মঈন আলী যখন তিরন্দাজ

তির–ধনুক হাতে মঈন আলী। জন্মশহর চট্টগ্রামে আজ শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার পিচের মাঝখানে চিৎ হয়ে পড়ে গেছেন। আজ ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৬
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের সেমিফাইনালে ওঠার পর ভক্তদের অটোগ্রাফ দেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার
ছবি: এএফপি
২ / ৬
মালয়েশিয়ায় চলছে অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। বাঙ্গিতে আজ বাংলাদেশ দলকে সমর্থন জোগাতে মাঠে গিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি
ছবি: আইসিসি
৩ / ৬
স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ওঠার পর প্রবাসীদের অভিবাদনের জবাব দেয় বাংলাদেশ দল
ছবি: আইসিসি
৪ / ৬
রানআউট করতে চেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তা থেকে নিজেকে বাঁচাতে গিয়ে পিচের মাঝখানে চিৎ হয়ে পড়ে যান জস বাটলার। কলকাতার ইডেন গার্ডেনে আজ ভারত–ইংল্যান্ড প্রথম টি–টোয়েন্টি ম্যাচে
ছবি: এএফপি
৫ / ৬
জন্মশহর চট্টগ্রামে এবারের বিপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছেন তামিম ইকবাল। কিন্তু ব্যাট হাতে দিনটা মোটেও ভালো কাটেনি তামিমের। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক
ছবি: শামসুল হক
৬ / ৬
এসএ২০ খেলতে দক্ষিণ আফ্রিকায় গেছেন মঈন আলী। তাঁর দল জোবার্গ সুপার কিংসের আজ খেলা নেই। বিরতির দিনে ইংলিশ অলরাউন্ডারকে দেখা গেল তিরন্দাজের ভূমিকায়। ছবিটি পোস্ট করে মঈন লিখেছেন, ‘পোর্ট এলিজাবেথে সুন্দর দিন। মাশআল্লাহ’
ছবি: ইনস্টাগ্রাম