ঢাকায় দক্ষিণ আফ্রিকা, বিমানবন্দরে ক্লান্তির ঘুম মার্করামের

টেস্ট খেলতে এখন বাংলাদেশে মার্করাম-রাবাদারা। আজ সকালে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল। দক্ষিণ আফ্রিকার এই দলের সদস্যদের মধ্যে একমাত্র টেম্বা বাভুমাই এর আগে বাংলাদেশে টেস্ট খেলেছেন। ২০১৫ সালে বাংলাদেশে সর্বশেষ টেস্ট খেলেছে প্রোটিয়ারা, সেই সিরিজে দুটি টেস্টই খেলেছিলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক অবশ্য প্রথম টেস্ট চোটের কারণে খেলতে পারছেন না। দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কি না, সেটাও নির্ভর করছে তাঁর সুস্থ হয়ে ওঠার ওপর। ২০১৫ সালের বাংলাদেশ সফরের টেস্ট দলে থাকলেও একাদশে সুযোগ না পাওয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদাও আছেন এবারের দলে।
১ / ৭
সিরিজে আদৌ মাঠে নামতে পারবেন কি না, নিশ্চিত নয়। এরপরও দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন বাভুমা
বিসিবি
২ / ৭
ম্যাথু ব্রিটজকে ও রায়ান রিকেলটনের লম্বা ফ্লাইটের ক্লান্তি ভর করেছে, সেটা তো ছবি দেখেই বোঝা যাচ্ছে
বিসিবি
৩ / ৭
লুঙ্গি এনগিডির কিছুই হয়নি। মনে হয় এখনই টেস্ট খেলতেই নেমে যেতে পারবেন
বিসিবি
৪ / ৭
পেসার তো! সহজে ক্লান্ত হওয়ার সুযোগ নেই। হলেও সেটি লুকিয়ে রাখবেন! কাগিসো রাবাদা যেন সেটিই করতে চাইছেন
বিসিবি
৫ / ৭
কেশব মহারাজও আছেন ফুরফুরে মেজাজে। নিশ্চয় জানেন, এই সিরিজে তাঁর ভূমিকা কত বেশি। ডেন প্যাটারসন ও টনি ডি জর্জিও আছেন এই ছবিতে
বিসিবি
৬ / ৭
কেউ এইডেন মার্করামকে ডেকে তুলুন! মিরপুর টেস্টে বাভুমার জায়গায় যে তাঁকেই নেতৃত্ব দিতে হবে
বিসিবি
৭ / ৭
হোটেলে যাওয়ার পথে বিমানবন্দরের চলন্ত সিঁড়িতে বাভুমারা
বিসিবি