হাবিবি উসমান খাজা

শাদাব খানের বিবাহবার্ষিকী। ম্যানসিটিকে হারিয়ে পিএসজির আনন্দ উৎসব। চাহালের নিজেকে বিশ্বাস আর উসমান খাজার হাবিবি হয়ে ওঠা। আজ ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৮
বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে ছবিটি পোস্ট করেছেন পাকিস্তান অলরাউন্ডার শাদাব খান। ক্রিকেটের সঙ্গে শাদাবের স্ত্রীর সম্পর্ক অনেক পুরোনো। তিনি পাকিস্তান কিংবদন্তি সাকলায়েন মুশতাকের মেয়ে।
ইনস্টাগ্রাম
২ / ৮
এক ছবিতে কত রান আর কত উইকেট? ইরফান পাঠান হিসাব করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে বলেছেন। যে ছবিতে শচীন টেন্ডুলকারের সঙ্গে অজিত আগারকার, জহির খানরা থাকেন, ক্যালকুলেটর বের করাই বোধ হয় নিরাপদ অপশন।
ইনস্টাগ্রাম
৩ / ৮
দুবাইয়ে সময়টা দারুণ উপভোগ করছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। সেটা তো ছবিতেই বোঝা যাচ্ছে।
ইনস্টাগ্রাম
৪ / ৮
ম্যানসিটিকে হারিয়ে প্রত্যাবর্তনের গল্প লেখার আনন্দ পিএসজির হাকিমি-মার্কিনিওসদের।
রয়টার্স
৫ / ৮
জাতীয় দলে নেই। মাঠের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন। এর মধ্যেই যুজবেন্দ্র চাহাল এই পোস্ট করে জানিয়েছেন, শুধু নিজেকেই বিশ্বাস করেন তিনি।
ইনস্টাগ্রাম
৬ / ৮
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আরিয়ানা সাবালেঙ্কার বিপক্ষে ম্যাচের একপর্যায়ে এভাবেই ফ্রেমবন্দী হন পাওলা বাদোসা। ম্যাচে অবশ্য সরাসরি সেটে হেরেছেন এই স্প্যানিশ টেনিস তারকা
রয়টার্স
৭ / ৮
পার্বত্য অঞ্চল থেকে নারী খেলোয়াড় তুলে আনতে চায় বাফুফে। তারই অংশ হিসেবে আজ রাঙামাটি স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৫ জন নারী ফুটবলার নিয়ে প্রশিক্ষণ শিবির।
বাফুফে
৮ / ৮
জুব্বা পরে ‘হাবিবি’ হয়েছেন উসমান খাজা। মানে ক্যাপশনে সেটাই লিখেছেন।
ইনস্টাগ্রাম