আরও ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়েছিল আগেই। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ব্রিজ ফেডারেশনের সভাপতিকে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের আরও ৪২টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়া বাকি ফেডারেশনের সভাপতিদের সরকার মনোনয়ন দেয়। প্রজ্ঞাপনে হকি ফেডারেশন ও সাঁতার ফেডারেশনের উল্লেখ নেই। এই দুই ফেডারেশনের সভাপতি যথাক্রমে বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধান।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম হুমায়ূন কবীরের সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/ অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশে সভাপতিদের অব্যাহতি দেওয়া হয়েছে।’ প্রজ্ঞাপনে ৪২টি ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থার একটি তালিকা দেওয়া হয়েছে।

দীর্ঘ দিন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আবদুল মালেক
বাসস

এই ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলো হলো ব্যাডমিন্টন, শুটিং, হ্যান্ডবল, জুডো, কারাতে, তায়কোয়ানদো, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, আর্চারি, মহিলা ক্রীড়া সংস্থা, বক্সিং, বধির ক্রীড়া, বাশাআপ, রাগবি, ফেন্সিং, বেসবল, প্যারা অলিম্পিক কমিটি, সার্ফিং, মাউন্টেনারিং, চুকবল, নেপাক টাকরো, জুজুৎসু, প্যারা আর্চারি, ভারোত্তোলন, উশু, ক্যারম, সাইক্লিং, টেরিস, রেসলিং, রোলার স্কেটিং, কান্ট্রি গেমস, থ্রোবল, ভলিবল, স্কোয়াশ, রোইং, আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, ঘুড়ি অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিকস, খিউকুশিন কারাতে, খো খো, মার্শাল আর্ট।

আরও পড়ুন

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় বলা আছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যা কিছুই থাকুক না কেন, তফসিলে বর্ণিত সংস্থার প্রধান হিসেবে একজন সভাপতি থাকবেন, যিনি সরকার কর্তৃক মনোনীত অথবা, ক্ষেত্রমতে বিধিমোতাবেক নির্বাচিত হবেন।’

ফুটবল ফেডারেশনে সভাপতি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন। সেই হিসাবে কাজী সালাহউদ্দীন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সভাপতি হিসেবে থাকবেন। আগামী মাসে বাফুফে নির্বাচন হওয়ার কথা।

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এখনো পদত্যাগ করেননি
প্রথম আলো

ক্রিকেট বোর্ডে অবশ্য সভাপতি পদে পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তনের পর সাবেক ক্রীড়ামন্ত্রী ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিসিবির নির্বাহী কমিটির এক সভায় ই–মেইলের মাধ্যমে পদত্যাগ করেন। এরপর দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ

বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করলে তাঁর জায়গায় পরিচালক মনোনীত হন ফারুক আহমেদ। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি হন তিনি।