
২ / ১০
সপরিবার ওমরাহ পালন করতে গেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান
টুইটার
৩ / ১০
ম্যাচে প্রতিপক্ষ তারা। তবে ম্যাচ শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়দের ঠিকই টিপস দিচ্ছেন গুজরাট টাইটানসের আফগান লেগ স্পিনার রশিদ খান
ইনস্টাগ্রাম
৪ / ১০
অনুশীলনের পর সুইমিংপুলে নিজেকে চাঙা করে নিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
ইনস্টাগ্রাম
৫ / ১০
টানা জৈবসুরক্ষা বলয়ে থাকার ধকল নিতে পারবেন না, এমন কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জেসন রয়। ফলে মিলেছে অবসর। এরই ফাঁকে পরিবারকে নিয়ে প্যারিস ঘুরতে গেছেন ইংল্যান্ড ওপেনার
ইনস্টাগ্রাম
৬ / ১০
‘“প্যাশন অ্যান্ড পারপাস”, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দুই পাথেয়।’ একটি ফ্যাশনহাউসের মডেল হয়েছেন হোসে মরিনিও। ট্যাগলাইনটা কি মরিনিওর মতোই?
ইনস্টাগ্রাম
৭ / ১০
বার্সেলোনা গ্রাঁ প্রিঁ-তে অংশ নিতে স্পেনের ওই শহরে এখন রেড বুল ড্রাইভার ম্যাক্স ভারস্টাপেন। সেখানেই সার্জিও রবার্তোর কাছে উপহার পেয়েছেন এফসি বার্সেলোনার জার্সি, রবার্তোকেও উপহার দিয়েছেন নিজেরটি
টুইটার
৮ / ১০
প্রিয় পোশাকে সেরেনা উইলিয়ামস
ইনস্টাগ্রাম
৯ / ১০
মেয়ের দুই বছর পূর্ণ হলো। জন্মদিনে এ ছবিটা পোস্ট করেছেন পাকিস্তান ক্রিকেটার ওয়াহাব রিয়াজ
ইনস্টাগ্রাম
১০ / ১০
চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। ইংল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে অবশ্য পেয়েছিলেন ভালো খবরই, আপাতত অস্ত্রোপচার লাগছে না তাঁর। তবে যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের জিমনেশিয়ামে নিজেকে ফেরার লড়াইয়েই ব্যস্ত বাংলাদেশ পেসার। এ ছবির ক্যাপশনে যা লিখেছেন, তার বাংলা করলে দাঁড়ায়, ‘হাল ছেড়ে দেওয়াই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সাফল্যের নিশ্চিত পথটি হলো সব সময় আরেকবার চেষ্টা করে দেখা।’
ইনস্টাগ্রাম