পাকিস্তানে করোনা পজিটিভ ওয়েস্ট ইন্ডিজ দলের চারজন

করোনা পজিটিভ হয়েছেন কাইল মেয়ার্স (মাঝে), রোস্টন চেজের (বাঁয়ে) সঙ্গে আরও দুজনছবি: উইন্ডিজ ক্রিকেট টুইটার

পাকিস্তানে পৌঁছে করোনায় পজিটিভ হয়েছেন তিনজন ক্রিকেটারসহ ওয়েস্ট ইন্ডিজ দলের চার সদস্য। ফলে কাল সোমবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না তাঁরা। তবে সফর চালিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেজ ও কাইল মেয়ার্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের একজনের পজিটিভ এসেছে। টিম ম্যানেজমেন্টের ওই ব্যক্তি কোচিং স্টাফের সদস্য নন। এ চারজনের করোনা টিকার ‘সম্পূর্ণ ডোজ’ নেওয়া আছে, তেমন বড় কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছে ক্রিকেট উইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড
ছবি: এএফপি

অবশ্য এ চারজনের পজিটিভ এসেছে রুম কোয়ারেন্টিনে থাকার সময়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুতির পরিকল্পনায় ধাক্কা লেগেছে। তবে পাকিস্তান পৌঁছার আগে এবং পাকিস্তানের পৌঁছার পর করাচিতে থাকার সময় বাকি সবার পিসিআর টেস্টে দুবার নেগেটিভ এসেছে বলে আমরা এ সফর চালিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর থেকে আমাদের প্রায় সব খেলোয়াড় জৈবসুরক্ষা বলয়ে থাকলেও কোভিড-১৯-এর কবল থেকে রক্ষা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে।’

পাকিস্তানে করোনা পজিটিভ হয়েছেন বাঁহাতি পেসার শেলডন কটরেলও
ছবি: এএফপি

‘দলের প্রস্তুতিতে প্রভাব ফেললেও বাকিরা উজ্জীবিতই আছে। কালকের ম্যাচের আগে আজ থেকে আমরা অনুশীলনও শুরু করব’, যোগ করেছেন গ্রেভস। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, আপাতত করোনায় পজিটিভ হওয়া চারজনই আইসোলেশনে থেকে দলের চিকিৎসক আকাশী মানসিংয়ের তত্ত্বাবধানে থাকবেন। পিসিআর টেস্টে নেগেটিভ আসার আগপর্যন্ত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁদের।

এমনিতেও এ সফরে চোটের কারণে নেই ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। অন্যদিকে বিগব্যাশ লিগে খেলছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ফলে চেজ, কটরেল, মেয়ার্সকে হারিয়ে আরেকটু খর্বশক্তির হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজ।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ৯ ডিসেম্বর পাকিস্তান পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করার পর এই প্রথম ছেলেদের কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান সফর করছে।

১৩-১৬ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে হবে ১৮-২০ ডিসেম্বর। সব কটি ম্যাচই হবে করাচিতে।