কোহলির সঙ্গে দেখা করতে মাঠে সেই জার্ভো, নিষেধাজ্ঞা দিল আইসিসি
জার্ভো ফিরে এসেছেন!
যাঁরা টিভিতে নিয়মিত খেলা দেখেন, জার্ভোকে তাঁদের না চেনার কোনো কারণ নেই। না চিনলে আবারও চিনিয়ে দেওয়া যাক।
জার্ভোর আসল নাম ড্যানিয়েল জার্ভিস। প্র্যাঙ্কস্টার হিসেবে পরিচিত এই ব্রিটিশ নাগরিকের খেলা চলাকালীন মাঠে ঢুকে নানা কাণ্ডকারখানা করার ‘কুখ্যাতি’ আছে।
সেই জার্ভো এবার বিশ্বকাপ ক্রিকেটেও হাজির! চেন্নাইয়ে আজ তো ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠেই ঢুকে পড়েছেন। দৌড়ে বিরাট কোহলির কাছে পৌঁছে যান জার্ভো। তাঁর পরনে ছিল ভারতের বিশ্বকাপ জার্সি, যেটার নম্বর ৬৯।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোহলির কাছে গিয়ে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন জার্ভো। কিন্তু কোহলিকে সে সময় খুব বিরক্ত দেখাচ্ছিল। এ সময় লোকেশ রাহুলও জার্ভোকে মাঠ ছাড়তে বলেন। কিন্তু রাহুলের কথা হেসে উড়িয়ে দেন জার্ভো। মাঠেই তাঁকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নিরাপত্তাকর্মীরা অবশ্য কিছুক্ষণের মধ্যেই জার্ভোকে ঠেলে মাঠের বাইরে নিয়ে যেতে থাকেন। মাঠের বাইরে নেওয়ার আগমুহূর্তে কোহলি নিজেই দৌড়ে এসে জার্ভোর সঙ্গে কিছু কথা বলেন।
জানা গেছে, জার্ভোকে পরে স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁকে নিষেধাজ্ঞাও দিয়েছে আইসিসি। এর মানে, বিশ্বকাপ চলাকালীন আর কোনো ম্যাচে তিনি স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিশ্ছিদ্র নিরপত্তাবেষ্টনী টপকে জার্ভো কীভাবে মাঠে ঢুকে পড়লেন—এ প্রশ্ন তো আছেই। এর চেয়েও বড় প্রশ্ন উঠেছে, তিনি কীভাবে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট পেলেন। কারণ, স্বাগতিক ভারতের প্রথম ম্যাচ হওয়ায় এই ম্যাচের সব টিকিট অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তাই মাঠে জার্ভোকে দেখে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন।
তবে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানিরা। একজন লিখেছেন, ‘বিশ্বকাপের জন্য জার্ভো ভারতের ভিসা পায়, কিন্তু পাকিস্তানের সমর্থকেরা পায় না।’ আরেকজন লিখেছেন, ‘জার্ভো কীভাবে (ভারতের) ভিসা পেয়ে গেল, যখন একজন পাকিস্তানি সাংবাদিককেও দেওয়া হলো না?’
২০২১ সালে লন্ডনের ওভালে ইংল্যান্ড–ভারত টেস্ট ম্যাচ চলার সময় প্রথমবার মাঠে ঢুকে পড়েছিলেন জার্ভো। সে বার ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। সেদিন জার্ভোকে মাঠ থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।
গত বছর কার্ডিফে ওয়েলস–নিউজিল্যান্ড রাগবি ম্যাচের আগমুহূর্তে বাগড়া দেন জার্ভো। এরপর আয়ারল্যান্ড–জাপান রাগবি ম্যাচে জাতীয় সংগীতের সময় বুকে হাত রেখে জাপানি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে যান।
বিশ্বকাপ ক্রিকেটে আইসিসি নিষেধাজ্ঞা দেওয়ায় আগামী কিছুদিন জার্ভোর ‘যন্ত্রণা’ থেকে রেহাই পাবেন, এটা ভেবে স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন ভারতের নিরাপত্তাকর্মীরা।