এবার টিভি সিরিজে অভিষেক হচ্ছে মেসির
অভিনয়ে আগেই নাম লিখিয়েছেন নেইমার। নেটফ্লিক্সের সিরিজ ‘লা কাসা দে পাপেল’-এ দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে। ক্রিস্টিয়ানো রোনালদো এখনো নামেননি। তবে অবসর নেওয়ার পর অভিনয়ে নামার ইচ্ছার কথা এর আগে জানিয়েছেন পর্তুগিজ তারকা।
লিওনেল মেসি তত দিন পর্যন্ত অপেক্ষা করবেন না। আর্জেন্টিনার জনপ্রিয় একটি টিভি সিরিজে দ্বিতীয় মৌসুমে পর্দায় দেখা যাবে তাঁকে।
অভিনয়ে নেমেছেন অনেক ফুটবলারই। ১৯৮১ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বানানো ‘এসকেপ টু ভিক্টরি’তে অভিনয় করেছেন পেলে, ববি মুর ও অসভালদো আর্দিলেস।
ডেভিড বেকহামকে দেখা গেছে ‘গোল’ সিনেমা এবং ব্রিটিশ টিভি সিরিজ ‘ওনলি ফুলস অ্যান্ড হর্সেস’-এ। ইয়ান রাইট, পল ব্রেইটনার, কার্লো আনচেলত্তিরাও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর বাইরে বিজ্ঞাপনে তো দেখাই যায় অনেক তারকাকে।
মেসিও বেশ কিছু বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। পেপসি, লে’স চিপস এবং অ্যাডিডাসের বিজ্ঞাপনে দেখা গেছে আর্জেন্টাইন তারকাকে। এবার আর্জেন্টিনার টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’–এ অভিষেক হচ্ছে মেসির। এই সিরিজের দ্বিতীয় মৌসুমে পর্দায় দেখা যাবে পিএসজি ফরোয়ার্ডকে। কয়েক দিন আগেই তাঁর শুটিং শেষ হয়েছে।
এই সিরিজের গল্পটা তিনজন ফুটবল এজেন্টকে ঘিরে। ড্রামা-ঘরানার সিরিজটি আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়। বুয়েনস এইরেসসহ আর্জেন্টিনার নানা জায়গায় শুটিং হলেও মেসির চরিত্রের শুটিং করা হয়েছে প্যারিসে। এই সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে আগামী বছর। স্টার প্লাসে সিরিজটি সম্প্রচার করা হবে।
সিরিজে অভিনয় করা শিল্পীরা মেসির ভূয়সী প্রশংসা করেছেন। শুধু ক্যামেরার সামনে ‘তাঁর দক্ষতা’ই নয়, মাঠের বাইরে মেসির আচরণেও তাঁরা সন্তুষ্ট। সংবাদমাধ্যম শিল্পীদের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘সে (মেসি) শুধু মানুষ হিসেবে আমাদের বিস্মিত করেনি, তার নিজেকে (অভিনয়) বদলানোর ক্ষমতাও দারুণ। খেলোয়াড়ের চেয়ে মাঠের বাইরের মেসি সম্ভবত বেশি ভালো।’
সংবাদমাধ্যম কাল জানিয়েছে, আর্জেন্টিনা কেমন করে জিতল কোপা আমেরিকার ট্রফি, বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতিটাই-বা কেমন হচ্ছে—সেসব গল্প নিয়ে একটি ওয়েব সিরিজ আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে। আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ‘স্টোরি অব লা আলবেসিলেস্তে’ নামের এ ডকুমেন্টারি সিরিজ আগামী ১০ জুলাই আমাজন প্রাইমে মুক্তি দেওয়া হবে।
মুন্দো আলবেসিলেস্তে জানিয়েছে, ডকু সিরিজটিতে ড্রেসিংরুমের অনেক অদেখা ফুটেজ তো থাকবেই, থাকবে খেলোয়াড়দের একান্ত সাক্ষাৎকার এবং কোপা আমেরিকার ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে দেওয়া লিওনেল মেসির বিখ্যাত সেই বক্তব্যও, যে বক্তব্যের কথা এত দিন শুধু মেসির সতীর্থদের মুখেই শোনা গেছে।
৩৪ বছর বয়সী এই তারকা কাতার বিশ্বকাপ শেষেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। অভিনয়ে নাম কামালে কে জানে, অবসর নেওয়ার পর মেসিকে হয়তো পর্দায় নিয়মিত দেখাও যেতে পারে!