হারার পরও তাসকিনের সাহসী ঘোষণা

দারুণ ছন্দে আছেন তাসকিনছবি: শামসুল হক

আগ্রাসী ব্যাটিংয়ের মনোভাবে দল হারলে ঠিকই খারাপ লাগবে, কিন্তু এরপরও নিজেদের ‘ইনটেনসিটি’ ধরে রাখবে বাংলাদেশ দল—এমন জানিয়েছেন তাসকিন আহমেদ। চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হারার পর আজ সংবাদ সম্মেলনে এসে এসব বলেছেন সিরিজসেরার পুরস্কার জেতা বাংলাদেশের পেসার।

এ সিরিজে বেশ আগ্রাসী ব্যাটিং করেছে বাংলাদেশ, আগের দুই ম্যাচে পেয়েছে ২০০–পেরোনো স্কোরও। আজ অবশ্য শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে স্বাগতিকেরা, ৪১ রানে ৫ উইকেটের পর ৬১ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপরও শট খেলার মানসিকতা থেকে সরে আসেননি বাংলাদেশ ব্যাটসম্যানরা, প্রায় সবাই নেমেই আক্রমণ করে গেছেন। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে ১২৪ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

আরও পড়ুন

স্বাভাবিকভাবেই এমন ধাঁচের ব্যাটিংয়ে এমন একটা দিন আসবে, এই ঝুঁকি থেকেই যায়। সেটি বাংলাদেশ দলও মেনে নিয়েছে, জানিয়েছেন তাসকিন, ‘আজ হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। কিন্তু এমন ইনটেন্ট না থাকলে আগের দুটি ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা, যেটি বুঝতে হবে। আমরা যদি ভবিষ্যতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই, আমাদের (এই) ইনটেন্ট থাকতে হবে। বোলার, ব্যাটসম্যান সবাইকেই আগ্রাসী মানসিকতা নিয়ে এগোতে হবে। কিছু কিছু দিন হয়তো এ রকম ইনটেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোব।’

শেষ ম্যাচে হারলেও সিরিজ জিতেছে বাংলাদেশ
ছবি: শামসুল হক

এমন মানসিকতাই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে, বিশ্বাস করেন তাসকিন, ‘এমন নয় যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থ হওয়ার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা—এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

খেলার এ ধরন ধরে রাখার কথাটা তাসকিন বলেছেন বারবারই, ‘হ্যাঁ, অবশ্যই হারতে ভালো লাগবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যদি ধস নামে বা ভুল হয়…তবু আমাদের ইনটেনসিটি কমাব না। এই রকম খেলার ধরন আমরা ধরে রাখব।’

আরও পড়ুন

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও খেলোয়াড়দের প্রতি বার্তা এমনই, ‘সামনে যেমন বড় বড় দলের সঙ্গে ভালো উইকেটে খেলা হবে। প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও থাকবে। আমাদের কিন্তু রান করতেই হবে ভাই। এই ইনটেন্ট আমাদের সাহায্য করবে। কোনো কোনো দিন ধস হতেই পারে। আমি মনে করি না যে আমরা আমাদের ইনটেনসিটি বদল করব। আমাদের ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের যে চিন্তাধারা—ব্যাটিং, বোলিং দুই বিভাগে আমরা আগ্রাসী ক্রিকেট খেলব আগামীতে। ম্যানেজমেন্ট আমাদের বলেছে যাতে ভয়ডরহীন থাকি, এটা আমাদের ভবিষ্যতে বড় দল হতে সাহায্য করবে।’

আরও পড়ুন

আজ অবশ্য এর চেয়ে ভালো ব্যাটিং হতে পারত বলেও মনে করেন তাসকিন, ‘আরেকটু ভালো ব্যাটিং হয়তো করতে পারতাম আমরা, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনকভাবে সেটা (ধস) হয়ে গেছে। কিন্তু আমাদের সবার ইনটেন্ট এমন ছিল যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। আজ বাজে একটা দিন ছিল আসলে।’