ইনিয়েস্তার বিদায়ী ‘ক্লাসিকো’, গতিতে কুপোকাত খাজা–স্টোকস

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন মাইকেল বেভান, বর্ষসেরার পুরস্কার হাতে কিলিয়ান এমবাপ্পে, ভক্তদের হ্যারি কেইনের ধন্যবাদ জ্ঞাপন, গতিতে কুপোকাত উসমান খাজা-বেন স্টোকস আর আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ী ‘এল ক্লাসিকো’। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৯
বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর উদ্‌যাপনে গুলশান ইয়ুথ ক্লাবের নারী দল
শামসুল হক
২ / ৯
ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের ট্রফি হাতে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের সেরা ফুটবলারের পুরস্কারটা চতুর্থবারের মতো জিতলেন এই ফরোয়ার্ড
ইনস্টাগ্রাম
৩ / ৯
ব্রিসবেনের উইকেট যাচাই করে দেখছেন স্টার স্পোর্টস ইন্ডিয়ার ধারাভাষ্যকার হিসেবে কাজ করা হরভজন সিং। ক্যাপশনে ভারতের কিংবদন্তি এই স্পিনার লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় যখন ম্যাচ উইকেট ঠিকঠাক।’
ইনস্টাগ্রাম
৪ / ৯
অ্যান্টিলোপ ক্যানিয়ন ও হর্সশু বেন্ডের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার মাইকেল বেভান
ইনস্টাগ্রাম
৫ / ৯
এক হাতে জুতা, অন্য হাতে ফোন নিয়ে পোজ দিলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা
ইনস্টাগ্রাম
৬ / ৯
ভক্তদের সঙ্গে সেলফি তুললেন হ্যারি কেইন। ক্যাপশনে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদও জ্ঞাপন করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার
ইনস্টাগ্রাম
৭ / ৯
নিউজিল্যান্ডের পেসারদের তোপ সামলাতে গিয়ে বেসামাল বেন স্টোকস। দলের বিপর্যয়ের দিন ২৭ রানের বেশি করতে পারেননি ইংলিশ অধিনায়ক
এএফপি
৮ / ৯
ব্রিসবেন গ্যাবায় আজ এভাবেই বলের আঘাতে কুপোকাত হতে দেখা গেছে উসমান খাজাকে। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১ রান করে আউট হয়েছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার
এএফপি
৯ / ৯
গত অক্টোবরেই ফুটবলকে বিদায় ঘোষণা করেছিলেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। আজ টোকিতে ৪৫ হাজার দর্শকের সামনে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ও বার্সেলোনা কিংবদন্তিদের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে। বিদায়ী অনুষ্ঠানে এভাবেই স্ত্রী-সন্তানদের সঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যায় ইনিয়েস্তাকে
এএফপি