সম্প্রচার শেষ ১২ আগস্ট ২০২৪

প্যারিস অলিম্পিক

প্যারিস অলিম্পিকের শুরু থেকে শেষ

০৫: ০৫ , জুলাই ২৭

সিন নদীতে বৃষ্টিস্নাত উদ্বোধন

সিন নদীতে কাল রাতে হয়ে গেল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে হলো গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান রাঙিয়েছেন সেলিন ডিওন, নাকুমারার মতো বিনোদন জগতের তারকারা।

ফুটবল ও রাগবি সেভেন শুরু হয়ে গেছে তিন দিন আগেই। পরশু থেকে শুরু হয়েছে আর্চারি আর হ্যান্ডবলও। আজ শুরু হয়ে যাবে কিছু ইভেন্টের সোনার লড়াইও। প্যারিসে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে অংশ নিচ্ছেন ১০ হাজার ৫০০ জন অ্যাথলেট।

০৫: ২৪ , জুলাই ২৭

দিনের শুরুতেই ব্যাডমিন্টন

ফুটবল ও রাগবি সেভেন শুরু হয়ে গেছে তিন দিন আগেই। পরশু থেকে শুরু হয়েছে আর্চারি আর হ্যান্ডবলও। আজ খেলা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ১২টায়, ব্যাডমিন্টন দিয়ে।

আজ থেকে শুরু হচ্ছে সোনার লড়াইও। বেলা আড়াইটায় শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতর সোনার লড়াই। এ ছাড়া আজই সোনার পদকের লড়াই হবে ডাইভিং, রোড সাইক্লিং, স্কেটবোর্ডিং, জুডো, রাগবি সেভেন, ফেন্সিং ও সাঁতারের বেশ কয়েকটি ইভেন্টের।

আরও পড়ুন
০৫: ৩৩ , জুলাই ২৭

বাংলাদেশে অলিম্পিকের খেলা দেখা যাবে যেখানে

সিন নদীতে মার্চপাস্টে বাংলাদেশ অলিম্পিক দল
রয়টার্স

বাংলাদেশ থেকে অলিম্পিক দেখবেন যেভাবে

প্রথম আলোর ক্রীড়া বিভাগে ফোন করে অনেক পাঠকই জানতে চাইছেন, অলিম্পিকের খেলা কোথায় দেখবেন বা কোন টেলিভিশন চ্যানেলে দেখানো হবে। বাংলাদেশ থেকে অলিম্পিক সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮–১ ও এমটিভিতে। যাদের আকাশ সংযোগ রয়েছে তাঁরা খেলা দেখতে পারবেন ৩০৬, ৩০৭ ও ৩৫৪ নম্বর চ্যানেলে। এ ছাড়া প্যারিস অলিম্পিকের অফিশিয়াল ওয়েবসাইটে অনেক খেলার লাইভ সম্প্রচার দেখা যাবে বাংলাদেশ থেকে।

০৬: ০১ , জুলাই ২৭

আইওসির ক্ষমাপ্রার্থনা

সিন নদীতে চলছিল মার্চপাস্ট। একে একে নদীর বুক চিরে নানা আকারের জলযানে করে অলিম্পিকে অংশ নেওয়া বিভিন্ন দেশ বা দলের অ্যাথলেটরা। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া দল যখন জলযানে করে মার্চপাস্টে আসে, ধারাভাষ্যকার তাদের পরিচয় করিয়ে দেন।

পরিচয়পর্বে প্রথমে ফরাসি ভাষায় দক্ষিণ কোরিয়াকে বলা হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ এটা উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম। আর দক্ষিণ কোরিয়ার অফিশিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া। এই ঘটনায় পরে ক্ষমাপ্রার্থনা করেছে আইওসি।

আরও পড়ুন
০৮: ৫৮ , জুলাই ২৭

ব্রোঞ্জ জিতল কাজাখস্তান

শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।

০৯: ৩০ , জুলাই ২৭

শুটিংয়ে প্রথম সোনা জিতল চীন

দুর্দান্ত লড়াইয়ের পর শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে সোনা জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি।

এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া। ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। এটা এবারের অলিম্পিকেরই প্রথম পদক।

১০: ১২ , জুলাই ২৭

শুটিংয়ের পর ডাইভিংয়েও প্রথম সোনা চীনের

প্যারিস অলিম্পিকে নিষ্পত্তি হওয়া প্রথম দুটি সোনার পদকই জিতেছে চীন। শুটিং ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতের পর তারা সোনা জিতেছে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ের সোনা। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।

২০০৪ সালে এথেন্সের পর এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন।

১৪: ০২ , জুলাই ২৭

ছেলেদের রাগবির ফাইনালে ফ্রান্স

ছেলেদের রাগবি সেভেনের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯–৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স।

রাগবি সেভেনের ফাইনালে উঠেছে ফ্রান্সের ছেলেদের দল
ফ্রান্স রাগবি এক্স হ্যান্ডল
১৪: ২৯ , জুলাই ২৭

প্যারিসে অস্ট্রেলিয়ার প্রথম সোনা জয়

মেয়েদের ব্যক্তিগত টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার গ্রেস ব্রাউন। প্যারিসের ভেজা রাস্তায় ৩২ বছর বয়সী এই সাইক্লিষ্ট ৩২.৪ কিলোমিটার টাইম ট্রায়াল জিতেছেন ৩৯ মিনিট ৩৮.২৪ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টে এটাই অস্ট্রেলিয়ার প্রথম পদক জয়। প্যারিস অলিম্পিকে এটি অস্ট্রেলিয়ার প্রথম সোনা জয়ও।

রুপা জিতেছেন ব্রিটেনের অ্যান হেনডারসন (৪০ মিনিট ৯.৮৩ সেকেন্ড)। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্লোয়ি ডাইগার্ট।

সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার গ্রেস ব্রাউন
এএফপি
১৪: ৪৩ , জুলাই ২৭

হাশিমোতোর স্বপ্নভঙ্গ

জিমন্যাস্টিকসে ছেলেদের অল অ্যারাউন্ড চ্যাম্পিয়ন জাপানের হাশিমোতো দাইকি হরাইজন্টাল বার থেকে পড়ে গিয়ে টোকিও অলিম্পিকে জেতা হরাইজন্টাল বার ইভেন্টে সোনার পদক ধরে রাখার সুযোগ হারালেন। স্বপ্নভঙ্গ!

হাশিমোতো দাইকি
এএফপি
১৫: ৪৩ , জুলাই ২৭

ফুটবলে জিতল আর্জেন্টিনা ও স্পেন

ছেলেদের ফুটবলে লিঁওতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩–১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হাভিয়ের মাচেরানোর দলের হয়ে গোল করেন থিয়াগো আলমাদা, লুসিয়ানো গুনদো ও ইগনাসিও ফার্নান্দেজ। ইরাকের হয়ে গোল করেন আইমান হোসেন।

মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিতর্কিতভাবে ২–১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে এই জয়ে সাময়িকভাবে হলেও গোল ব্যবধানে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে মাচেরানোর দল। দিনের অন্য ম্যাচে মরক্কো-ইউক্রেন ফলে নির্ভর করবে আর্জেন্টিনার শীর্ষস্থান টিকে থাকবে কি না।

গোলের পর সতীর্থদের নিয়ে উদ্‌যাপন লুসিয়ানো গুনদোর
এএফপি

‘সি’ গ্রুপের ম্যাচে ডমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়েছে স্পেন। স্প্যানিশদের হয়ে গোল করেন ফারমিন লোপেজ, আলেহান্দ্রো বায়েনা ও মিগুয়েল গুতিরেজ। এই জয়ে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে স্পেন।

জয়ের পর স্পেনের উদ্‌যাপন
এএফপি
১৬: ২২ , জুলাই ২৭

নাদালের মুখোমুখি হওয়ার কাছাকাছি জোকোভিচ

প্রথম অলিম্পিক সোনা জয়ের মিশনে ছেলেদের টেনিসে প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার ম্যাথু এবেদেনকে ৬–০, ৬–১ গেমে হারিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। আগামীকাল হাঙ্গেরির মারতন ফুচোভিসকে প্রথম রাউন্ডে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের মুখোমুখি হবেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। তবে উরুর চোটে নাদালের এবার অলিম্পিকে খেলা নিয়েই প্রশ্ন উঠেছে।

এ বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনজয়ী স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে লেবাননের হাদি হাবিবের বিপক্ষে জিতেছেন।

জয়ের পর দর্শকদের প্রতি হাত নাড়ছেন জোকোভিচ
এএফপি
১৬: ৪৬ , জুলাই ২৭

ছেলেদের সাইক্লিংয়ে সোনা বেলজিয়ামের

ছেলেদের ব্যক্তিগত টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে সোনা জিতেছেন বেলজিয়ামের রেমেকো ইভেনপোয়েল। ৩৬ মিনিট ১২.১৬ সেকেন্ড সময় নেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। রুপা জিতেছেন ইতালির ফিলিপ্পো জানা ও ব্রোঞ্জ বেলজিয়ামের ভাউট ফন আয়ের্তের।

বেলজিয়ামের সাইক্লিষ্ট রেমেকো ইভেনপোয়েল
এএফপি
১৬: ৫৪ , জুলাই ২৭

মেয়েদের জুডোয় সোনা জাপানের

মেয়েদের ৪৮ কেজি জুডো ইভেন্টে সোনা জিতেছেন জাপানের তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন সুনোদা নাতসুমি। তাঁর কাছে হেরে রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয় মঙ্গোলিয়ার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাশানখু বাভুদর্জকে।

যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের শিরিন বৌকলি ও সুইডেনের তারা বাবুলফাত।

জুডোর এই ইভেন্ট থেকে প্যারিস অলিম্পিকে প্রথম পদকের দেখা পেল স্বাগতিক ফ্রান্স।

সোনার পদক জয়ের লড়াইয়ে বাশানখুর সঙ্গে নাতসুমির লড়াইয়ের একটি মুহূর্ত
এএফপি
১৭: ১৩ , জুলাই ২৭

ছেলেদের জুডোয় সোনা কাজাখস্তানের

ছেলেদের ৬০ কেজি জুডোর ফাইনালে ফ্রান্সের লুকা মেকেদজিকে হারিয়ে সোনা জিতেছেন কাজাখস্তানের ইয়েলদোস সেমেতভ।

২০১৬ রিও অলিম্পিকে রুপা ও ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর অবশেষে সোনার দেখার পেলেন কাজাখস্তানের এই জুডোকা।

রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো মেকেদজিকে। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন জাপানের নাগাইমা রাইজু ও স্পেনের ফ্রান্সিসকো গ্যারিগস।

সোনা জয়ের উল্লাস সেমেতভের
এএফপি
১৭: ২৫ , জুলাই ২৭

ছেলেদের রাগবি সেভেনে ব্রোঞ্জ দক্ষিণ আফ্রিকার

অস্ট্রেলিয়াকে ২৬–১৯ ব্যবধানে হারিয়ে রাগবি সেভেনে ব্রােঞ্জ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

১৭: ৩৪ , জুলাই ২৭

ড্রোন কাণ্ডে কানাডার ৬ পয়েন্ট কর্তন!

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল শুরুর আগে নিউজিল্যান্ড দলের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগ উঠেছিল কানাডার বিরুদ্ধে। পরে জানা যায়, কানাডার নারী ও পুরুষ ফুটবল দল এর আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের ওপর গুপ্তচরবৃত্তি করেছে। এই ঘটনায় কানাডা নারী দলের কোচ বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে কানাডা সকার অ্যাসোসিয়েশন। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়।

ফিফা আজ প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টে কানাডার ৬ পয়েন্ট কেটে নিয়েছে। এর পাশাপাশি প্রিস্টম্যানসহ মোট তিনজন কোচকে এক বছর করে নিষিদ্ধ করেছে। কানাডা সকার ফেডারেশনকে ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানাও করেছে ফিফা। প্রিস্টম্যানের সঙ্গে এক বছর করে নিষিদ্ধ হওয়া অন্য দুজন হলেন সহকারী কোচ জেসমিন মান্দার ও বিশ্লেষক জোসেফ লোমবার্ডি।

বেভ প্রিস্টম্যান
রয়টার্স
১৭: ৩৯ , জুলাই ২৭

স্বপ্নের জুটি নেমেছে কোর্টে

ছেলেদের টেনিসে দ্বৈত ইভেন্টে প্রথম রাউন্ডের ম্যাচে জুটি বেঁধে খেলতে কোর্টে নেমেছেন স্পেনের কিংবদন্তি রাফায়েল নাদাল এবং উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। এ যেন স্পেনের দুই প্রজন্মের মিলনমেলা!

গ্যালারিতে আছেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং। নাদালের মেয়েও উপস্থিত। যদিও বাবাকে কোর্টে দেখার চেয়ে খেলনা র‌্যাকেটেই সে বেশি মনোযোগী।

টেনিস কোর্টে নাদাল ও আলকারাজ
আইটিএফ এক্স হ্যান্ডল
১৯: ০০ , জুলাই ২৭

ফ্রান্সের প্রথম সোনা জয়

প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্স প্রথম সোনার পদকটি পেল ছেলেদের রাগবি সেভেনে।

ফিজির বিপক্ষে ২৮-৭ ব্যবধানে ফ্রান্সের জয়ে বড় অবদান বেঞ্চ থেকে নামা আঁতোয়ান দুপন্তের। বিরতিতে ৭-৭ ব্যবধানে দুই দল সমতায় থাকার পর দুপন্তের চোখ ধাঁধানো পারফরম্যান্সে জিতেছে ফ্রান্স।

অলিম্পিকে রাগবি সেভেনে এটাই প্রথম হার ফিজির। স্তাদে দি ফ্রান্সের গ্যালারিতে ফরাসি সমর্থকেরা সোনা জয়ের আনন্দে গর্জে ওঠার সময় হতাশায় ডুবেছেন ফিজির খেলোয়াড়েরা।

ফ্রান্সের বাতাসে এখন উৎসবের সুবাস!

১৯: ১৯ , জুলাই ২৭

সাঁতার পুলে প্রথম সোনা জার্মানির

স্থানীয় সময় সন্ধ্যায় সাঁতার পুলে প্রথম ফাইনাল অনুষ্ঠিত হলো ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের। সোনা জিতলেন জার্মানির লুকাস মার্টেনসপ্যারিস অলিম্পিকে সাঁতারে প্রথম সোনাও তাঁর। গত ৩৬ বছরের মধ্যে সাঁতারে এটি জার্মানির প্রথম সোনা জয়ও।

৩ মিনিট ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়েছেন লুকাস মার্টেনস। তাঁর চেয়ে ০.৪৩ সেকেন্ড পিছিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার এলিজা উইনিংটন। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উ-মিন।

১৯: ৪৬ , জুলাই ২৭

‘টিটমাস টেস্টে’ ব্যর্থ লেডিকি, সোনার পদক টিটমাসেরই

এই লড়াইয়ে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কেউ কেউ বলেছেন, সাঁতার পুলে এটি ‘রেস অব দ্য সেঞ্চুরি’। আর সেই রেসে টিটমাস টেস্টে ব্যর্থ হলেন কেটি লেডিকি ও সামার ম্যাকিন্টোস।

মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের হাই প্রোফাইল এই ফাইনালে ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক ধরে রাখলেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্না টিটমাস। ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ম্যাকিন্টোস। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ লেডেকির। যুক্তরাষ্ট্রের সাঁতার জায়ান্টের এটি ১১ নম্বর অলিম্পিক পদক।

তিন সাঁতারুই সর্বশেষ তিন বিশ্ব রেকর্ডধারী। বর্তমান বিশ্বরেকর্ড টিটমাসের। শেষ পর্যন্ত তাসমানিয়ান ‘টার্মিনেটর’ এর মুখেই ফুটল শেষ হাসি।

আরিয়ার্না টিটমাস
রয়টার্স
১৯: ৫৮ , জুলাই ২৭

দ্বিতীয় রাউন্ডে নাদাল-আলকারাজ

স্প্যানিশ টেনিসের দুই প্রজন্মের দুই দিকপালের জুটি বেঁধে এটা ছিল প্রথম ম্যাচ।

ছেলেদের দ্বৈত ইভেন্টের সেই লড়াইয়ে প্রথম রাউন্ডে আন্দ্রেস মোলতিনি ও ম্যাক্সিমো গঞ্জালেস জুটিকে ৭-৬ (৪), ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাদাল-আলকারাজ জুটি।

পয়েন্ট তুলে নিয়ে নাদাল ও আলকারাজের উদ্‌যাপন। ফ্রেমে বেঁধে রাখার মতো ছবি
আইটিএফ এক্স হ্যান্ডল
২০: ১৮ , জুলাই ২৭

রিলের পুলে অলিম্পিক রেকর্ড, সোনা অস্ট্রেলিয়ার

মেয়েদের দলীয় ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। এটা নতুন অলিম্পিক রেকর্ড

৩ মিনিট ৩০.২০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। এটা নতুন আমেরিকান কন্টিনেন্টাল রেকর্ড।

চীন ৩ মিনিট ৩০.৩০ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে জিতেছে ব্রোঞ্জ।

সোনা জয়ের পর অস্ট্রেলিয়ার মেয়েদের উদ্‌যাপন
ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস এক্স হ্যান্ডল
২০: ৩২ , জুলাই ২৭

ছেলেদের রিলের পুলে নতুন ব্যক্তিগত অলিম্পিক রেকর্ড

ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ০৯.২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র

এই ইভেন্টে চীন পদক জিততে না পারলেও তাদের সাঁতারু প্যান ঝ্যানলে ৪৬.৯২ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন

৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়া।

ইতালি ব্রোঞ্জ জিতেছে ৩ মিনিট ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে।

২১: ০৪ , জুলাই ২৭

একটি আঘাতেই সোনার নিষ্পত্তি

ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত এপে ফাইনালে সোনা জিতেছেন হংকংয়ের ভিভিয়ান কং।

ফ্রান্সের অঁরিয়ে মাল্লো-ব্রেটনের বিপক্ষে তিনটি ধাপ মিলিয়ে নির্ধারিত সময়ে ১২-১২ ব্যবধানে সমতায় ছিলেন তিনবারের এই এশিয়ান চ্যাম্পিয়ন। অতিরিক্ত সময়ে একটি সাডেন ডেথ হিটে হংকংকে এবারের গেমসে প্রথম সোনা এনে দেন কং।

হংকংয়ের প্রথম নারী হিসেবে ফেন্সিংয়ে অলিম্পিক সোনার পদক জিতলেন তিনি।

অঁরিয়ে-মাল্লো ব্রেটন রুপা জেতায় স্বাগতিক দর্শকেরা হতাশ। ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির এসতের মুহারি।

কংয়ের মুখে সোনার হাসি
এফআইই এক্স হ্যান্ডল
কংয়ের লড়াইয়ের একটি মুহূর্ত
এফআইই এক্স হ্যান্ডল
২১: ১৫ , জুলাই ২৭

স্যাবরে ফেন্সিংয়ে সোনা দক্ষিণ কোরিয়ার ওহ সাংগুকের

ছেলেদের ব্যক্তিগত স্যাবরে ফেন্সিংয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ সাংগুক। তাঁর কাছে ১৫-১১ ব্যবধানে হেরে রুপা জিতেছেন তিউনিসিয়ার ফারেস ফেরজানি। ইতালির লুইজি সামেলে জিতেছেন ব্রোঞ্জ।

দক্ষিণ কোরিয়ার প্রথম পুরুষ প্রতিযোগি হিসেবে ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে সোনা জিতলেন ওহ সাংগুক।

ওহ সাংগুক ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে সোনা জেতেন
এফআইই এক্স হ্যান্ডল
০৪: ৫৭ , জুলাই ২৮

নিষিদ্ধ নাইজেরিয়ার বক্সার

অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করায় প্যারিস অলিম্পিকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন নাইজেরিয়ার বক্সার সিনথিয়া ওগুনসেমিলোরে। গত বৃহস্পতিবার সংগ্রহ করা ২২ বছর বয়সী এই বক্সারের নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি–ডোপিং এজেন্সি।

০৯: ০৭ , জুলাই ২৮

প্যারিসে তৃতীয় সোনার পদক চীনের

ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপা ও ব্রোঞ্জজয়ী দুই ইতালিয়ান শুটারের মাঝে সোনাজয়ী চীনের শিয়ে ইউ
এএফপি

ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন চীনের শিয়ে ইউ। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জের দুটি পদকই জিতেছে ইতালি। রুপা জিতেছেন ফেদেরিকো নিলো মালদিনি আর ব্রোঞ্জ মোন্না পাওলো।

১০: ৪০ , জুলাই ২৮

১০ মিটার এয়ার পিস্তলে (নারী) সোনা-রুপা দক্ষিণ কোরিয়ার, ভারতের প্রথম পদক

প্যারিস অলিম্পিকে প্রথম পদকের দেখা পেল ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। ফাইনালে তাঁর স্কোর ২২১.৭। সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। রুপা একই দেশের কিম ইয়েজির। ওহ ইয়ে জিনের স্কোর ২৪৩.২, যেটি অলিম্পিক রেকর্ড। আগের রেকর্ড ছিল রাশিয়ার বাতসারাশকিনা ভিতালিনার—২৪০.৩। কিম ইয়েজির স্কোর ২৪১.৩। প্যারিসে দক্ষিণ কোরিয়ার এটি দ্বিতীয় সোনা।

১০ মিটার এয়ার পিস্তলে (নারী) সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন
এএফপি
প্যারিসে ভারতের প্রথম পদক এনে দিলেন ভাকের মানু
এএফপি
১০: ৫৫ , জুলাই ২৮

শুটিংয়ে বাছাইপর্বে বাদ বাংলাদেশের রবিউল

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম। ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন তিনি। তাঁর স্কোর ৬২৪.২। বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭, দুইয়ে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের স্কোরও তাই।

আরও পড়ুন
১৪: ০৩ , জুলাই ২৮

চতুর্থ অলিম্পিকে এসে প্রথম পদক, সেটিও সোনা

নিজের চতুর্থ অলিম্পিক খেলতে এসে ক্রস-কান্ট্রিতে (নারী) প্রথমবার সোনা জিতলেন ফ্রান্সের পলিন ফেরাঁ-প্রেভো। ২০১৫, ২০১৯, ২০২০, ২০২২, ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পাশাপাশি ২০১৪ সালে রোড রেসেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে এতদিন অলিম্পিকে পদকই ছিল না তাঁর!

রেসে ফেরাঁ-প্রেভো
এএফপি

ফেরাঁ-প্রেভোর প্রতিদ্বন্দ্বী লোয়ানা লেকোমটে রেসের মাঝপথে বাজেভাবে পড়ে গিয়ে ছিটকে যান। আরেক ফেবারিট নেদারল্যান্ডসের পক পিয়েতের্সও ছিটকে যান টায়ার পাংচার হওয়ার পর। এসবের মধ্যে এগিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের হ্যালি ব্যাটান পেয়েছেন রুপা। ব্রোঞ্জ গেছে ২০১৬ রিও অলিম্পিকের বিজয়ী সুইডেনের জেনি রিসভেডসের কাছে।

প্রথম অলিম্পিক পদক জেতার পর ফেরাঁ-প্রেভো
এএফপি
১৬: ১৩ , জুলাই ২৮

দক্ষিণ কোরিয়ার তৃতীয় সোনা 

দলগত নারী আর্চারিতে চীনকে ৫-৪ সেটে হারিয়ে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। প্যারিসে দেশটির এটি তৃতীয় সোনা, সব মিলিয়ে ষষ্ঠ পদক। পদকের হিসাবে এ আপডেটের সময় শীর্ষে দক্ষিণ কোরিয়াই। নেদারল্যান্ডসকে ৬-২ সেটে হারিয়ে এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে মেক্সিকো।

দলগত নারী আর্চারিতে চীনকে ৫-৪ সেটে হারিয়ে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া
এএফপি
১৭: ১০ , জুলাই ২৮

অস্ট্রেলিয়ার চতুর্থ সোনা

ক্যানোয়িংয়ে মেয়েদের স্লালমের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার জেস ফক্স। গতবারের সোনাজয়ী জার্মানির রিকার্ডা ফুঙ্কের ভুলে সোনা জিতেছেন ফক্স। নির্দিষ্ট পথে যেতে ভুল করায় ৫০ সেকেন্ড জরিমানা করা হয় ফুঙ্ককে। ৯৬.০৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ফক্স। পোল্যান্ডের ক্লাউদিয়া জোয়োলিন্সকা রুপা ও গ্রেট ব্রিটেনের কিম্বার্লি উডস জিতেছেন ব্রোঞ্জ। অস্ট্রেলিয়ার এটি এবারের অলিম্পিকে চতুর্থ সোনা।

১৯: ১৫ , জুলাই ২৮

ফেল্‌প্‌সের অলিম্পিক রেকর্ড এখন মারশাঁর

প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে আজ উপস্থিত ছিলেন ১৫ হাজার দর্শক। ফ্রান্সে এর আগে কখনোই এত মানুষ সাঁতার দেখেননি গ্যালারিতে বসে। এত দর্শক এসেছেন ঘরের ছেলে লিওঁ মারশাঁকে হাততালি দিতে। হতাশ করেননি মারশাঁ। নতুন অলিম্পিক রেকর্ড গড়েই ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন ফরাসি তারকা। বিশ্ব রেকর্ডের মালিক মারশাঁ ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেল্‌প্‌সের গড়া রেকর্ড। গ্যালারিতে বসে ফেল্‌প্‌স দেখেছেন তাঁর রেকর্ড ভাঙছেন মারশাঁ।

৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন ফ্রান্সের লিওঁ মারশাঁ
রয়টার্স

৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ। বেইজিংয়ে ফেল্‌প্‌স সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। ২০২৩ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে ফেল্‌প্‌সের রেকর্ড ভাঙেন মারশাঁ।

 ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা তোরি হুসকের

যুক্তরাষ্ট্রের সাঁতারু তোরি হুসকে জিতেছেন ১০০ মিটার বাটারফ্লাই
রয়টার্স

দিনের দ্বিতীয় সাঁতার ইভেন্ট মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তোরি হুসকে। তাঁর সময় লেগেছে ৫৫.৫৯ সেকেন্ড। ৫৫.৬৩ সেকেন্ড সময় নিয়ে রুপা একই দেশের গ্রেচেন ওয়ালশের। ৫৬.২১ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন চীনের ইয়ুফেই ঝ্যাং।  

২০: ১০ , জুলাই ২৮

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পিটিকে হ্যাটট্রিক করতে দিলেন না মার্তিনেঙ্গি

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন নিকোলো মার্তিনেঙ্গি
রয়টার্স

আট বছর পর নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন পেল পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক। প্যারিসে আজ ফাইনালে ফেবারিট ও টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে পেছনে ফেলে সোনা জিতেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। রিও ও টোকিওতে সোনাজয়ী পিটি পেয়েছেন রুপা। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও।

১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের বিশ্ব রেকর্ডের মালিক ব্রিটিশ তারকা পিটি আজ সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। সমান সময় নিয়েছেন ফিঙ্কও। মার্তিনেঙ্গি সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ড।

সাঁতারে আজ আর কোনো পদকের ইভেন্ট নেই। তিনটি ইভেন্টের সোনা পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইতালির প্রতিযোগিরা।

২০: ৫২ , জুলাই ২৮

দিনের শেষ সোনাটি জিতে সবার ওপরে জাপান

দিনের শেষ সোনাটি জিতেছেন জাপানের ফেন্সার কোকি কানো
রয়টার্স

ফ্রান্স ও জাপান, দুই দেশেরই সুযোগ ছিল রোববার দিন শেষে পদক তালিকায় সবার ওপরে ওঠার। দিনের শেষ সোনার লড়াইয়ে যে মুখোমুখি হয়েছিল দুই দেশের প্রতিযোগী। ফেন্সিংয়ে পুরুষ ইপেই ব্যক্তিগত সোনার লড়াইয়ের সেই ম্যাচে শেষ হাসি হেসে জাপানকে শীর্ষে উঠিয়েছেন কোকি কানো। স্বাগতিক ফ্রান্সের ইয়ানিক বোরেলকে ১৫–৯ ব্যবধানে হারিয়েছেন কানো।

 এবারের অলিম্পিকে জাপানের এটি চতুর্থ সোনা। চারটি সোনা জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান দুই দেশ। দুই দেশই জিতেছে ২টি রুপা। তবে জাপান এগিয়ে গেছে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায়। ১টি ব্রোঞ্জ জাপানের, অস্ট্রেলিয়া জেতেনি একটিও।

ফেন্সিংয়ের অন্য সোনাটি যুক্তরাষ্ট্রের

এর আগে মেয়েদের ফয়েল ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই প্রতিযোগী লি কিইফার ও লরেন স্ক্রাগস। দুই মার্কিনের লড়াইয়ে ১৫–৬ ব্যবধানে জিতেছেন কিইফার। এবারে অলিম্পিকে যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় সোনা। ৩ সোনা, ৬ রুপা ও ৩ ব্রোঞ্জ জিতে পদক তালিকার তিনে আছে যুক্তরাষ্ট্র।  

০৩: ৩০ , জুলাই ২৯

সিন নদীর দূষণে বাতিল অনুশীলন

সিন নদীর দূষণ নিয়ে আলোচনা চলছে আরও আগে থেকেই। এরই মধ্যে ট্রায়াথলনের অনুশীলন বাতিল করেছে অলিম্পিক আয়োজকেরা। তাদের সঙ্গে এক যৌথ বার্তায় ওয়ার্ল্ড ট্রায়াথলন ফেডারেশন জানিয়েছে, বৃষ্টির পর সিন নদীর দূষণের কারণে পানিতে পর্যাপ্ত নিশ্চয়তা নেই বলে এমন সিদ্ধান্ত। অবশ্য আগামী ৩০-৩১ জুলাই মূল ইভেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

০৮: ৩৯ , জুলাই ২৯

দিনের প্রথম সোনা দক্ষিণ কোরিয়ার

পদকের লড়াইয়ের তৃতীয় দিনে প্রথম সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দেশটিকে সোনা এনে দিয়েছেন ১৬ বছর বয়ী বান হিওইন, যিনি এখনো হাইস্কুলে পড়ছেন।

সোনার লড়াইয়ে হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। দুজনের মোট স্কোর ২৫১.৮ হওয়ার পর শুট–অফে সোনাজয়ী চূড়ান্ত হয়। ইউতিং জেতেন রূপা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট।

হিওইনের জেতা সোনা অলিম্পিক দক্ষিণ কোরিয়ার ১০০তম।

১০: ৪৫ , জুলাই ২৯

অলিম্পিক অভিষেকে সোনা!

ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড প্লাটফর্ম ডাইভিংয়ে সোনা জিতেছে চীনের লিয়ান জুনজি ও ইয়াং হাও। অলিম্পিক অভিষেকে সোনা জিতলেন তাঁরা। প্রতিটি রাউন্ডেই সর্বোচ্চ স্কোর করেছে এই জুটি। মোট স্কোর ৪৯০.৩৫।

৪৬৩.৪৪ স্কোর নিয়ে রুপা জিতেছে ব্রিটেনের টম ডেলে ও নোয়া উইলিয়ামস। ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড প্লাটফর্ম ডাইভিংয়ে প্রথম ডাইভার হিসেবে তিনটি অলিম্পিক পদক জিতলেন ডেলে।

ব্রোঞ্জ জিতেছে কানাডার রায়লান উইয়েনস এবং নাথান সোমবার–মারে জুটি। তাদের স্কোর ৪২২.১৩। এই ইভেন্টে এটি কানাডার প্রথম অলিম্পিক পদক।

সোনা জিতেছেন চীনের লিয়ান জুনজি ও ইয়াং হাও জুটি
এএফপি
১০: ৫৫ , জুলাই ২৯

১০ মিটার  এয়াার রাইফেলে সোনা চীনের

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন চীনের শেং লিহাও।

১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলীয় ইভেন্টে এর আগে সোনা জিতেছেন লিহাও। এবার এই ইভেন্টে ২৫২.২ স্কোর (অলিম্পিক রেকর্ড স্কোর) গড়ে সোনা জিতলেন তিনি।

১০ মিটার এয়ার রাইফেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন অলিম্পিক অভিষেকে জিতেছেন রুপা। তাঁর স্কোর ২৫১.৪।

ক্রোয়েশিয়ার মিরান মারিচিচ ২৩০.০ স্কোর নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিকে এটা ক্রোয়েশিয়ার প্রথম পদক জয়।

প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা জিতলেন ষ শেং লিহাও
এএফপি
১১: ৪৭ , জুলাই ২৯

রোঁলা গাঁরোয় মুখোমুখি নাদাল–জোকোভিচ

স্বপ্নের লড়াই? তা বলাই যায়। রোঁলা গাঁরোয় ছেলেদের টেনিসে দ্বিতীয় রাউন্ডে ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ।

গত দুই বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম মুখোমুখি হচ্ছেন নাদাল–জোকোভিচ।

১২: ৪২ , জুলাই ২৯

ইকুয়েস্ট্রিয়ানে সোনা ব্রিটেনের

ইকুয়েস্ট্রিয়ানের দলীয় ইভেন্টিংয়ে সোনা জিতেছে ব্রিটেন। এর মধ্য দিয়ে এই ইভেন্টে ২০২১ সালে টোকিওতে জেতা সোনা ধরে রাখল তারা। তাদের স্কোর ৯১.৩০। এই ইভেন্টে সর্বোচ্চ পাঁচটি অলিম্পিক পদক জিতল ব্রিটেন।

১০৩.৬০ স্কোর নিয়ে রুপা জিতেছে স্বাগতিক ফ্রান্স।

জাপান ১১৫.৮০ স্কোর নিয়ে জিতেছে ব্রোঞ্জ। ১৯৩২ অলিম্পিকে সোনা জয়ের পর ইকুয়েস্ট্রিয়ানে এটাই প্রথম সোনা জয় জাপানের।

ইভেন্টিংয়ে সোনা জিতেছে ব্রিটেন
এএফপি
১৩: ৪৮ , জুলাই ২৯

মহারণে জোকোভিচের জয়, নাদালের বিদায়

টেনিস ক্যারিয়ারে ৬০তম বারের মতো মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ–নাদাল
রয়টার্স

সেই রোলাঁ গারো। প্যারিসের সেই লাল দুর্গে আবার মুখোমুখি রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। অলিম্পিক টেনিসের সেই মহারণে আজ দুই টেনিস কিংবদন্তির লড়াইটা জমল না। দুজনের ৬০তম ম্যাচটিতে লাল দুর্গের রাজা নাদালকে সরাসরি ৬–১, ৬–৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ।

১৪: ১৮ , জুলাই ২৯

জন্মদিন উপলক্ষ্যে নিজেকে সোনা উপহার!

ছেলেদের মাউন্টেন বাইক সাইক্লিংয়ে সোনা জিতেছেন টম পিডকক। আগামীকাল ২৫ বছর বয়সে পা রাখতে যাওয়া পিডকক এই জয়ের মধ্য দিয়ে টোকিও অলিম্পিকে জেতা সোনা ধরে রাখলেন। ফ্রান্সের হুলিয়েন আবসালোনের পর দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকের মাউন্টেন বাইকে দুটি সোনা জিতলেন পিডকক। জন্মদিন সামনে রেখে নিজেকে দারুণ উপহারই বটে!

১ ঘণ্টা ২৬.২২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন পিডকক।

ফ্রান্সের ভিক্টর কোরেৎজি রুপা জিতেছেন ১ ঘণ্টা ২৬.৩১ সেকেন্ড সময় নিয়ে। ১ ঘণ্টা ২৬ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ আফ্রিকার অ্যালান হ্যাথারলি।

সোনা জয়ের পর টম পিডকক
এএফপি
১৪: ২৫ , জুলাই ২৯

ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টিংয়ে সোনা জার্মানির

ইকুয়েস্ট্রিয়ানে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টিং প্রতিযোগিতায় সোনা জিতেছেন জার্মানির মাইকেল ইয়োং। প্রথম রাইডার হিসেবে ব্যক্তিগত ইভেন্টিং তিনবার জিতলেন তিনি।

ইয়োংয়ের স্কোর ২১.৮০।

রুপাজয়ী অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার বার্টনের স্কোর ২২.৪০। ব্রোঞ্জজয়ী ব্রিটেনের লরা কোলেতের স্কোর ২৩.১০।

১৫: ৪৪ , জুলাই ২৯

ভবিষ্যত নিয়ে যা বললেন নাদাল

ছেলেদের টেনিস এককে দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের কাছে হারের পর নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন ৩৮ বছর বয়সী রাফায়েল নাদাল।

টেনিস চালিয়ে যাবেন কি না, এ বিষয়ে ‘অলিম্পিক শেষে’ কথা বলবেন কিংবদন্তি।

এই টুর্নামেন্ট শেষে আমি নিজের অবস্থা বুঝে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।
২২ গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদাল, জোকোভিচের কাছে হারের পর
হারের পর নাদাল
রয়টার্স
১৬: ০১ , জুলাই ২৯

আর্চারিতে আরেকটি সোনা দক্ষিণ কোরিয়ার

ছেলেদের দলীয় আর্চারির ফাইনালে ফ্রান্সকে ৫–১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া।

রুপা জিতেছে ফ্রান্স। তুরস্ক জিতেছে ব্রোঞ্জ।

১৬: ১৪ , জুলাই ২৯

ক্যানুতে সোনা স্বাগতিক ফ্রান্সের

ছেলেদের সি–১ ক্যানু স্ল্যালমে সোনা জিতেছেন ফ্রান্সের নিকোলাস জেস্তিন। রুপা জিতেছেন ব্রিটেনের অ্যাডাম বার্জেস এবং ব্রোঞ্জ স্লোভাকিয়ার মাতেজ বেনুসের।

সোনা জিতেছেন নিকোলাস জেস্তিন
এএফপি
১৭: ৩২ , জুলাই ২৯

স্কেটবোর্ডিংয়ে আবারও সেরা ইউতো হোরিগোমে

ছেলেদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা জিতেছেন জাপানের ইউতো হোরিগোমে
রয়টার্স

২০২১ সালে টোকিওতে সোনা জিতেছিলেন ইউতো হোরিগোমে। প্যারিসে আজ সেই হোরিগোমেই জিতেছেন ছেলেদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ের সোনা। শেষ রাউন্ডের আগে সপ্তমস্থানে ছিলেন হোরিগোমে। ওই রাউন্ডে ৯৭.০৮ পয়েন্ট পেয়ে সবার ওপরে উঠে যান তিনি। ২৮১.১৪ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন হোরিগোমে। ২৮১৩০১৪ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের জ্যাগার ইটন, ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন খেলোয়াড় নিয়াহ হাস্টন।

১৮: ২১ , জুলাই ২৯

জিমন্যাস্টিকসে ছেলেদের দলীয় সোনা জাপানের

সোনাজয়ী জাপান দল
এএফপি

প্যারিস অলিম্পিকে জিমন্যাস্টিকসে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় সোনা জিতেছে জাপান। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে ফেলে প্রথম হয়েছে জাপানিরা। জাপান পেয়েছে ২৫৯.৫৯৪ পয়েন্ট। রুপাজয়ী চীনের পয়েন্ট ২৫৯.০৬২। ২৫৭.৭৯৩ পয়েন্ট নিয়ে ব্র্রোঞ্জ পেয়েছে যুক্তরাষ্ট্র।

১৮: ৫৫ , জুলাই ২৯

ম্যাকিনটোশই জিতলেন ৪০০ মিটার মেডলি

সামার ম্যাকিনটোশ
রয়টার্স

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির বর্তমান বিশ্ব রেকর্ড তাঁরই। প্যারিসের লা ডিফেনস অ্যারেনার ফাইনালে সবচেয়ে বেশি দৃষ্টিও ছিল তাঁর দিকেই। ‘প্রত্যাশিতভাবেই’ ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন সামার ম্যাকিনটোশ। ১৭ বছর বয়সী এই কানাডিয়ান সাঁতারু সময় নিয়েছেন ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড। এটি অবশ্য তাঁরই গড়া বিশ্ব রেকর্ড (২০২৪ সালে ৪ মিনিট ২৪.৩৮ সেকেন্ড) এবং কাতিনকা হসজুর অলিম্পিক রেকর্ড (রিওতে ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড) থেকে ধীর।

সাঁতারের এই ইভেন্টে ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্ররে কেটি গ্রিমস। আর ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের ফ্রেয়া কোলবার্টের।

১৯: ১১ , জুলাই ২৯

রোমানিয়ার প্রথম সোনা

ডেভিড পোপোভিচি
রয়টার্স

রোমানিয়াকে প্যারিস অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন ডেভিড পোপোভিচি। ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ১ মিনিট ৪৪.৭২ সেকেন্ড সময় নিয়েছেন ১৯ বছর বয়সী এই সাঁতারু।

পোপোভিচির চেয়ে ০.০২ সেকেন্ড দেরি হওয়ায় রূপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ম্যাট রিচার্ডস। আর যুক্তরাষ্ট্রের লুক হবসন ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৪৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে।

১৯: ৪৬ , জুলাই ২৯

১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা বিশ্ব রেকর্ডধারীরই

ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন ইতালির থমাস চেখন। টোকিও অলিম্পিকে চতুর্থ হওয়া এই সাঁতারু আজ প্রথম ৫০ মিটারেও ছিলেন তৃতীয় স্থানে। তবে পরের অর্ধেক পথে গতি বাড়িয়ে সাঁতার শেষ করেছেন ৫২.০০ সেকেন্ডে। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্ব রেকর্ডও অবশ্য তাঁরই (২০২২ সালে ৫১.৬০ সেকেন্ড)।

আজ শুরুতে এগিয়ে থাকলেও শেষ দিকে পিছিয়ে পড়ে ৫২.৩২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন চীনের জু জিয়াউ। আর ২০১৬ রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের রায়ান মার্ফি ৫২.৩৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। এটি মার্কিন সাঁতারুর অলিম্পিকে সপ্তম পদক।

২০: ১০ , জুলাই ২৯

রূপাকে এবার সোনা বানালেন তাতিয়ানা

টোকিও অলিম্পিকের হিটে অলিম্পিক রেকর্ড (১:০৪.৮২) গড়লেও শেষ পর্যন্ত ফাইনালে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাতিয়ানা স্মিথকে। এবার হিটে বা সেমিফাইনালে রেকর্ড না গড়লেও ফাইনালে কাঙ্খিত পদকটিই জিতে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই সাঁতারু। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ৫.২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন তাতিয়ানা।

তাতিয়ানা স্মিথ
রয়টার্স

তাঁর চেয়ে ০.২৬ সেকেন্ড পিছিয়ে থেকে রূপা জিতেছেন চীনের তাং কিয়ানতিং। আর ১ মিনিট ৫.৫৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আয়ারল্যান্ডের মোনা ম্যাকশারি।১৯৯৬ আটলান্টা অলিম্পিকের পর কোনো আইরিশের সাঁতারে পদক এই প্রথম।

২০১৬ রিও অলিম্পিকে সোনা এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা যুক্তরাষ্ট্রের লিলি কিং হয়েছেন পঞ্চম।

২০: ৩৭ , জুলাই ২৯

টিটমাসের রেকর্ড, সোনা দুটিই কেড়ে নিলেন ও’ক্যালাঘান

অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ড, অলিম্পিক রেকর্ড— মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সবই ছিল অ্যারিয়ার্না টিটমাসের দখলে। কিন্তু কজন ভেবেছিলেন তাঁর সোনা এবং অলিম্পিক রেকর্ড একসঙ্গে কেড়ে নেবেন সতীর্থ মলি ও’ক্যালাঘান!

আজ প্যারিস অলিম্পিকে সাঁতারের শেষ ইভেন্টে টিটমাসকে টপকে সোনা জিতেছেন ২০ বছর বয়সী ও’ক্যালাঘান। শেষ ৫০ মিটারের দারুণ নৈপূণ্যে ও’ক্যালাঘান ২০০ মিটারের সাঁতার শেষ করেছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ডে। এটি অলিম্পিকে নতুন রেকর্ড। টোকিও অলিম্পিকে ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি এতদিন ছিল টিটমাসের। সে আসরে ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতা টিটমাস এবার ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।

একসঙ্গে সোনা এবং অলিম্পিক রেকর্ড খোয়ালেও এখনো এই ইভেন্টের বিশ্ব রেকর্ড টিটমাসেরই। গত মাসে অস্ট্রেলিয়ার ট্রায়ালে ১:৫২.৩৩ সেকেন্ডে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙেছিলেন ও’ক্যালাঘানেরই রেকর্ড।

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছেন হংকংয়ের সিওভান হাউহি (১:৫৪.৫৫)।

২০: ৫০ , জুলাই ২৯

সাঁতারে এগিয়ে অস্ট্রেলিয়া

পদকের লড়াইয়ের তৃতীয় দিনে সাঁতারের ফাইনাল হয়েছে পাঁচটি। মজার বিষয় হচ্ছে, কোনো দেশই একাধিক জিততে পারেনি। চ্যাম্পিয়ন হয়েছেন ভিন্ন ভিন্ন দেশের পাঁচজন- মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে কানাডার সামার ম্যাকিনটোশ, ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে রোমানিয়ার ডেভিড পোপোভিচি, ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ইতালির থমাস চেখন, মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা স্মিথ এবং মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার মলি ও’ক্যালাঘান।

এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকে সাঁতারে ১২টি ইভেন্টের ফাইনাল হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ৩টি সোনা জিতেছে অস্ট্রেলিয়া। দুটি করে যুক্তরাষ্ট্র ও ইতালি। মোট ৩৭টি ইভেন্টের মধ্যে এখনো ২৫টির ফাইনাল বাকি।

২১: ০১ , জুলাই ২৯

ফেন্সিংয়ে হাসি ফ্রান্স ও হংকংয়ের

দিনের শেষ বেলায় ফেন্সিংয়ের দুটি ইভেন্টের ফাইনাল হয়েছে। মেয়েদের স্যাবর এককে জিতেছেন ফ্রান্সের ম্যানন ব্রানেট। ফাইনালে স্বদেশী প্রতিপক্ষ সারা বালজারকে ১৫-১২ ব্যবধানে হারান তিনি। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ওলগা খারলান।

ছেলেদের ফয়েল এককে সোনা জিতেছেন হংকংয়ের চিউং কা-লং। তাঁর কাছে ফাইনালে ১৫-১৪ ব্যবধানে হেরে রূপা জিতেছেন ইতালির ফিলিপো মাচি। এখানে ব্রোঞ্জের লড়াইয়ে জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ইতকিন।

২১: ১৩ , জুলাই ২৯

সোনায় এগিয়ে জাপান, পদকে যুক্তরাষ্ট্র

টানা দ্বিতীয় দিন পদক তালিকার শীর্ষে থাকল জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে ২টিসহ মোট ৬টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। মোট পদক সংখ্যায় অবশ্য যুক্তরাষ্ট্রই ওপরে। এখন পর্যন্ত ৩টিসহ সোনাসহ মোট ২০টি পদক জিতেছে তারা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে সোনা জিতেছে ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

০৫: ০৮ , জুলাই ৩০

পানিতে দূষণ, স্থগিত ট্রায়াথলন

প্যারিসের সিন নদীতে ছেলেদের ট্রায়াথলন প্রতিযোগিতা আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নদীর পানিকে এখনো দূষণমুক্ত করতে না পারায় প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে। প্যারিস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ১ জুলাই ছেলে ও মেয়েদের ট্রায়ালথন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, গত শুক্র ও শনিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর কিছু জায়গায় দূষণ আরও বেড়েছে যা ‘এখনো গ্রহণযোগ্য সীমার ওপরে।’

০৬: ৩৭ , জুলাই ৩০

এটাই কি এখন পর্যন্ত সেরা ছবি?

অলিম্পিকে আজ সার্ফিং প্রতিযোগিতার খেলা বাতিল করা হয়েছে। প্যারিস অলিম্পিক ওয়েবসাইটের লাইভ বিবরণীতে এই ছবিটি পোস্ট করে জানতে চাওয়া হয়েছে, এবারের আসরে এখন পর্যন্ত এটাই সেরা ছবি কি না?

ছবিটি সার্ফিংয়ে এ বছরের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনার। আজ ছেলেদের কোয়ার্টার ফাইনালে স্বদেশী জোয়াও চিয়ানকার মুখোমুখি হওয়ার কথা ছিল মেদিনার।

বাতাসে ভাসছেন মেদিনা
টাইম ব্রাজিল এক্স হ্যান্ডল (ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটির অফিশিয়াল এক্স হ্যান্ডল)
০৮: ৪৭ , জুলাই ৩০

শুটিংয়ে ব্রোঞ্জ ভারতের

১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মানু ভাকের ও সারাবজোত সিং। এই ইভেন্টে এটি ভারতের প্রথম পদক। প্যারিস অলিম্পিকে দ্বিতীয়।

০৮: ৫৩ , জুলাই ৩০

১০ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে সোনা সার্বিয়ার

১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় এই ইভেন্টে ভারত ব্রোঞ্জ জেতার পর ফাইনালে মুখোমুখি হয়েছিল তুরস্ক ও সার্বিয়া। সে লড়াইয়ে সার্বিয়ার দুই শুটার জোরানা আরুনোভিচ ও দামির মিকেচ জিতেছেন সোনা। প্যারিস অলিম্পিকে এটি সার্বিয়ার প্রথম পদক। আর অলিম্পিকের শুটিং ডিসিপ্লিনে যে কোনো ইভেন্ট মিলিয়ে এটি সার্বিয়ার প্রথম পদক জয়ও।

রুপা জিতেছেন তুরস্কের ইউসুফ দিকেচ এবং সেভাল লাদিয়া তারহান।

সোনা জয়ের পর সার্বিয়ার দুই শুটারের উদ্‌যাপন
এএফপি
০৯: ৫৭ , জুলাই ৩০

৭৯ জনে ৬৯তম হয়ে সামিউলের বিদায়

১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু। সময়ের হিসেবে শীর্ষ ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।

৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।

১৩: ৫৭ , জুলাই ৩০

টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে সোনা চীনের

উত্তর কোরিয়ার সিক রি জং ও ইয়ং কিম কুমকে হারিয়ে টেবলি টেনিসের মিশ্র দ্বৈতে সোনা জিতেছে চীনের চুকিন ওয়াং ও ইংশা সুন জুটি। উত্তর কোরিয়া রুপা জিতলেও এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে কোরিয়া।

এই নিয়ে চীন এবারের অলিম্পিকে ষষ্ঠ সোনার পদক জিতেছে। সমান ৬টি সোনার পদক জিতেছে জাপানও। পদক তালিকায় এ দুটি দলই এখন সবার ওপরে।

১৫: ১৭ , জুলাই ৩০

ট্র্যাপ শুটিংয়ের সোনা গ্রেট ব্রিটেনের

চীনের কি ইং ও গুয়াতেমালার ব্রল কার্দেনেসকে পেছনে ফেলে ট্যাপ শুটিংয়ে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের নাথান হেলস। এই ইভেন্টে রুপার পদক জিতেছেন চীনের ইং আর ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকে গুয়াতেমালাকে প্রথম পদক এনে দিয়েছেন কার্দেনেস। এই নিয়ে প্যারিস অলিম্পিকে তৃতীয় সোনা জিতল গ্রেট ব্রিটেন।

১৭: ০৬ , জুলাই ৩০

ইউক্রেনকে হারিয়েও গ্রুপ রানার্সআপ  আর্জেন্টিনা

টানা দুই জয়ে অলিম্পিকের শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটে যাওয়ার লড়াইয়ে আজ ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা দুই গোলই করেছে বিরতির পর। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন থিয়াগো আলমাদা। আর শেষ হওয়ার আগমুহূর্তে দ্বিতীয় গোলটি করেন ক্লদিও এচেভেরি।

এ জয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। পয়েন্ট ও গোল ব্যবধান মরক্কোর সমান হওয়ায় দেখা হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ৩–০ গোলে হারিয়েছে ইরাককে। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোয় মরক্কো হয়েছে গ্রুপসেরা। আজ ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে মিসর।

আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর থিয়াগো আলমাদার উদ্‌যাপন
রয়টার্স
১৮: ৩০ , জুলাই ৩০

বাইলসের দুর্দান্ত প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের সোনা

সিমোন বাইলসের হাত ধরে নারীদের দলগত ফাইনালের জিমন্যাস্টিকসে সোনা জিতল যুক্তরাষ্ট্র। সোনা জয়ের পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে ভেসেছেন যুক্তরাষ্ট্রের এই মহাতারকা। এই ইভেন্টে রুপা জিতেছে ইতালি আর ব্রোঞ্জ গেছে ব্রাজিলের ঘরে।

সর্বশেষ টোকিও অলিম্পিকের মাঝপথে ‘টুইস্টিজ’র কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন বাইলস। এটি এমন একধরনের মানসিক অবস্থা, যা জিমন্যাস্টদের বাতাসে ভেসে থাকার সময়ে মনোযোগে ব্যাঘাত ঘটায়। এ নিয়ে গত তিন বছরে জিমন্যাস্টিকস ও যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে কাজ হয়েছে অনেক। সোনা জিতেই যার ফল পেল তারা।

বাইলসের দুর্দান্ত ফেরা
এএফপি
১৯: ২৭ , জুলাই ৩০

আবারও নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা ম্যাকিওনের

অস্ট্রেলিয়ার সাঁতারু কাইল ম্যাকিওন
রয়টার্স

২০২১ সালে টোকিওতে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছিলেন কাইলি ম্যাকিওন। তিন বছর পর প্যারিসেও একই ইভেন্টে সোনা জিতলেন অস্ট্রেলীয় নারী সাঁতারু। টোকিওর মতো প্যারিসেও নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন ম্যাকিওন। গতবার ৫৭.৪৭ সেকেন্ড সময় নেওয়া ম্যাকিওন এবার সময় নিয়েছেন ৫৭.৩৩ সেকেন্ড। অলিম্পিকে এটি তাঁর চতুর্থ সোনা।

 তাঁর পেছনে থেকে রুপা জিতেছেন এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক রিগান স্মিথ। মার্কিন সাঁতারু সময় নিয়েছেন ৫৭.৬৬ সেকেন্ড। বোঞ্জও জিতেছেন এক মার্কিনি—ক্যাথারিন বারকফ (৫৭.৯৮ সেকেন্ড)।

১৯: ৪৪ , জুলাই ৩০

আরেকটি রেকর্ড,  প্রথম আইরিশ হিসেবে সাঁতারে সোনা  ড্যানিয়েল উইফেনের

আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন
রয়টার্স

অলিম্পিক সাঁতারে কোনো সোনা ছিল না আয়ারল্যান্ডের। ২০২৪ সালে এসে অবশেষে সেই সোনাটি পেল আয়ারল্যান্ড। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইল জিতে সোনা জিতেছেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফ্রেন। শেষ ল্যাপে অবিশ্বাস্য গতিতে এগিয়েই আগের বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ববি ফিঙ্ককে পেছনে ফেলেন উইফ্রেন। ২৩ বছর বয়সী উইফ্রেন সময় নিয়েছেন ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ড। ফিঙ্ক সময় নিয়েছেন ৭ মিনিট ৩৮.৭৫ সেকেন্ড।

২০: ৩৯ , জুলাই ৩০

দিনের শেষ সোনাটি গ্রেট ব্রিটেনের, পদক তালিকায় সবার ওপরে জাপান

৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা জিতেছে গ্রেট ব্রিটেন
রয়টার্স

টোকিওর পর প্যারিস, টানা দ্বিতীয়বার ছেলেদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা জিতল গ্রেট ব্রিটেন। প্যারিসের লা ডিফেন্সে অ্যারেনায় আজ মঙ্গলবারের শেষ পদক ইভেন্টে ব্রিটেনকে সোনা জিতিয়েছেন জেমস গাই, টম ডিন, ম্যাট রিচার্ডস ও ডানকান স্কট। গাই, ডিন ও স্কট ছিলেন টোকিওর সোনাজয়ী ব্রিটিশ রিলে দলেও। সোনা জিততে ব্রিটেন সময় নিয়েছে ৬ মিনিট ৫৯.৪৩ সেকেন্ড। রুপা জিতেছে যুক্তরাষ্ট্র (৭ মিনিট ০০.৭৮ সেকেন্ড) ও ব্রোঞ্জ অস্ট্রেলিয়া (৭ মিনিট ০১.৯৮ সেকেন্ড)।

 এবারের অলিম্পিকে ব্রিটেনের এটি চতুর্থ সোনা। দিন শেষ পদক তালিকার সপ্তম স্থানে আছে দলটি। ৭ সোনা, ২ রুপা, ৪ ব্রোঞ্জসহ মোট ১৩ পদক নিয়ে সবার ওপরে জাপান।

০৪: ২৩ , জুলাই ৩১

সার্ফিং স্থগিত

বাংলাদেশ সময় আজ সকালে তাহিতিতে পুরুষ ও নারীদের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিয়ন্ত্রিত বাতাস এবং বাজে আবহাওয়ার কারণে সার্ফিং স্থগিত করা হয়েছে।

প্যারিস ২০২৪ আয়োজক কমিটির সদস্য প্যাসকেল লুসিয়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বৃহষ্পতিবার থেকে বাতাস দক্ষিণপূর্ব দিকে ফিরবে, তাই বৃহষ্পতিবার থেকে সম্ভবত পুষিয়ে নেওয়া যাবে।’

০৭: ২৮ , জুলাই ৩১

সার্ফিং নিয়ে নতুন ঘোষণা

প্যারিস অলিম্পিকের ওয়েবসাইটে আধা ঘণ্টা আগে সার্ফিং নিয়ে নতুন ঘোষণা দেওয়া হয়েছে। মেয়েদের রাউন্ড থ্রি প্রতিযোগিতা আজ শুরু হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে।

সার্ফিং নিয়ে আয়োজকদের নতুন নোটিশ
প্যারিস অলিম্পিক ওয়েবসাইট
০৮: ২৩ , জুলাই ৩১

ট্রায়াথলনে সোনা ফ্রান্সের

মেয়েদের ট্রায়াথলন জিতেছেন ফ্রান্সের কাসান্দ্রে বিউগ্রান্দ। অলিম্পিক ট্রায়াথলনে এটাই প্রথম সোনা জয় ফ্রান্সের।

রুপা জিতেছেন সুইজারল্যান্ডের জুলি দেরন। ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের বেথ পটার।

মেয়েদের ট্রায়াথলনে ফ্রান্সকে সোনা এনে দেন কাসান্দ্রে বিউগ্রান্দ
ওয়ার্ল্ড ট্রায়াথলন এক্স হ্যান্ডল
০৯: ৫১ , জুলাই ৩১

টেবিল টেনিসে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের বিদায়

ছেলেদের টেবিল টেনিসে রাউন্ড অব ৩২ এ সুইডেনের ট্রুলস মোরেগার্ডের কাছে ৪–২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন র‌্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়াড় চীনের ওয়াং চুকিন।

১১: ৩৭ , জুলাই ৩১

রোয়িংয়ে ডাচ পুরুষদের সোনা

অলিম্পিকে সোনা ধরে রাখল ডাচ পুরুষরা। কোয়াড্রুপল স্কালসে ৫ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন টোন ভিটেন, কোয়েন মেটসেমেকার্স, লেনার্ট ফন লিরোপ ও ফিন ফ্লোরইন। তাঁদের মধ্যে ভিটেন ও মেটসে মেকার্স ছিলেন টোকিওতে সোনাজয়ী দলেও। এ ইভেন্টে ৫ মিনিট ৪৪.৪০ সেকেন্ড সময় নিয়ে ইতালি রুপা ও ৫ মিনিট ৪৪.৫৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে পোল্যান্ড।

সোনা জয়ের পর ডাচ রোয়ারদের উল্লাস
এএফপি
১১: ৪৯ , জুলাই ৩১

১/৩২ রাউন্ডে হেরে বাদ সাগর 

বাদ পড়েছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম
সাজিদ হোসেন

আর্চারিতে প্রথম রাউন্ডে সরাসরি সেটে বাদ পড়েছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। ইতালির মাউরো নেসপলির কাছে ৬-০ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে সুযোগ পাওয়া সাগর। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে সাগরকে হারিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতা নেসপলি।

ইতালির মাউরো নেসপলির কাছে ৬-০ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে সুযোগ পাওয়া সাগর
এএফপি
১১: ৫৩ , জুলাই ৩১

ট্রায়াথলনের গ্রেট ব্রিটেনের সোনা

এগিয়ে থাকা নিউজিল্যান্ডের হেইডেন ওয়াইল্ডিই জিততে যাচ্ছেন, মনে হচ্ছিল এমন। কয়েকশ মিটার আগেও প্রায় ১৫ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তাঁকে পেছনে ফেলে ট্রায়াথলনে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের অ্যালেক্স ই। প্রায় ৬ সেকেন্ড ব্যবধানে ওয়াইল্ডিকে পেছনে ফেলেছেন ই। প্রথম অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত ও মিশ্র রিলে ট্রায়াথলনে সোনা জিতলেন ই। ইর সময় লেগেছে ১ ঘণ্টা ৪৩ মিনিট ৩৩ সেকেন্ড, ওয়াইল্ডির লেগেছে ১ ঘণ্টা ৪৩ মিনিট ৩৯ সেকেন্ড। ওয়াইল্ডির চেয়ে ৪ সেকেন্ড পেছনে থেকে ব্রোঞ্জ পেয়েছেন ফ্রান্সের লিও বের্গার।

১২: ০১ , জুলাই ৩১

রোয়িংয়েও পেছন থেকে এসে গ্রেট ব্রিটেনের সোনা

২ হাজার মিটারের পথে ২৫০ মিটার যখন বাকি, সোনাটা নেদারল্যান্ডসের এক রকম নিশ্চিতই ছিল। তবে কোনো একভাবে তাদের পেছনে ফেলে সোনা জিতেছে গ্রেট ব্রিটেন। দুই দলের মধ্যে পার্থক্য ছিল মাত্র ০.১৫ সেকেন্ড! লঁরা হেনরি, হানা স্কট, লোলা অ্যান্ডারসন ও জর্জিনা ব্রেশ সীমানা অতিক্রম করেছেন ৬ মিনিট ১৬.৩১ সেকেন্ড সময় নিয়ে। ডাচ দলের লেগেছে ৬ মিনিট ১৬.৪৬ সেকেন্ড। শেষ মুহূর্তে অনেকটা এগিয়ে ব্রোঞ্জ পেয়েছে জার্মানি, তাদের লেগেছে ৬ মিনিট ১৯.৭০ সেকেন্ড।

১৪: ৪৭ , জুলাই ৩১

চীনের অষ্টম সোনা

চীনকে অষ্টম সোনা এনে দিয়েছেন ইয়াওয়েন ডেং
এএফপি

চীনকে অষ্টম সোনা এনে দিয়েছেন ইয়াওয়েন ডেং। সাইক্লিংয়ে বিএমএক্স ফ্রিস্টাইলে (নারী) ৯২.৬০ স্কোর গড়ে সোনা জিতেছেন ডেং। চীনের জন্য এ ইভেন্টে এটিই প্রথম সোনা। প্রতিযোগিতায় শেষ রাইডার হিসেবে এসেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও টোকিওতে রুপা পাওয়া যুক্তরাষ্ট্রের হানা রবার্টস। ডেংয়ের ৯২.৬০ স্কোর টপকে যাওয়া দূরে থাক, গড়বড় করে ফেলে মাত্র ৭০ স্কোর গড়তে পারেন রবার্টস। তিনি শেষ করেন সপ্তম অবস্থানে থেকে। যুক্তরাষ্ট্রের আরেক প্রতিযোগী পেরিস বেনেগাস (৯০.৭০) রুপা ও অস্ট্রেলিয়ার নাটালিয়া ডিয়েম (৮৮.৮০) পেয়েছেন ব্রোঞ্জ।

বিএমএক্স ফ্রি স্টাইলে (নারী) ৯২.৬০ স্কোর গড়ে সোনা জিতেছেন ডেং
এএফপি
১৪: ৫৪ , জুলাই ৩১

আর্জেন্টিনার ‘ঐতিহাসিক’ প্রথম সোনা

হোসে টরেস গিল জিতেছেন আর্জেন্টিনার ঐতিহাসিক এক সোনার পদক
এএফপি

আর্জেন্টিনাকে প্যারিসে প্রথম সোনা এনে দিয়েছেন সাইক্লিস্ট হোসে টরেস গিল। বিএমএক্স ফ্রিস্টাইলে পুরুষদের পার্ক ফাইনাল জিতেছেন তিনি। এ সোনা জয়ের পথে বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন ২৯ বছর বয়সী—সাইক্লিকংয়ে আর্জেন্টিনার এটি প্রথম ব্যক্তিগত সোনা, এবারের অলিম্পিকে প্রথম সোনা, রিও ২০১৬-এর পর যে কোনো খেলায় প্রথম সোনা। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা! গিলের স্কোর ছিল ৯৪.৮২, গ্রেট ব্রিটেনের কিয়েরেন রেইলি ৯৩.৯১ স্কোর গড়ে রুপা ও ফ্রান্সের অ্যান্থনি জিনজিয়ান ৯৩.৭৬ স্কোর গড়ে পেয়েছেন ব্রোঞ্জ।

১৫: ১৯ , জুলাই ৩১

গুয়াতেমালার ইতিহাসের প্রথম সোনা

গুয়াতেমালার ইতিহাসের প্রথম সোনা জিতেছেন আদ্রিয়ানো রুয়ানো (মাঝে)
এএফপি

ছিলেন জিমন্যাস্ট। ২০১২ লন্ডন অলিম্পিকের আগে জিমন্যাস্টিকের প্রস্তুতির সময় পিঠে ব্যথা অনুভব করেন। এমআরআই দেখায় ভারটেব্রেতে চোট, ১৬ বছর বয়সেই জিমন্যাস্ট হিসেবে ক্যারিয়ারটা শেষ হয়ে যায় আদ্রিয়ানা রুয়ানোর। চিকিৎসক পরামর্শ দেন, পিঠের অবস্থা আর খারাপ না করে কিছু করতে চাইলে শুটিংটা বেছে নিতে পারেন। সেই রুয়ানো আজ অলিম্পিক ইতিহাসে গুয়াতেমালাকে প্রথম সোনা এনে দিলেন। প্যারিসে ট্র্যাপ শুটিংয়ে অলিম্পিক রেকর্ড ৫০ এর মধ্যে ৪৫ স্কোর গড়ে সোনা জিতেছেন রুয়ানো। এখন পর্যন্ত অলিম্পিকে গুয়াতেমালার পদক ছিল একটিই—পুরুষদের ট্র্যাপ শুটিংয়ে এবার ব্রোঞ্জ জিতেছিলেন জিন পিয়েরে ব্রল। রুয়ানোর ইভেন্টে রুপা জিতেছেন ইতালির সিলভানা স্টাংকো, ব্রোঞ্জ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেনি স্মিথ।

১৮: ০৬ , জুলাই ৩১

অস্ট্রেলিয়ার সপ্তম সোনা

ফাইনালে জেসিকা ফক্স
এএফপি

অস্ট্রেলিয়ার সপ্তম সোনার পদক এনে দিয়েছেন জেসিকা ফক্স। মেয়েদের স্লালম কানোয় এর আগে কে-১-এ সোনা জেতা ফক্স এবার জিতলেন সি-১-এও। টোকিওতেও এ ইভেন্টে সোনা জিতেছিলেন ফক্স। ১০১.০৬ সেকেন্ড সময় নিয়ে কোর্স শেষ করেছেন ফক্স, রুপা পাওয়া জার্মানির এলেনা লিলিকের চেয়ে তিনি ২.৪৮ সেকেন্ড এগিয়ে ছিলেন। যুক্তরাষ্ট্রের এভি লিফবার্থ জিতেছেন ব্রোঞ্জ।

১৮: ১৬ , জুলাই ৩১

জুডোয় ইউরোপের দাপট

নারীদের ৭০ কেজি শ্রেণিতে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার বারবার মাটিচ, রুপা গেছে জার্মানির মিরিয়াম বুটকেরেইটের কাছে। বেলজিয়ামের গ্যাব্রিয়েলা উইলেমস ও অস্ট্রিয়ার মাইকেলা পোলেরেস পেয়েছেন ব্রোঞ্জ। পুরুষদের ৯০ কেজি শ্রেণিতে জর্জিয়ায়র লাশা বেকাউরি সোনার লড়াইয়ে হারিয়েছেন জাপানের মুরাও সানশিরোকে। গ্রিসের থিওডোরোস সেলিডিস ও ফ্রান্সের ম্যাক্সিম-গ্যাল নাগায়াপ পেয়েছেন ব্রোঞ্জ।

১৯: ১১ , জুলাই ৩১

‘নাদালকারাজ’ জুটির বিদায়

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন আলকারাজ–নাদাল জুটি
রয়টার্স

রোলাঁ গারোতে কি শেষ ম্যাচটি খেলে ফেললেন রাফায়েল নাদাল? এককের দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নেওয়া ১৪ বারের ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন এবার যে বিদায় নিলেন দ্বৈত থেকেও। আজ স্পেনের রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজের ‘নাদালকারাজ’ জুটিকে ৬–২, ৬–৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাইচেক ও রাজীব রাম জুটি।

১৯: ২৬ , জুলাই ৩১

আট বছর পর অলিম্পিকে সোনা জিতলেন সারা শোস্ট্রম

১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন সুইডেনের সারা শোস্ট্রম
রয়টার্স

মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্ব রেকর্ডটা সারা শোস্ট্রমের। তবে আজ প্যারিসের লা ডিফেন্সে অ্যারেনায় ফাইনালে ফেবারিট ছিলেন না এই সুইডিশ তারকা। এবারের অলিম্পিক শুরুর মাত্র সপ্তাহখানেক আগেই যে এই ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন শোস্ট্রম। ফাইনালে সাত নম্বর লেনে সাঁতরানো ৩০ বছর বয়সী শোস্ট্রমই শেষ পর্যন্ত জিতলেন সোনা। অলিম্পিকে এটি তাঁর দ্বিতীয় সোনা। আট বছর আগে রিও ডি জেনিরোতে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছিলেন তিনি। আজ শোস্ট্রম সময় নিয়েছেন ৫২.১৬ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন প্রথম ৫০ মিটারে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের তোরি হুসকে (৫২.১৬)। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হংকংয়ের শোভান হহি হয়েছেন তৃতীয় (৫২.৩৩)।

১৯: ৩৮ , জুলাই ৩১

আবারও অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন মারশাঁ

এবার ২০০ মিটার বাটারফ্লাই জিতেছেন লিওঁ মারশাঁ

আরেকবার লা ডিফেন্সে অ্যারেনা মাতালেন লিওঁ মারশাঁ। ‘ফরাসি ফেলপস’ মারশাঁ আজ জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা। প্যারিস অলিম্পিকের পোস্টার বয় মারশাঁ এর আগে জিতেছিলেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা। ওই ইভেন্টের মতো আজও নতুন অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন মারশাঁ। এবার টোকিওতে গড়া ক্রিস্তফ মিলাকের গড়া রেকর্ড ভেঙেছেন মারশাঁ। টোকিওতে হাঙ্গেরির মিলাক সময় নিয়েছিলেন ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড। মারশাঁ রেকর্ড ভাঙলেন ১ মিনিট ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে। মারশাঁর চেয়ে ০.৫৪ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন মিলাক। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন।

১৯: ৫৩ , জুলাই ৩১

রেকর্ড গড়ে ১৫০০ মিটার ফ্রিস্টাইলের সোনা লেডেকির

নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন কেটি লেডেকি
রয়টার্স

মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ইতিহাসে অবিসংবাদিত সেরা কেটি লেডেকি। এই ইভেন্টের ইতিহাসের সেরা ২০টি সময়ই যুক্তরাষ্ট্র তারকার। এই ইভেন্টের অলিম্পিক রেকর্ডটাও ছিল তাঁর। সেই লেডেকি আজ ১৫০০ মিটার ফ্রিস্টাইলের অলিম্পিক রেকর্ডটা নুতন করে লিখলেন প্যারিসে। অন্যসব প্রতিদ্বন্দ্বীকে বেশ পেছনে ফেলে ৩০ ল্যাপের রেসটা ১৫ মিনিট ৩০.০২ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন লেডেকি। যা টোকিওতে গড়া তাঁর আগের রেকর্ডের চেয়ে ৫.৩৩ সেকেন্ড কম। লেডেকির চেয়ে ১০.৩৩ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ফ্রান্সের আনাস্তাসিয়া কিরপিচনিকোভা। অলিম্পিকে লেডেকির এটি অষ্টম সোনা, সব মিলিয়ে ১২তম পদক।

২১: ০৫ , জুলাই ৩১

২০০ মিটার ব্রেস্টস্ট্রোকও মারশাঁর

প্যারিস অলিম্পিকে তিনটি সোনা জিতেছেন লিওঁ মারশাঁ
রয়টার্স

এক দিনেই দুটি অলিম্পিক রেকর্ড গড়ে দুটি সোনা জিতলেন লিওঁ মারশাঁ। ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জয়ের দুই ঘণ্টা পরেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনাও জিতলেন ফরাসি ফেলপস। অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি রেকর্ড ২৩ সোনার মালিক ফেলপসও। এবারের অলিম্পিকে তৃতীয় সোনা জেতা মারশাঁ এর আগে জেতেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনাও।

নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ব্রেস্টস্ট্রোক জিততে মারশাঁ সময় নিয়েছেন ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড। অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি–ক্রুক ২ মিনিট ৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের কাসপার কোরবু।

২১: ১১ , জুলাই ৩১

পানের বিশ্ব রেকর্ড

১০০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন চীনের ঝানলে পান
রয়টার্স

দিনের শেষ ইভেন্টটি ছিল ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল। সেই ইভেন্টে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন চীনের ঝানলে পান। ৪৬.৬০ সেকেন্ড সময় নিয়েছেন পান। এ বছরের ফেব্রুয়ারিতে দোহায় ৪৬.৮০ সেকেন্ড সময় নিয়ে আগের বিশ্ব রেকর্ডটি গড়া পানের পেছনে থেকে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল চালমার্স (৪৭.৪৮), ব্রোঞ্জ রোমানিয়ার দাভিদ পোপোভিচি।

২১: ১৯ , জুলাই ৩১

পঞ্চম দিন শেষে সবার ওপরে চীন

ঝানলে পানের বিশ্ব রেকর্ডে শেষ হওয়া দিনে পদক তালিকায় সবার ওপরে উঠেছে চীন। ৯টি সোনা, ৭টি রুপ ও ৩টি ব্রোঞ্জ জিতেছে দেশটি। ৮ সোনা, ১০ রুপা ও ৮ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে স্বাগতিক ফ্রান্স। ফরাসিদের সর্বশেষ দুটি সোনাই জিতেছেন সাঁতারের নতুন তারকা লিওঁ মারশাঁ। ৮টি সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে তিনে নেমে গেছে আগের দিনের শীর্ষ দল জাপান।

০৭: ৫০ , আগস্ট ০১

অ্যাথলেটিকসে প্রথম সোনা ইকুয়েডরের

ছেলেদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিকস ডিসিপ্লিন। এই ইভেন্টে সোনা জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিনতাদো।

এই ইভেন্টে ২০১৬ রিও অলিম্পিকে হয়েছিলেন ৩৭তম, ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে ১২তম এবং এবার একেবারে সোনার পদকই জিতলেন!

১৯৯৬ আটলান্টা অলিম্পিকে জেফারসন পেরেজের পর পিনতাদোর মাধ্যমে অ্যাথলেটিকসে অলিম্পিক সোনার পদকের দেখা পেল ইকুয়েডর।

রুপা জিতেছেন ব্রাজিলের কাইয়ো বোনফিম। রেস ওয়াকিংয়ে এটি ব্রাজিলের প্রথম অলিম্পিক পদক।

ব্রোঞ্জ জিতেছেন স্পেনের আলভারো মার্টিন।

সোনা জয়ের পর পিনতাদোর উদ্‌যাপন
ইকুয়েডরিয়ান অলিম্পিক কমিটি এক্স হ্যান্ডল
০৮: ৫৪ , আগস্ট ০১

শুটিংয়ে আরেকটি সোনা চীনের

ছেলেদের রাইফেল ৫০ মিটার থ্রি পজিশনস ইভেন্টে সোনা জিতেছেন চীনের লিউ ইউকুন। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক এখন অলিম্পিক চ্যাম্পিয়নও! তাঁঁর স্কোর ৪৬৩.৬।

রুপা জিতেছেন ইউক্রেনের সেরহি কুলিশ। তাঁর স্কোর ৪৬১.৩।

ব্রোঞ্জ ভারতের স্বপ্নীল কুশালের। তাঁর স্কোর ৪৫১. ৪।

০৯: ৪৬ , আগস্ট ০১

মেয়েদের রোইংয়ে সোনা নিউজিল্যান্ডের

রোয়িংয়ে মেয়েদের ডাবল স্কালসে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের ব্রুক ফ্রান্সিস ও লুসি স্পুরস। প্যারিসে এটা নিউজিল্যান্ডের প্রথম সোনা।

রুপা জিতেছে রোমানিয়া। ব্রোঞ্জ জিতেছে ব্রিটেন।

চতুর্থ হয়েছে এই ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

১০: ১২ , আগস্ট ০১

ছেলেদের রোইংয়ে সোনা রোমানিয়ার

রোয়িংয়ে ছেলেদের ডাবল স্কালসে সোনা জিতেছেন রোমানিয়ার আন্দ্রেই সেবাস্তিয়ান এবং মারিয়ান ফ্লোরিয়ান।

রুপা জিতেছেন নেদারল্যান্ডসের মেলভিন টুয়েলার এবং স্টেফ ব্রোয়েনিঙ্ক। ব্রোঞ্জ আয়ারল্যান্ডের ফিলিপ ডয়েল এবং ডায়ারে লিঞ্চ।

রোমানিয়ার আন্দ্রেই সেবাস্তিয়ান এবং মারিয়ান ফ্লোরিয়ান। সোনা জয়ের পর
এএফপি
১০: ২২ , আগস্ট ০১

রোইংয়ে ডাচদেরও সোনার হাসি

রোইংয়ে মেয়েদের ফোরে সোনা জিতেছে নেদারল্যান্ডস।

রুপা জিতেছে ব্রিটেন।

ব্রোঞ্জ জিতেছে নিউজিল্যান্ড।

সোনা জয়ের পর ফুরফুরে মেজাজে ডাচ মেয়েরা
এএফপি
১০: ৩১ , আগস্ট ০১

মেয়েদের হাঁটায় সোনা চীনের

মেয়েদের ২০ কিলোমিটার রেস ওয়াকে সোনা জিতেছেন চীনের ইয়াং জিয়ায়ু। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও তাঁর। অর্থাৎ, রেস ওয়াকে এখন তিনি একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ডধারী এবং অলিম্পিক চ্যাম্পিয়নও!

রুপা জিতেছেন স্পেনের মারিয়া পেরেজ। ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার জেমিমা মনটাগের।

বিজয় মঞ্চে ওয়াকিং রেসের তিন পদকজয়ী
এএফপি
১০: ৩৪ , আগস্ট ০১

রোইং: ছেলেদের ফোরে সোনা জিতল যুক্তরাষ্ট্র

রোইংয়ে ছেলেদের ফোর ইভেন্টে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। রুপা নিউজিল্যান্ডের এবং ব্রোঞ্জ ব্রিটেনের।

১৭: ২০ , আগস্ট ০১

ক্যানো স্লালমে সোনা ইতালির

ক্যানো স্লালমের পুরুষ কায়াক এককে সোনা জিতেছেন ইতালির জিওভান্নি দে জেনারো। এই ইভেন্টে রুপা জিতেছেন ফ্রান্সের তিতোয়ান কাস্তরিক আর ব্রোঞ্জ স্পেনের পাউ এচানিজের। এই নিয়ে ইতালির সোনার পদকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি।

১৮: ১৮ , আগস্ট ০১

জুডোতে দুটি পদক ইসরায়েলের

প্যারিস অলিম্পিকে আজই প্রথম পদকের দেখা পেয়েছে ইসরায়েল। দুটি পদকই এসেছে জুডো থেকে। পুরুষদের ১০০ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন পিটার পল্টচিক আর মেয়েদের ৭৮ কেজি ওজনশ্রেণিতে রুপা জিতেছেন ইসরায়েলের ইনবার লানির।

পুরুষদের ১০০ কেজিতে পল্টচিকের সঙ্গে ব্রোঞ্জ জিতেছেন উজবেকিস্তানের মোজাফফারবেক তুরোবয়েভও। এই ইভেন্টে সোনা জিতেছেন আজারবাইজানের জেলিম কতসইয়েভ আর রুপা জর্জিয়ার ইলিয়াসুলামানিদজের। মেয়েদের ৭৮ কেজিতে সোনা জিতেছেন ইতালির আলিসে বেলানদি। আর ব্রোঞ্জ জিতেছেন পর্তুগালের পাত্রিসিয়া সাম্পাইয়ো ও চীনের ঝেনঝাও মা।

১৮: ৪০ , আগস্ট ০১

প্যারিসে বাইলসের দ্বিতীয় সোনা

জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে সোনা জিতে আগেই প্রত্যাবর্তন রাঙিয়েছিলেন সিমোন বাইলস। এবার নারীদের অল–অ্যারাউন্ডেও সোনা জিতে নিলেন কিংবদন্তি এই মার্কিন জিমন্যাস্ট। সোনা জয়ের পথে তাঁর স্কোর ৫৯.১৩১। এই ইভেন্টের রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে এবং ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের সুনিসা লি।

এটি বাইলসের ক্যারিয়ারের ৬ষ্ঠ অলিম্পিক সোনা এবং সব মিলিয়ে ৯ম পদক। এই সোনা জিতে টোকিও অলিম্পিকের দুঃস্বপ্নকে যেন আরেকটু কবর দিলেন বাইলস।

অলিম্পিকে নিজের ৬ষ্ঠ সোনা জিতলেন বাইলস
রয়টার্স
১৮: ৫৫ , আগস্ট ০১

অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন ম্যাকিনটোশ

প্যারিস অলিম্পিকে নিজের দ্বিতীয় সোনা এবং সব মিলিয়ে নিজের তৃতীয় পদক জিতলেন কানাডা ১৭ বছর বয়সী সাঁতারু ম্যাকিনটোশ সামার। নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে সোনা জয়ের পথে অলিম্পিক রেকর্ডও গড়েছেন এই কানাডিয়ান কিশোরী। তাঁর সময় লেগেছ মাত্র ২ মিনিট ৩.৩ সেকেন্ড। এই ইভেন্টে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্মিথ রেগান এবং ব্রোঞ্জ জয় করেছেন চীনের জ্যাং ইউফেই।

প্যারিসে দ্বিতীয় সোনা জিতলেন ম্যাকিনটোশ
রয়টার্স
১৯: ৩২ , আগস্ট ০১

হাঙ্গেরিকে সাঁতারে সোনা এনে দিলেন কোস 

প্যারিসে সাঁতারে হাঙ্গেরিকে প্রথম সোনা এনে দিয়েছেন হাবার্ট কোস। পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ৫৪.২৬ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন তিনি। ২০২৩ সালের এই বিশ্বচ্যাম্পিয়ন পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে এ সোনা জিতেছেন।

এই ইভেন্টে রুপা জিতেছেন গ্রিসের আপোস্তোলোস ক্রিস্তো। আর সুইজারল্যান্ডের রোমান মিতাইওকোভ জিতেছেন ব্রোঞ্জ।

১৯: ৪১ , আগস্ট ০১

যুক্তরাষ্ট্রকে আরেকটি সোনা এনে দিলেন ডগলাস

দারুণ এক লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা স্মিথকে হারিয়ে নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস। সোনা জিততে তাঁর সময় লেগেছে ২ মিনিট ১৯.২৪ সেকেন্ড। এ সময়ের সাঁতার শেষ করে মার্কিনিদের মধ্যে রেকর্ডও গড়েছেন তিনি। এই প্রতিযোগিতায় রুপা জিতেছেন তাতিয়ানা। আর ব্রোঞ্জ গেছে নেদারল্যান্ডসের টেস শোটেনের দখলে।

২০: ২৮ , আগস্ট ০১

সাঁতারে অষ্ট্রেলিয়ার সোনা জয়

মেয়েদের দলগত ২ গুণিতক ৪০০ মিটার ফ্রিস্ট্রাইল রিলেতে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। সোনা জিততে তাদের লেগেছে ৭ মিনিট ৩৮.০৮ সেকেন্ড। কিছুটা পিছিয়ে থেকে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র এবং চীন পেয়েছে ব্রোঞ্জ। অস্ট্রেলিয়ার সোনা জেতা দলে ছিলেন মলি ও’কালাহান, লানি পালিস্টার, ব্রিয়ান্না থোর্সেল এবং অ্যারিয়ার্না টিটমাস।

২০: ৩৭ , আগস্ট ০১

বিদায় অ্যান্ডি মারে

অলিম্পিকের ডালবস থেকে বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গোল অ্যান্ডি মারের টেনিস ক্যারিয়ার। ব্রিটিশ এই টেনিস আইকন ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরেছেন সরাসরি সেটে। ডান ইভান্সকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ এবং টম পলের বিপক্ষে মারে হেরেছেন ৬–২ ও ৬–৪ গেমে। এই হারের মধ্য দিয়ে হতাশাতেই শেষ হলো ব্রিটেনের এই টেনিস কিংবদন্তির।

৩৭ বছর বয়সী মারে অলিম্পিক শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন প্যারিসেই টেনিস ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। বিদায় বেলায় সোনা জেতার স্বপ্ন থাকলেও, সেটি আর পাওয়া হলো না। টেনিসে তিন গ্র্যান্ড স্লামজয়ী এই ব্রিটিশ তারকা অলিম্পিকে সোনা জিতেছেন দুইবার। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এবং ২০১৬ সালে রিওতে সোনা জেতেন তিনি।

টেনিস থেকে অ্যান্ডি মারের বিদায়
রয়টার্স
০৮: ৫০ , আগস্ট ০২

প্যারিসে শুটিংয়ে প্রথম সোনা সুইজারল্যান্ডে

মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছেন সুইজারল্যান্ডের চিয়ারা লিওন। অলিম্পিক রেকর্ড (৪৬৪.৪) গড়ে সোনা জিতলেন তিনি। প্যারিস অলিম্পিকে এটাই প্রথম সোনা সুইজারল্যান্ডের।

৪৬৩.০ স্কোর করে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাগেন ম্যাদালেনা। ব্রোঞ্জজয়ী চীনের ঝ্যাং কুইনগাইয়ুর স্কোর ৪৫২.৯।

০৯: ৫১ , আগস্ট ০২

ছেলেদের রোইংয়ে সোনা ক্রোয়েশিয়ার

রোইংয়ে ছেলেদের পেয়ারে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার মার্টিন সিনকোভিচ ও ভ্যালেন্ত সিনকোভিচ। এই ইভেন্টে টানা দ্বিতীয় সোনা জিতল ক্রোয়েশিয়া।

রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের অলিভার–ওয়েন গ্রিফিথ ও টম জর্জ।

ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের রোমান রসুলি ও আনদ্রিন গুলিচ।

১০: ০৩ , আগস্ট ০২

মেয়েদের রোইংয়ে সোনা নেদারল্যান্ডসের

বিশ্ব চ্যাম্পিয়নরা এখন অলিম্পিক চ্যাম্পিয়নও!

রোইংয়ে মেয়েদের পেয়ারে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের ইয়ানকে ক্লেভারিং ও ভেরোনিক মেস্টের।

রুপা জিতেছেন রোমানিয়ার লোয়ানা ভ্রিনকিয়ানু ও রোক্সানা আনহেল।

ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার জেসে মরিসন ও অ্যানাবেল ম্যাকলিনটায়ারের।

১১: ১০ , আগস্ট ০২

ছেলেদের ডাইভিংয়ে সোনা চীনের 

প্যারিস অলিম্পিকে আরও একটি সোনার পদক জিতেছে চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডের এই সোনা নিয়ে চীনের মোট সোনার পদক হলো ১২টি। এই ইভেন্টে রুপা জিতেছে রুপা জিতেছে মেক্সিকো আর ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।

১১: ২১ , আগস্ট ০২

রোইংয়ে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের সোনা 

ছেলেদের ডাবল স্কালসে সোনা জিতেছে আয়ারল্যান্ড। এই ইভেন্টে রুপার পদকটি গেছে ইতালির অধিকারে, ব্রোঞ্জ পেয়েছে গ্রিস। আর মেয়েদের ডাবল স্কালসের সোনা পেয়েছে গ্রেট ব্রিটেন। রোমানিয়া জিতেছে রুপা আর ব্রোঞ্জ গ্রিসের।

১১: ২৫ , আগস্ট ০২

সেইলিংয়ে সোনা নেদারল্যান্ডস ও স্পেনের

মেয়েদের স্কিফে সোনা জিতেছে নেদারল্যান্ডস। এই ইভেন্টে রুপা জিতেছে সুইডেন, ফ্রান্স জিতেছে ব্রোঞ্জ। আর ছেলেদের স্কিফে সোনা জিতেছে স্পেন। এখানে রুপা নিউজিল্যান্ডের, ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের।

১২: ৫৪ , আগস্ট ০২

ট্রাম্পোলিন জিমন্যাস্টিকসে সোনা গ্রেট ব্রিটেনের

মেয়েদের ট্রাম্পোলিন জিমন্যাস্টিকসে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের ব্রিওনি পেজ। এই ইভেন্টে রুপার পদক জিতেছেন রুপা জিতেছেন স্বতন্ত্র অ্যাথলেট ভিয়ালেতা আর ব্রোঞ্জ জিতেছেন কানাডার মেটহট সোফিয়ান।

১৪: ৩৮ , আগস্ট ০২

ইকুয়েস্ট্রিয়ানে গ্রেট ব্রিটেনের সোনা

জাম্পিং দলীয় ফাইনালে সোনা জিতেছে গ্রেট ব্রিটেন। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র আর ব্রোঞ্জ পেয়েছে ফ্রান্স।

১৮: ৪৩ , আগস্ট ০২

আর্চারিতে দক্ষিণ কোরিয়ার তিনে তিন

প্রথমে ছেলেদের দলগত, এরপর মেয়েদের দলগত। এবার আর্চারির মিশ্র দ্বৈতের সোনাও জিতল দক্ষিণ কোরিয়া। অর্থ্যাৎ, প্যারিস অলিম্পিকের আর্চারিতে এখন পর্যন্ত হওয়া ৩ সোনার তিনটিই জিতল এশিয়ার দেশটি।

কোরিয়াকে মিশ্র দ্বৈতে জিতিয়েছে লিম সিহিয়ন ও কিম উইন জুটি, যারা দলগত ইভেন্টেও সোনা জিতেছেন। মিশ্রে রৌপ্য জিতেছে মিখেলে ক্রোপেন ও ফ্লোরিয়ান উনরার জার্মানি। আর যুক্তরাষ্ট্রকে ব্রোঞ্জ জিতিয়েছেন ব্রাডি এলিসন-কাসি কাফহোল্ডরা।

১৮: ৪৯ , আগস্ট ০২

ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতের সোনা চীনের

ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতের সোনা জিতেছে চীন। টোকিও অলিম্পিকে অল-চাইনিজ ফাইনালে হেরে যারা রুপা জিতেছিলেন, সেই জেং সিউই –হুয়াং ইয়াকিয়ং জুটিই এবার সোনা জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে জাপান।

১৯: ০৮ , আগস্ট ০২

সিওনতেক জিতলেন ব্রোঞ্জ

টেনিসে মেয়েদের এককে ব্রোঞ্জ জিতেছেন ইগা সিওনতেক। র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা এই পোলিশ ব্রোঞ্জের লড়াইয়ে ৬-১, ৬-২ ব্যবধানে হারান স্লোভাকিয়ার আনা ক্যারোলিনাকে। এটি টেনিস থেকে পোল্যান্ডের প্রথম অলিম্পিক পদক।

এর আগে সেমিফাইনালে চীনের জেং কিনওয়েনের কাছে হেরে সোনার স্বপ্ন ভেঙে যায় সিওনতেকের।

১৯: ২০ , আগস্ট ০২

ছেলেদের জুডোয় রাইনারের রেকর্ড, মেয়েদের জুডোয় সোনা  ব্রাজিলের

জুডোতে আজ ছিল দুটি ইভেন্টের লড়াই। প্রথমে হওয়া মেয়েদের ৭৮ কেজি ওজন শ্রেনিতে ব্রাজিলকে সোনা এনে দিয়েছেন বিটরিজ সুজা। তিনি ফাইনালে হারিয়েছেন ইসরাইলের রায হারশকোকে। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম হাউন।

ছেলেদের ১০০ কেজি ওজন শ্রেনিতে সোনা জিতেছেন ফ্রান্সের টেডি রাইনার। ফাইনালে বর্তমান নাম্বার ওয়ান দক্ষিণ কোরিয়ার কিম মিনযোগকে হারান তিনি।

সোনাজয়ের মাধ্যমে প্রথম জুডোকা হিসেবে চারটি অলিম্পিক সোনা জিতলেন রাইনার। অলিম্পিক জুডোতে সবচেয়ে বেশি ৬ পদকও তাঁরই।

ছেলেদের ১০০ কেজি ওজনে ব্রোঞ্জ জিতেছে তাজিকিস্তান ও উজবেকিস্তান।

১৯: ৫২ , আগস্ট ০২

ট্রাম্পোলিন জিমন্যাস্টিকসের সোনা লিভিনোভিচেরই

ছেলেদের ট্রাম্পোলিন জিমন্যাস্টিকসের সোনা জিতেছেন ইভান লিভিনোভিচ। এই ইভেন্টে টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি। লিভিনোভিচ টোকিওতে খেলেছিলেন বেলারুশের হয়ে। তবে ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার সঙ্গে বেলারুশও থাকায় দেশটির খেলোয়াড়দের এবার স্বতন্ত্র ক্রীড়াবিদ (ইনডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেট) হিসেবে খেলতে হচ্ছে।

এই ইভেন্টে রুপা জিতেছেন চীনের ওয়াং জিসাই, ব্রোঞ্জ চীনের আরেক প্রতিযোগি ইয়ান লাংইউর।

২০: ০০ , আগস্ট ০২

অস্ট্রেলিয়াকে ‘প্রথমে’র স্বাদ দিলেন ম্যাকএভয়

ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ম্যাকএভয়। ৫০ মিটারের সাঁতারে অস্ট্রেলিয়ার এটি প্রথম সোনা। ম্যাকএভয় সময় নিয়েছেন ২১.২৫ সেকেন্ড।

২১.৩০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের বেন প্রড। এই ইভেন্টে এটি গ্রেট ব্রিটেনের প্রথম পদক। আর ২১.৫৬ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাউদু, যিনি টোকিওতে জিতেছিলেন রুপা।

টোকিও অলিম্পিকে ৫০ মিটার ফ্রিস্টাইনালে সোনা জেতা যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেল এবার হয়েছেন ষষ্ঠ।

২০: ২০ , আগস্ট ০২

অলিম্পিক রেকর্ড গড়ে সোনা ম্যাকিওনের

মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্র্রোক সাঁতারের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিওন, সেটিও নতুন অলিম্পিক রেকর্ড গড়ে। ২০১২ লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মিসি ফ্রাঙ্কলিনের গড়া ২ মিনিট ৪.৬ সেকেন্ডের রেকর্ড ম্যাকিওন ভেঙেছেন ২ মিনিট ৩.৭৩ সেকেন্ডে।

এই ইভেন্টে ২ মিনিট ৪.২৬ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের রিগান স্মিথ, ব্রোঞ্জ কানাডার কাইলি মাসের (২ মিনিট ৫.৫৭ সেকেন্ড)।

২০: ৩৫ , আগস্ট ০২

ফেলপসের রেকর্ড ভেঙে মারশাঁর আরেকটি সোনা

প্যারিস অলিম্পিকে লিওঁ মারশাঁর দাপট চলছেই। আগেই তিনটি সোনা জিতে ফেলা এই ফরাসি সাঁতারু আজ জিতেছেন চতুর্থটি। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ডে সাঁতার শেষ করে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। অলিম্পিকে এত দিন এই ইভেন্টের রেকর্ডটি ছিল মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের, ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড (২০০৮ বেইজিং অলিম্পিকে)।

মারশাঁ শুধু অলিম্পিক রেকর্ডই ভাঙেননি, বিশ্ব রেকর্ড গড়ার কাছাকাছিও চলে গিয়েছিলেন। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির বিশ্ব রেকর্ডটি যুক্তরাষ্ট্রের রায়ান লোচটের। ২০১১ সাল থেকে টিকে থাকা ১ মিনিট ৫৪ সেকেন্ডের রেকর্ডটি মাত্র ০.০৬ সেকেন্ডের জন্য ছুঁতে পারেননি মারশাঁ।

এই ইভেন্টে ১:৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। আর চীনের ওয়াং শান ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে।

২০: ৪১ , আগস্ট ০২

বিএমএক্স রেসিংয়ে তিনটি পদকই ফ্রান্সের

ছেলেদের সাইক্লিংয়ে বিএমএস রেসিংয়ে লাস্ট চান্স রেসে সোনা, রুপা ও ব্রোঞ্জ তিনটিই জিতেছে ফ্রান্স। সোনা জিতেছেন জোরি দুদে, রুপা সিলভাইন আন্দ্রে এবং ব্রোঞ্জ রোমানিয়ান মাহিউ।

২০: ৫০ , আগস্ট ০২

১০ হাজার মিটার দৌড়ে নতুন রেকর্ড

ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন জশুয়া চেপেতেগি। উগান্ডার এই দৌড়বিদ ১০ হাজার মিটার পেরিয়েছেন ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ডে। অলিম্পিকে ১০ হাজার মিটারের আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ড।

এই ইভেন্টে ২৬:৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ইথিওপিয়ার বারেহু আরেগায়ি। তাঁর চেয়ে ০,০২ সেকেন্ড পিছিয়ে ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশারের।

২১: ০৩ , আগস্ট ০২

 মেয়েদের সাইক্লিং রেসিংয়ের সোনা অস্ট্রেলিয়ার

মেয়েদের সাইক্লিং বিএমএক্স রেসিংয়ে লাস্ট চান্স রেসে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার সায়া সাকাকিবারা। এই ইভেন্টে রুপা নেদারল্যান্ডসের মেনন ভিনস্ট্রার, ব্রোঞ্জ সুইজারল্যান্ডের জো ক্লাসেনসের।

২১: ০৮ , আগস্ট ০২

সাডেন ডেথে জিতে ফেন্সিংয়ে সোনা জাপানের

ফেন্সিংয়ের পুরুষ ইপেই দলীয় ফাইনালসে জাপান-হাঙ্গেরির মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সাডেন ডেথে গড়ানো ম্যাচ জিতেছে জাপান। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে চেক প্রজাতন্ত্র।

২১: ১৪ , আগস্ট ০২

টেনিসে মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্র

টেনিসের মিশ্র দ্বৈতের সোনাজয়ী নির্ধারণ হয়েছে ম্যাচ টাইব্রেকে। সেখানে এগিয়ে থেকে সোনা জিতেছে চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা-টমাস মাচাক জুটি। আর রুপা জিতেছে চীনের ওয়াং জিনয়ু-জাং জিজেন জুটি।

এই ইভেন্টের ব্রোঞ্জ কানাডার।

২১: ১৯ , আগস্ট ০২

ফুটবলে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের পঞ্চম মিনিটে একমাত্র গোলটি করেন ইয়ান-ফিলিপে মাতেতা। দিনের অন্য কোয়ার্টার ফাইনালের মধ্যে মরক্কো ৪-০ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে, স্পেন ৩-০ ব্যবধানে জাপানকে এবং মিসর টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করেছে।

সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ মরক্কো, ফ্রান্সের মিসর।

০৭: ৩১ , আগস্ট ০৩

ট্র্যাকে নামছেন ইমরানুর, পুলে সোনিয়া

প্যারিস অলিম্পিকে আজ আছে বাংলাদেশের দুই ক্রীড়াবিদ ইমরানুর রহমান ও সোনিয়া খাতুনের ইভেন্ট।

দেশের দ্রুততম মানব ইমরানুর দুপুর ২টা ৩৫ মিনিটে নামছেন অ্যাথলেটিকস ট্র্যাকে। ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে ছেলেদের অ্যাথলেটিকসের ১০০ মিটার ইভেন্টের ৬ নম্বর হিটে দেখা যাবে ইংল্যান্ডপ্রবাসী ইমরানুরকে।

লা ডিফেন্সে অ্যারেনার সুইমিং পুলে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বিকেল ৩টায় নামবেন সোনিয়া খাতুন।

ট্র্যাকে নামার আগে নিজের এই জার্সি-প্যান্টের ছবি পোস্ট করেছেন ইমরানুর রহমান
ইমরানুরের ফেসবুক পেজ
০৮: ২১ , আগস্ট ০৩

দিনের প্রথম সোনা দক্ষিণ কোরিয়ার

দিনের প্রথম ইভেন্ট মেয়েদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইয়াং জিন।

রুপা জিতেছেন ফ্রান্সের ক্যামেলি জেদরেজেয়েস্কি। প্যারিস অলিম্পিকে শুটিংয়ে এটাই প্রথম সোনা ফ্রান্সের।

ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। অলিম্পিকে এই ইভেন্টে এটাই প্রথম সোনা হাঙ্গেরির।

০৮: ৩৯ , আগস্ট ০৩

রোইংয়ে সোনা জিতল নেদারল্যান্ডস

রোইংয়ে মেয়েদের সিঙ্গেলস স্কালসে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের ক্যারোলিয়েন ফ্লোরিন। মাত্র ২ সেকেন্ড ব্যবধানে পিছিয়ে রুপা জিতেছেন নিউজিল্যান্ডের এমা টুইগ। ব্রোঞ্জ জিতেছেন লিথুয়ানিয়ার ভিক্টোরিয়া সেনকুতে।

রোইংয়ে এটাই প্রথম অলিম্পিক পদক লিথুয়ানিয়ার।

০৯: ১৫ , আগস্ট ০৩

১০০ মিটার স্প্রিন্টে হিটে ষষ্ঠ হয়ে বাদ ইমরানুর

ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়েছেন ইমরানুর রহমান। শুরুটা বেশ ভালো ছিল। প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষটা ভালো করতে না পারায় ষষ্ঠস্থান নিয়ে বাদ পড়তে হলো। নিজের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডের চেয়ে আজ বেশ বাজে পারফরম্যান্স করেছেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

হিটে দৌড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে। ক্যারিয়ারে এটাই তাঁর সবচেয়ে বাজে টাইমিং।

হিটে দৌড় শুরুর আগে ইমরানুর
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন
দৌড়ে শুরুটা ভালো করেছিলেন ইমরানুর। কিন্তু শেষটা হলো হতাশার
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন
০৯: ২১ , আগস্ট ০৩

রোইংয়ে মেয়েদের এইটে সোনা রোমানিয়ার

এই ইভেন্টে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এখন অলিম্পিক চ্যাম্পিয়নও!

রোইংয়ে মেয়েদের এইটে সোনা জিতেছে রোমানিয়া। রুপা জিতেছে কানাডা এবং ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।

০৯: ২৪ , আগস্ট ০৩

মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ষষ্ঠ হয়ে বিদায় সোনিয়ার

মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন। ৩০.৫২ সেকেন্ড সময় নেন তিনি।

০৯: ৪৬ , আগস্ট ০৩

রোইং: ব্রিটেন জিতল ছেলেদের এইটে সোনা

রোইংয়ে ছেলেদের এইটে সোনা জিতল গ্রেট ব্রিটেন। এই ইভেন্টে দুবারের ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা এখন অলিম্পিক চ্যাম্পিয়নও।

রুপা জিতেছে নেদারল্যান্ডস। ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের।

ছেলেদের এইটে সোনা জিতেছে ব্রিটেন
এএফপি
০৯: ৫৩ , আগস্ট ০৩

রোইং: ছেলেদের সিঙ্গেল স্কালসে সোনা জার্মানির

জার্মানির তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অলিভিয়ের জেইদলার জিতেছেন ছেলেদের সিঙ্গেল স্কালসে সোনার পদক। তাঁর টাইমিং ৬ মিনিট ৩৭.৫৭ সেকেন্ড। ২০০০ সিডনি অলিম্পিকের পর এই ইভেন্টে এটাই প্রথম সোনা জার্মানির।

রুপা জিতেছেন বেলারুশের ইউহেনি জালতাই। তবে নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি।

ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের সাইমন ফন ডর্প।

সোনাজয়ী অলিভিয়ের জেইদলার
এএফপি
১২: ১৬ , আগস্ট ০৩

সেইলিংয়ের সোনা ইতালির

মেয়েদের সেইলিংয়ে উইন্ডসার্ফিংয়ের সোনা জিতেছেন ইতালির মার্তা মাগেত্তি। ইসরায়েলের শ্যারন কান্টোর জিতেছেন রুপা আর ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের এমা উইলসন। তিনি টোকিও অলিম্পিকেও জিতেছিলেন ব্রোঞ্জ।

১২: ২৬ , আগস্ট ০৩

টেনিসে পুরুষ দ্বৈতের সোনা অস্ট্রেলিয়ার

রোলাঁ গারােতে অসাধারণ এক দৃশ্যই দেখা গেছে। টেনিসের পুরুষ দ্বৈতের সোনা অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন ও জন পিয়ার্স ছুটে যান গ্যালারির দিকে। সেখানে ছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। দুজনেই তাঁদের ছোট ছোট সন্তানদের কোলে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবডেন ও পিয়ার্স সোনার লড়াইয়ে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাজিচেক ও রাজীব রামকে।

১৩: ২১ , আগস্ট ০৩

প্যারিসে ইসরায়েলের প্রথম সোনা

সেইলিংয়ে পুরুষ উইন্ডসার্ফিংয়ে সোনা জিতেছেন টম রিউভেনি। এই ইভেন্টে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার গ্রায়ে মরিস ও ব্রোঞ্জ নেদারল্যান্ডসের লুক ফন ওপজিল্যান্ডের।

১৩: ৩৬ , আগস্ট ০৩

প্যারিসে সি–হিইওনের তৃতীয় সোনা

মেয়েদের ব্যক্তিগত আর্চারিতে সোনার পদকের লড়াইটা হয়েছে দক্ষিণ কোরিয়ার দুই আর্চারের। সেই লড়াইয়ে স্বদেশি নাম সু-হিইওনকে হারিয়ে সোনা জিতেছেন লিম সি–হিইওন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের লিসা বারবেলিন।

১৪: ২০ , আগস্ট ০৩

ইকুয়েস্ট্রিয়ানে সোনা জার্মানির

ড্রেস্যাজ দলীয় গ্রাঁ প্রি স্পেশালের সোনা জিতেছে জার্মানি। রুপা ও ব্রোঞ্জ পদক জিতেছে যথাক্রমে ডেনমার্ক ও গ্রেট ব্রিটেন।

১৪: ৩৯ , আগস্ট ০৩

ইয়ুলোর ইতিহাস

ফিলিপাইনের প্রথম পুরুষ অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জিতেছেন কার্লোস এদ্রিয়েল ইয়ুলো। অলিম্পিকে সোনা জেতা ফিলিপাইনের দ্বিতীয় অ্যাথলেট তিনি। এর আগে ২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন ফিলিপাইনের হিদিলিন দিয়াজ। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ফ্লোর এক্সারসাইজে আজ রুপা জিতেছেন ইসরায়েলের আরতেম ডোলগোপিয়াত ও ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের জেইক জারম্যান।

১৫: ০৪ , আগস্ট ০৩

চতুর্থবার স্কিটের সোনা জিতলেন হ্যানকক

মার্কিন শুটার ভিনসেন্ট হ্যানকক
এএফপি

২০০৮ সালে বেইজিংয়ে প্রথমবার শুটিংয়ের স্কিট ইভেন্টে সোনা জিতেছিলেন ভিনসেন্ট হ্যানকক। মার্কিন শুটার আজ চতুর্থবার এই ইভেন্টের সোনার পদক হাতে পেলেন। ৬০ শটের মধ্যে ৫৮ বারই লক্ষ্যভেদ করেছেন হ্যানকক। ৫৭ বার লক্ষ্যে গুলি লাগিয়ে রুপা জিতেছেন হ্যানককের মার্কিন সতীর্থ কনর লিন প্রিন্স। ৪৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন চাইনিজ তাইপের লি মেং ইউয়ান।

১৫: ৩৫ , আগস্ট ০৩

প্যারিসে তৃতীয় সোনা জিতলেন বাইলস

প্যারিস অলিম্পিকে তৃতীয় সোনা জিতেছেন সিমোন বাইলস
এএফপি

প্যারিস অলিম্পিকে তৃতীয় সোনা জিতেছেন সিমোন বাইলস। মার্কিন জিমন্যাস্টিকস তারকা আজ জিতেছেন ভল্টের সোনা। আট বছর পর এই ইভেন্টের সোনা পুনরুদ্ধার করলেন ২৭ বছর বয়সী বাইলস। স্টেডিয়ামভর্তি দর্শকের তুমুল হাততালি মধ্যে প্রথম চেষ্টায় শূন্য নিখুঁত এক ডিগবাজি দিয়ে তারও চেয়ে নিখুঁতভাবে ল্যান্ডিং করে ১৫.৭ স্কোর করেন বাইলস। দ্বিতীয় চেষ্টায় প্রথমবারের মতো অতটা ভালো না করলেও ১৪.৯ স্কোর করেন বাইলস। দুবারের গড় ১৫.৩ পয়েন্ট পেয়েই সোনা জেতা অনেকটা নিশ্চিত করে ফেলেন ২৭ বছর বয়সী বাইলস।

এই ইভেন্টে রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রেদে। ২০২১ সালে টোকিওতে সোনাজয়ী আন্দ্রেদে পেয়েছেন ১৪.৯৬৬ পয়েন্ট। ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিনি জেইড ক্যারি (১৪.৪৬৬)।

১৬: ২৫ , আগস্ট ০৩

চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিক টেনিসের এককে সোনা জিতলেন ঝেং কিনওয়েন

অলিম্পিক টেনিসের নারী এককের চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েন
এএফপি

চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিক টেনিসের এককে সোনা জিতলেন ঝেং কিনওয়েন। ফাইনালে আজ ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে সরাসরি সেটে হারিয়ে সোনা জিতেছেন কিনওয়েন। ২১ বছর বয়সী কিনওয়েন জিতেছেন ৬–২, ৬–১ গেমে। অলিম্পিক টেনিসে চীনের এটি দ্বিতীয় সোনা। ২০০৪ সালে মেয়েদের ডাবলসে প্রথম সোনাটি জিতেছিল চীন।

১৮: ২৯ , আগস্ট ০৩

১০০ মিটার দৌড় থেকে সরে গেলেন ফ্রেজার–প্রাইস

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ফ্রেজার–প্রাইসের লেন খালি ছিল
এএফপি

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দৌড়াননি শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস। বেইজিং ও লন্ডনে এই ইভেন্টে সোনা জেতা এই জ্যামাইকান আজ প্যারিস অলিম্পিকে ১০০ মিটারের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন।

হিটে অংশ নিলেও কেন সেমিফাইনালে খেলেননি, তা জানা যায়নি। ৩৭ বছর বয়সী ফ্রেজার–প্রাইস ঘোষণা দিয়ে শেষ অলিম্পিক খেলতে এসেছেন।

এখনো ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে অংশ নেওয়ার কথা আছে তাঁর।

১০০ মিটারে দুবারের চ্যাম্পিয়ন ফ্রেজার–প্রাইস রিও অলিম্পিকে ব্রোঞ্জ এবং টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন।

১৯: ২৫ , আগস্ট ০৩

সাতাঁরের নতুন রানি ম্যাকিনটশের তৃতীয় সোনা জয়

তৃতীয় সোনা জিতেছেন কানাডার সামার ম্যাকিনটশ
রয়টার্স

কানাডার ১৭ বছর বয়সী সাঁতারু সামার ম্যাকিনটশ প্যারিসে তৃতীয় সোনার পদক জয় করেছেন। এর আগে ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি জয়ী ম্যাকিনটশ আজ জিতেছেন ২০০ মিটার ব্যক্তিগত মেডলি।

তৃতীয় ল্যাপে ব্রেস্টস্ট্রোকে পিছিয়ে পড়লেও শেষ ল্যাপে ফ্রিস্টাইলে অবিশ্বাস্য সাঁতরে সবার ওপরে থাকা মার্কিন সাঁতারুতে ছাড়িয়ে যান ম্যাকিনটশ। ২ মিনিট ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও করেছেন অলিম্পিয়ান বাবা–মার সন্তান ম্যাকিনটশ। ২ মিনিট ৬.৯২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেঝেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস। ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার কাইল ম্যাকিওন।

১৯: ৩৩ , আগস্ট ০৩

সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড প্যারিসের দ্রুততম মানবী

অলিম্পিকের নতুন দ্রুততম মানবী জুলিয়েন আলফ্রেড
রয়টার্স

শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস সেমিফাইনাল থেকেই সরে দাঁড়িয়েছিলেন। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তাই ফেবারিটের তকমাটা পেয়ে গিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন শা’কারি রিচার্ডসন। কিন্তু স্তাদ দু ফ্রান্সে বৃষ্টিভেজা ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে চমকে দিয়ে সোনা জিতেছেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের দ্রুততম মানবী হলেন আলফ্রেড। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক। ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন স্প্রিন্টার মেলিসা জেফারসন।

অ্যাথলেটিকসে আজ সোনা জিতেছেন যাঁরা

ডমিনিকার ট্রিপল জাম্পার
রয়টার্স

পুরুষ শটপুট—রায়ান ক্রাউসার, যুক্তরাষ্ট্র (২২.৯০ মিটার)

মেয়েদের ট্রিপল জাম্প—থিয়া লাফন্ড, ডমিনিকা (১৫.০২ মিটার)

৪×৪০০ মি. মিশ্র রিলে—নেদারল্যান্ডস (৩ মিনিট ০৭.৪৩ সেকেন্ড)

ডেকাথলন—মার্কাস রুথ (নরওয়ে)

১৯: ৫৫ , আগস্ট ০৩

নবম সোনা জিতে লাতিনিনার রেকর্ড ছুঁলেন লেডেকি

অলিম্পিকে নবম সোনা জিতেছেন কেটি লেডেকি
রয়টার্স

মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলের ইতিহাসে অবিসংবাদিত সেরা কেটি লেডেকি। যুক্তরাষ্ট্রের সাঁতারু আজ টানা চতুর্থ অলিম্পিকে এই ইভেন্টের সোনা জিতে সেই প্রমাণ নতুন করে দিলেন। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে পেছনে ফেলে অলিম্পিকে নিজের নবম সোনা জিতেছেন লেডেকি। তাতে অলিম্পিক ইতিহাসে নারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড জিমন্যাস্টিক কিংবদন্তি লারিসা লাতিনিনার পাশে বসলেন এই মার্কিন তারকা। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করা লাতিনিনা ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত ৯টি সোনা জেতেন জিমন্যাস্টিকসে।

লেডেকি আজ নবম সোনা জয়ের পথে সময় নিয়েছেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড। ১.২৫ সেকেন্ড সময় নিয়ে রুপা অস্ট্রেলিয়ার টিটমাসের। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের পেইজ ম্যাডেন।

১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা মিলাকের, মিশ্র রিলেতে যুক্তরাষ্ট্রের বিশ্ব রেকর্ড

সাতাঁরে দিনের প্রথম সোনাটি জেতেন ক্রিস্তফ মিলাক। হাঙ্গেরির মিলাক সময় নিয়েছেন ৪৯.৯০ সেকেন্ড। মাত্র ০.০৯ সেকেন্ড পেছনে থেকে রুপার জিতেছেন কানাডার জশ লিন্ডো। ব্রোঞ্জও পেয়েছেন এক কানাডিয়ান—ইলিয়া খারুন।

দিনে সাঁতারের শেষ ইভেন্ট মিশ্র ৪×১০০ মিটার মেডলির সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, রুপা চীন ও ব্রোঞ্জ অস্ট্রেলিয়া। মার্কিনিরা সময় নেয় ৩ মিনিট ৩৭.৪৩ সেকেন্ড। নতুন এশিয়ান রেকর্ড গড়ে রুপা পেয়েছে চীন (৩ মিনিট ৩৭.৫৫ সেকেন্ড)। ২০২১ সালে গ্রেট ব্রিটেনের (৩ মিনিট ৩৭.৫৮ সেকেন্ড) গড়া আগের বিশ্ব রেকর্ডের চেয়ে কম সময়ে সাঁতার শেষ করেছে যুক্তরাষ্ট্র ও চীন।

২১: ০৩ , আগস্ট ০৩

অষ্টম দিন শেষে সবার ওপরে চীন

১৬ সোনা, ১২, রুপা ও ৯ ব্রোঞ্জ জিতে পদক তালিকায় সবার ওপরে চীন। ১৪ সোনা, ২৪ রুপা ও ২৩ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র।

১২: ৩৯ , আগস্ট ০৪

নবম দিনের প্রথম সোনা জার্মানির

প্যারিস অলিম্পিকের নবম দিনে প্রথম সোনা জিতেছে জার্মানি। ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ ব্যক্তিগতে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানির ব্রেডো–ভ্রেন্ডল। এই ইভেন্টের রুপা জার্মানির, ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।

১৩: ২৭ , আগস্ট ০৪

তিন মিলিমিটারের জন্য আর্চারির সোনা কিমের

আর্চারির পুরুষ ব্যক্তিগতে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উইন। যুক্তরাষ্ট্রের ব্রাডি এলিসনের সঙ্গে কিমের জমজমাট লড়াই গড়িয়েছিল শুট–অফে, যেখানে দুজনের ছিল একটি করে তির।

কিম ১০ হিট করার পর এলিসনও ১০ হিট করেন। তবে দুজনের মধ্যে মাত্র ৩ মিলিমিটারে এগিয়ে থাকায় কিম জেতেন সোনা, এলিসন রুপা। এই ইভেন্টের ব্রোঞ্জ দক্ষিণ কোরিয়ার লি উসিওকের।

১৫: ০৬ , আগস্ট ০৪

অবশেষে অলিম্পিকে জোকোভিচের সোনা জয়

শেষ পয়েন্টটি পাওয়ার পর আবেগে ভাসলেন নোভাক জোকোভিচ
রয়টার্স

অলিম্পিক টেনিস এমন রুদ্ধশ্বাস ফাইনালে দেখেছে কি আগে? ১৯৮৮ সালে অলিম্পিকে টেনিসের প্রত্যাবর্তনের পর এমন নখ কামড়ানো উত্তেজনার ছেলেদের ফাইনাল যে হয়নি সেটি বলাই যায়। কী এক লড়াই–ই না উপহার দিলেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। টেনিসের বর্তমান ও ভবিষ্যৎ মিলে সোনার পদকের ম্যাচে অনেকদিন মনে রাখার মতো ‘সোনালি’ এক ম্যাচই খেললেন।

যেহেতু প্রতিযোগিতা, একজনকে তো জিততেই হতো। সেই জয়টি পেলেন জোকোভিচ। ৩৭ বছর বয়সে পঞ্চমবারের চেষ্টায় প্রথমবারের মতো অলিম্পিকের সোনা জিতলেন ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক। ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জিতেছেন ৭–৬ (৭/৩), ৭–৬ (৭২/) গেমে।

১৬: ৫৫ , আগস্ট ০৪

৫০ মিটার ফ্রিস্টাইলের সোনা সুইডেনের

মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেছেন সুইডেনের সারাহ সিওস্ট্রম। লা ডিফেন্সে অ্যারেনায় ২৩.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। ২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাগ হ্যারিস। আর চীনের ঝাং ইউফেই ব্রোঞ্জ জিতেছেন ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে।

১৯: ০৬ , আগস্ট ০৪

দুই বিশ্ব রেকর্ডে শেষ হলো সাঁতার, পাঁচ হলো না মারশাঁর

টোকিওর পর প্যারিসেও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন ববি ফিনকে।
রয়টার্স

প্যারিস অলিম্পিকে সাঁতারের শেষ দিনে দুইটি বিশ্ব রেকর্ড হয়েছে। পুরুষ ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ববি ফিনকে। মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেও যুক্তরাষ্ট্রের সাঁতারুরা জিতেছেন নতুন বিশ্ব রেকর্ড গড়ে। পাঁচটি সোনা জিতে প্যারিস অলিম্পিক শেষ করার সুযোগ ছিল ফরাসি তারকা লিঁও মারশাঁর। ফ্রান্সের ফেলপস পারেননি সেটি। ছেলেদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে চীন ও যুক্তরাষ্ট্রের পেছনে থেকে ব্রোঞ্জ জেতে মারশাঁর ফ্রান্স।

লা ডিফেন্সে অ্যারেনায় দিনের প্রথম পদকে লড়াইয়ে ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে ৫০–১০০ মিটারের ‘ডাবল’ পেয়ে সুইডেনের সারা শ্রোস্ট্রম। দ্বিতীয় ইভেন্টে ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ফিনকে। মার্কিন সাঁতারু ভেঙেছেন ২০১২ লন্ডন অলিম্পিকে গড়া চীনের সুন ইয়াংয়ের রেকর্ড। ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়েছিলেন সুন। আজ এই ইভেন্টে ফিনকের ৩.৮৮ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি। ব্রোঞ্জ আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন।

তৃতীয় ইভেন্ট ছিল ছেলেদের ৪×১০০ মিটার মেডলি রিলে। ৩ মিনিট ২৭.৪৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতে চীন। ০.৫৫ সেকেন্ড পেছনে থেকে রুপা যুক্তরাষ্ট্র। চীনের চেয়ে ০.৯২ সেকেন্ড পেছনে থেকে ব্রোঞ্চ মারশাঁর ফ্রান্সের। ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে অলিম্পিক শেষ করলেন মারশাঁ।

মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র
রয়টার্স

সাঁতারের শেষ ইভেন্ট মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলেতে নিজেদের রেকর্ড ভেঙেছে মার্কিনিরা। ৩ মিনিট ৪৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে ২০১৯ সালে গড়া ৩ মিনিট ৫০.৪০ সেকেন্ডের রেকর্ড ভাঙে যুক্তরাষ্ট্র। এই ইভেন্টে রুপা জিতেছে অস্ট্রেলিয়া, ব্রোঞ্জ চীন।

সর্বশেষ এই সোনাটি জিতেই সোনার সংখ্যায় সুইমিং পুলে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। সাঁতারে ৮টি সোনা, ১৩টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছে দেশটি। ৭ সোনা, ৮ রুপা ও ৩ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। ৪ সোনা জেতা মারশাঁর ফ্রান্স তিনে।

প্যারিসে সাঁতারের সেরা পাঁচ দল

১৯: ৪৫ , আগস্ট ০৪

মেয়েদের হাইজাম্পের সোনা ইউক্রেনের মাহুচিখের

মেয়েদের হাইজাম্পের বিশ্ব রেকর্ডটা তাঁরই ছিল। ইউক্রেনের সেই ইয়ারোস্লাভা মাহুচিখই জিতলেন অলিম্পিকের সোনা। গত মাসে প্যারিসেই ২.১০ মিটার লাফিয়ে বিশ্ব রেকর্ড গড়া ইউক্রেনীয় আজ লাফিয়েছেন ঠিক ২ মিটার। তাঁর সমান ২ মিটার লাফিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার নিকোলা অলিস্লাগার্স। মাহুচিখ প্রথম চেষ্টাতেই ২ মিটার পেরিয়েছেন, অন্যদিকে অলিস্লাগার্স তৃতীয় চেষ্টায় পেরোতে পারেন ২ মিটার। ১.৯৫ মিটার লাফিয়ে যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ইরিনা গ্রাশচেঙ্কো ও অস্ট্রেলিয়ার এলেনর প্যাটারসন।

২০: ০৬ , আগস্ট ০৪

অলিম্পিকেও দ্রুততম মানব নোয়াহ লাইলস

বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিকেও দ্রুততম মানব নোয়াহ লাইলস
রয়টার্স

অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দৌড় শেষে প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবের খেতাব জিতলেন নোয়াহ লাইলস। বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন তারকা ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্ট। তাঁর সমান ৯.৭৯ সেকেন্ড সময় নিয়েও ফটো ফিনিশে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার কিশানে টম্পসন। দুই জনকে পৃথক করেছে সেকেন্ডের হাজারভাগের ৫ ভাগ সময়। সেকেন্ডের সহস্রাংশে লাইলস (.৭৮৪) এগিয়ে ছিলেন টম্পসনের চেয়ে (.৭৮৯)। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি।

১০: ২৯ , আগস্ট ০৫

ট্রায়াথলন: মিক্সড রিলেতে সোনা জার্মানির

ট্রায়াথলনের মিক্সড রিলেতে সোনা জিতেছে জার্মানি।

রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন।

২০০৮ সালের পর ট্রায়াথলনে এটি জার্মানির প্রথম পদক।

১০: ৩৫ , আগস্ট ০৫

র‌্যাপিড ফায়ারে প্রথম সোনা চীনের

শুটিংয়ে ছেলেদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ারে সোনা জিতেছেন চীনের লি ইয়োহেং। এই ইভেন্টে এটি চীনের প্রথম অলিম্পিক সোনা।

রুপা জিতেছেন দক্ষিণ কোরিয়ার চে ইয়েয়োনজি। অলিম্পিকের এই ইভেন্টে এটি কোরিয়ার প্রথম পদক।

ব্রোঞ্জ জিতেছেন চীনের ওয়াং জিনজি।

বিজয় মঞ্চে চীনের লি ইয়োহেং (মাঝে)
১০: ৪৮ , আগস্ট ০৫

মেয়েদের ব্যাডমিন্টন এককে সোনা দক্ষিণ কোরিয়ার

জীবনের প্রথম অলিম্পিক পদক এবং সেটাও সোনা! দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ংয়ের আনন্দ বাঁধ ভেঙে যাওয়ার কথা!

ব্যাডমিন্টন মেয়েদের এককের ফাইনালে চীনের হে বিং জিয়াওকে ২১–১৩, ২১–১৬ গেমে হারিয়ে সোনা জিতেঠছেন আন সে ইয়ং। ১৯৯৬ সালের পর এই ইভেন্টে প্রথম সোনা জিতল দক্ষিণ কোরিয়া।

রুপাজয়ী চীনের হে বিং জিয়াওয়ের ক্যারিয়ারেও এটি প্রথম অলিম্পিক পদক।

ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিসকা তুনজাং। সেমিফাইনালে চোট পাওয়ার পর গ্রেগোরিয়ার মুখোমুখি হতে পারেননি স্পেনের ক্যারোলিন মারিন।

সোনার পদকে চুম্বন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ংয়ের
এএফপি
১০: ৫৮ , আগস্ট ০৫

প্যারালাল বারে সোনা চীনের

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের প্যারালাল বারে ১৯৭৬ সালের পর প্রথম অ্যাথলেট হিসেবে ব্যাক টু ব্যাক সোনা জিতলেন চীনের জোউ জিংউয়ান। তাঁর স্কোর ১৬.২০০।

রুপা জিতলেন ইউক্রেনের ইলিয়া কোভতুন। তাঁর স্কোর ১৫.৫০০।

ব্রোঞ্জ জিতলেন জাপানের ওকা সিনোসুকি।

সোনা জিতেছেন চীনের জোউ জিংউয়ান
এএফপি
১২: ০২ , আগস্ট ০৫

মেয়েদের ব্যালান্স বিমে পঞ্চম বাইলস

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের ব্যালান্স বিমে সোনা জিতেছেন ইতালির এলিস ডি’আমাতো। মেয়েদের জিমন্যাস্টিকসে তিনি ইতালির প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন। তাঁর স্কোর ১৪.৩৬৬।

রুপা জিতেছেন চীনের ঝোউ ইয়াকিন। তাঁর স্কোর ১৪.১০০। ব্রোঞ্জ জিতেছেন ইতালির মানোলো এসপোসিতো। তাঁর স্কোর ১৪.০০০।

হতাশ করেছেন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোন বাইলস। প্যারিস অলিম্পিকে তিনটি সোনাজয়ী বাইলস পঞ্চম হয়েছেন। বিম থেকে পরে গিয়েছেন একবার। লাফ দিয়ে একবার ঠিকমতো নামতেও পারেননি। তাঁর স্কোর ১৩.১০০।

বিজয় মঞ্চে ইতালির এলিস ডি’আমাতো (মাঝে)
এএফপি
হতাশ করেছেন সিমোন বাইলস
এএফপি
১৩: ৫৮ , আগস্ট ০৫

হরাইজন্টাল বারে সোনা জাপানের

ছেলেদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসের হরাইজন্টাল বারে সোনা জিতেছেন জাপানের ওকা সিনুসুকি। তাঁর স্কোর ১৪.৫৩৩। প্যারিস এটা ওকার চতুর্থ পদক।

রুপা জিতেছেন কলম্বিয়ার অ্যাঞ্জেল বারায়াস। জিমন্যাস্টিকসে এটি কলম্বিয়ার প্রথম অলিম্পিক পদক। তাঁর স্কোর ১৪.৫৩৩।

ব্রোঞ্জ জিতেছেন চীনের ঝ্যাং বোয়েং ও চাইনিজ তাইপের ট্যাং–চিয়া হুন। দুজনের স্কোরই সমান ১৩.৯৬৬। এই ইভেন্টে এটি চাইনিজ তাইপের প্রথম পদক।

সোনা জিতেছেন ওকা সিনুসুকি
এএফপি
১৪: ০৬ , আগস্ট ০৫

ফ্লোর এক্সারসাইজে রেবেকার সোনা, বাইলসের রুপা

মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। ১৪.১৬৬ স্কোর গড়ে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে মেয়েদের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতলেন রেবেকা। এটি তাঁর ৬ষ্ঠ অলিম্পিক পদক। ব্রাজিলের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে সফল অলিম্পিক অ্যাথলেট।

১৪.১৩৩ স্কোর নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোন বাইলস। ব্রোঞ্জ জিতেছেন তাঁর সতীর্থ জর্ডান চিলেস। তাঁর স্কোর ১৩.৭৬৬।

সোনা জয়ের পর রেবেকা
এএফপি
১৪: ১৫ , আগস্ট ০৫

শুটিংয়ে সোনা ইতালির

শুটিংয়ে স্কেটে মিশ্র দলীয় ফাইনালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জিতেছে ইতালি।

রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জিতেছে চীন।

১৫: ৩১ , আগস্ট ০৫

ছেলেদের ব্যাডমিন্টনে সোনা ডেনমার্কের

ছেলেদের ব্যাডমিন্টন এককে সোনা জিতেছেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। ফাইনালে থাইল্যান্ডের কুনলাভুত ভিতির্সানকে ৫২ মিনিটে ২১–১১, ২১–১১ গেমে হারিয়ে এই ইভেন্টে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জিতলেন অ্যাক্সেলসেন।

রুপা জিতেছেন থাইল্যান্ডের কুনলাভুত। ব্রোঞ্জ জিতেছেন মালয়েশিয়ার লি জি জিয়া।

সোনা জিতেই জাতীয় পতাকা নিয়ে দৌড় দেন অ্যাক্সেলসেন
এএফপি
১৫: ৩৫ , আগস্ট ০৫

ক্যানো স্ল্যালম: মেয়েদের কায়াক ক্রসে সোনা অস্ট্রেলিয়ার

মেয়েদের কায়াক ক্রস ফাইনালে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার নোয়েমি ফক্স। রুপা জিতেছেন ফ্রান্সের অ্যানজেলে হাগ। ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের কিম্বার্লি উডস।

১৫: ৩৮ , আগস্ট ০৫

ক্যানো স্ল্যালম: ছেলেদের কায়াক ক্রসে সোনা নিউজিল্যান্ডের

ছেলেদের কায়াক ক্রসে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের ফিন বুচার। রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ক্লার্ক সিলভার। ব্রোঞ্জ জিতেছেন জার্মানির হেজে।

১৬: ০১ , আগস্ট ০৫

ট্র্যাক সাইক্লিংয়ে বিশ্ব রেকর্ড

ট্র্যাক সাইক্লিংয়ের প্রথম ইভেন্টেই বিশ্ব রেকর্ড গড়ল গ্রেট ব্রিটেন। চীনের ৪৫.৪৮৭ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ব্রিটেন।

১৮: ৪৩ , আগস্ট ০৫

নিজের হিটে প্রথম হয়ে সেমিফাইনালে লাইলস

২০০ মিটারের সেমিফাইনালে উঠেছেন নোয়াহ লাইলস
রয়টার্স

১০০ মিটার, ২০০ মিটার ও ১০০×৪ মিটার রিলের ত্রিমুকুট জয়কেই পাখির চোখ করেছেন নোয়াহ লাইলস। গত রাতে ১০০ মিটারের সোনা জেতা  মার্কিন স্প্রিন্টার ২০০ মিটারের অভিযান শুরু করেছেন আজ। নিজের হিটে প্রথম হয়েই সেমিফাইনালে উঠেছেন বিশ্বের দ্রুততম মানব। ২০.১৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ৭ আগস্ট সেমিফাইনাল, ফাইনাল পরের দিন।

১৯: ৪৬ , আগস্ট ০৫

মেয়েদের ৫ হাজার মিটারের সোনা বিয়াট্রিস চেবেতের

কেনিয়ার বিয়াট্রিস চেবেত

৫ হাজার ও ১০ হাজার মিটারের ডাবলের স্বপ্ন নিয়েই এবারের প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছেন বিয়াট্রিস চেবেত। কেনিয়ান দূরপাল্লার দৌড়বিদ সেই স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেললেন। স্তাদ দু ফ্রান্সে আজ মেয়েদের ৫ হাজার মিটারে সোনা জিতেছেন ১৪ মিনিট ২৮.৫৬ সেকেন্ডে। তাঁর কেনিয়ান সতীর্থ ও অলিম্পিকে দুবারের ১৫০০ মিটারের সোনাজয়ী ফেইথ কিপইয়েগন দ্বিতীয় হলেও আরেক প্রতিযোগীকে ধাক্কা দেওয়ার কারণে ডিসকোয়ালিফাইড হন। তাই তৃতীয় হয়েও শেষ পর্যন্ত রুপা জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। ১৪ মিনিট ৩০.৬১ সেকেন্ড সময় লেগেছে তাঁর। ১৪ মিনিট ৩১.৬৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালির নাদিয়া বাত্তোক্লেত্তি।

১৯: ৫৯ , আগস্ট ০৫

রুপা নয় এবার ৮০০ মিটারে সোনা জিতলেন হজকিনসন

রুপা জেতাটাই যেন নিয়তি ছিল কিলি হজকিনসনের। ২০২১ সালে টোকিও অলিম্পিক, ২০২২ ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেয়েদের ৮০০ মিটার দৌড়ে রুপা জিতেছিলেন হজকিনসন। বৈশ্বিক আসরে টানা তিনটি রুপা জেতা ব্রিটিশ মেয়ে প্যারিস অলিম্পিকে জিতে গেলেন সোনা। হজকিনসন সোনা জিতেছেন ১ মিনিট ৫৬.৭২ সেকেন্ড সময় নিয়ে। রুপা জিতেছেন ইথিওপিয়ার সিগে দুগুমা (১ মিনিট ৫৭.১৫ সেকেন্ড) ও ব্রোঞ্জ কেনিয়ার মেরি মোরা (১ মিনিট ৫৭.৪২ সেকেন্ড)।

২০: ০৮ , আগস্ট ০৫

আবারও মেয়েদের ডিসকাস থ্রো জিতলেন ভ্যালেরি অলম্যান

মার্কিন ডিসকাস থ্রোয়ার ভ্যালেরি অলম্যান
রয়টার্স

তিন বছর আগে টোকিও অলিম্পিকে মেয়েদের ডিসকাস থ্রোতে সোনা জিতেছিলেন ভ্যালেরি অলম্যান। মার্কিন অ্যাথলেট সোনা জিতলেন প্যারিসেও। টোকিওতে ৬৮.৯৮ মিটার দূরত্বে পাঠানো অলম্যান এবার ডিসকাসটাকে ছুঁড়েছেন আরও দূরে—৬৯.৫০ মিটার। ৬৭.৫১ মিটার নিয়ে রুপা জিতেছেন চীনের বিন ফেং ব্রোঞ্জ ক্রোয়েশিয়ার সান্দ্রা এলকাসেভিচের।

২০: ৩৫ , আগস্ট ০৫

নিজের বিশ্ব রেকর্ড ভেঙে পোল ভল্টের সোনা ডুপ্লান্টিসের

পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন আরমান্দ ডুপ্লান্টিস
রয়টার্স

সুইডিশ পোল ভল্টার সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন ৬ মিটার লাফিয়েই। তবে যাঁর নেশা বিশ্ব রেকর্ড গড়ার, তিনি কি আর থামতে পারেন। আরমান্দ ডুপ্লান্টিসও থামেননি। একবার ৬.১০ মিটার লাফানোর পর চেষ্টা করলেন ৬.২৫ মিটার লাফানোর। এ বছরের এপ্রিলে তাঁরই গড়া আগের রেকর্ডের চেয়ে যা ছিল ১ সেন্টিমিটার বেশি। প্রথম দুই চেষ্টায় অল্পের জন্যই পারেননি, তবে তৃতীয় ও শেষ চেষ্টায় ৬.২৫ মিটার পেরিয়ে বিশ্ব রেকর্ড গড়েই পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দেন ডুপ্লান্টিস। এ নিয়ে নয়বার বিশ্ব রেকর্ড ভাঙলেন ২৪ বছর বয়সী অ্যাথলেট। টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন ডুপ্লান্টিস।

৫.৯৫ মিটার লাফিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস। ৫.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের ইমানুইলি কারালিস।

২১: ১১ , আগস্ট ০৫

৩×৩ বাস্কেটবলের সোনা জার্মানি ও নেদারল্যান্ডসের

মেয়েদের ফাইনালে স্পেনকে ১৭–১৬ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে জার্মানি। পুরুষ ফাইনালে নেদারল্যান্ডস স্বাগতিক ফ্রান্সকে হারিয়েছে ১৮–১৭ পয়েন্টে। নির্ধারিত সময়ে ১৬–১৬ পয়েন্টে ড্র থাকার পর ওভারটাইমে গড়িয়েছিল ম্যাচটি।

১০: ৩১ , আগস্ট ০৬

ইকুয়েস্ট্রিয়ান: ব্যক্তিগত জাম্পিংয়ে সোনা জার্মানির

ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত জাম্পিংয়ে সোনা জিতেছেন জার্মানির ক্রিস্টিয়ান কুকুক।

রুপা জিতেছেন সুইজারল্যান্ডের স্টিভ গুয়েরদাত।

ব্রোঞ্জ নেদারল্যান্ডসের মাইকেল ভন ডার ভ্লুতেন।

১৩: ৪৮ , আগস্ট ০৬

আপিল করে রুপা জয়

পরশু রাতে মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন কেনিয়ার বিয়াট্রিস চেবেত। আরেক কেনিয়ান ফেইথ কিপইয়েগনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পরই প্রথম হয়েছিলেন চেবেত।

চেবেতের ঠিক পেছনে থেকে দ্বিতীয় হলেও দৌড়ের এক পর্যায়ে ইথিওপিয়ার গুদাফ সেগাইকে ধাক্কা মারার অভিযোগে ডিসকোয়ালিফাইড করা হয় কিপইয়েগনকে, রুপা দেওয়া দেওয়ার হয় নেদারল্যান্ডস তারকা সিফান হাসানকে। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আপিল করে কেনিয়ার অ্যাথলেটিকস ফেডারেশন। সেই আপিলে জিতেছেন তাঁরা। ওয়ার্ল্ড অ্যাথলেটিকস জানিয়েছে কিপইয়েগনকে রুপার পদক দেওয়া হবে। সিফান পাবে ব্রোঞ্জ। এই সিদ্ধান্তে কপাল পুড়েছে ইতালির নাদিয়া বাত্তোক্লেত্তির। পদক তালিকা থেকে যে চতুর্থস্থানে নেমে যেতে হলো তাঁকে।

কেনিয়ার অ্যাথলেট ফেইথ কিপইয়েগন (ডানে)
এএফপি
১৪: ৫৯ , আগস্ট ০৬

ডাইভিং: ১০ মিটার প্লাটফর্মে সোনা চীনের

ডাইভিংয়ে মেয়েদের ১০ মিটার প্লাটফর্মে সোনা জিতেছেন চীনের ১৭ বছর বয়সী কুয়ান হংচান। ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

রুপা জিতেছেন চীনের চেন ইউক্সি। ব্রোঞ্জ জিতেছেন উত্তর কোরিয়ার কিম মি রায়ে। ব্যক্তিগত ডাইভিং ইভেন্টে এটাই প্রথম অলিম্পিক পদক কোরিয়ার।

বিজয় মঞ্চে কুয়ান হংচান (মাঝে)
এএফপি
১৯: ১৯ , আগস্ট ০৬

আগের রেকর্ডের চেয়েও কম সময় নিয়ে চতুর্থ ইঙ্গেব্রিগটসেন,  ১৫০০মিটার অলিম্পিক রেকর্ড গড়ে জিতলেন অখ্যাত হকার

নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ১৫০০ মিটারের সোনা জিতেছেন কোল হকার
রয়টার্স

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জশ কার না বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ইয়াকব ইঙ্গেব্রিগটসেন, কে জিতবেন সোনা—এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছিল ছেলেদের ১৫০০ মিটার দৌড়। কিন্তু দুজনের কেউ নন, দেড় হাজার মিটারের সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের কোল হকার। সেটিও নতুন অলিম্পিক রেকর্ড গড়ে। ৩ মিনিট ২৭.৬৫ সেকেন্ড সময় নিয়েছেন হকার। ২০২১ সালে টোকিওতে এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়তে ইঙ্গেব্রিগটসেন সময় নিয়েছিলেন ৩ মিনিট ২৮.৩২ সেকেন্ড।

সেই ইঙ্গেব্রিগটসেন প্যারিসে কোনো পদকই পেলেন না ১৫০০ মিটারে। নরওয়েজীয় তারকা আগের অলিম্পিক রেকর্ডের  (৩:২৮.২৪) চেয়ে দ্রুত দৌড় শেষ করেও হয়েছেন চতুর্থ। রুপা জেতা ব্রিটিশ তারকা জশ কার (৩:২৭.৭৯) ও ব্রোঞ্জজয়ী মার্কিন অ্যাথলেট ইয়ারেদ নুগুসেও (৩:২৭.৮০) আগের অলিম্পিক রেকর্ডের চেয়ে কম সময় নিয়েছেন।

১৯: ৩৯ , আগস্ট ০৬

আরেকটি অলিম্পিক রেকর্ড, ৩ হাজার মিটার স্টিপলচেজ ইয়াভির

৩ হাজার মিটার স্টিপলচেজ জিতেছেন বাহরাইনের উইনফ্রেড ইয়াভি
রয়টার্স

ছেলেদের ১৫০০ মিটারে আগের অলিম্পিক রেকর্ডের চেয়ে কম সময় নিয়েও চতুর্থ হয়েছেন ফেবারিট ইঙ্গেব্রিটসেন। স্তাদ দু ফ্রান্সে পরের দৌড়েও ঘটল একই ঘটনা। এবার মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজে আগের অলিম্পিক রেকর্ডের চেয়ে কম সময় নিয়েও চতুর্থ হয়ে পদক পেলেন না ফ্রান্সের অ্যালিস ফিনো। ৮ মিনিট ৫৮.৬৭ সেকেন্ড সময় নিয়েছেন ফিনো। ২০০৮ সালে বেইজিংয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন রাশিয়ার গুলনারা সামিতোভা–গালকিনা (৮ মিনিট ৫৮.৮১ সেকেন্ড)।

১৯: ৫৫ , আগস্ট ০৬

‘ডাবল’ হলো না জুলিয়েন আলফ্রেডের, মেয়েদের ২০০ মিটারে চ্যাম্পিয়ন ফেবারিট গ্যাবি টমাস

মেয়েদের ২০০ মিটারে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্যাবি টমাস
রয়টার্স

প্যারিসে মেয়েদের ১০০ মিটারে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। এরপর ২০০ মিটার জিতে স্প্রিন ‘ডাবল’ জয়ের স্বপ্ন দেখছিলেন অলিম্পিকের দ্রুততম মানবী। সেই স্বপ্ন পূরণ হলো না সেন্ট লুসিয়াকে অলিম্পিকে প্রথম পদক জেতানো অ্যাথলেটের। তাঁকে পেছনে ফেলে সোনা জিতেছেন এই ইভেন্টের ফেবারিট গ্যাবি টমাস। যুক্তরাষ্ট্র তারকা ২০০ মিটার জিতেছেন ২১.৮৩ সেকেন্ড। রুপাজয়ী আলফ্রেড সময় নিয়েছেন ২২.০৮ সেকেন্ড। ২২.২০ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রিটানি ব্রাউন।

২০: ০৭ , আগস্ট ০৬

ছেলেদের লং জাম্পে আবারও সোনা তেনতোলুর, মেয়েদের হ্যামার থ্রো রজার্সের

গ্রিসের লং জাম্পার মিলতিয়াদিস তেনতোলু
রয়টার্স

টোকিওতে পুরুষ লং জাম্প জিতেছিলেন গ্রিসের মিলতিয়াদিস তেনতোলু। তিন বছর প্যারিসেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন গ্রিক লং জাম্পার। আজ স্তাদ দু ফ্রান্সে ৮.৪৮ মিটার লাফিয়ে সোনা জিতলেন তেনতোলু। ৮.৩৬ মিটার লাফিয়ে রুপা পেয়েছেন জ্যামইকার ওয়েইন পিনক। ব্রোঞ্জজয়ী ইতালিয়ান মাত্তিয়া ফুরলানি লাফিয়েছেন ৮.৩৪ মিটার।

কানাডার হ্যামার থ্রোয়ার ক্যামরিন রজার্স
রয়টার্স

এর আগে মেয়েদের হ্যামার থ্রোতে সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ক্যামরিন রজার্স। কানাডিয়ার হ্যামার থ্রোয়ার সর্বোচ্চ ৭৬.৯৭ মিটার দূরত্বে পাঠিয়ে জিতেছেন সোনা। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যানেট নেকা ইচিকুনওকে (৭৫.৪৮), ব্রোঞ্জ চীনের জি ঝাওয়ের (৭৪.২৭)।

২০: ২৪ , আগস্ট ০৬

কুস্তির তিন সোনা জাপান, কিউবা ও যুক্তরাষ্ট্রের

কুস্তিতে আজ তিনটি সোনার পদকের লড়াই ছিল। পুরুষ গ্রেকো–রোমান ৬০ কেজি ওজনশ্রেণিতে চীনের লিগুয়ো কাওকে হারিয়ে সোনা জিতেছেন জাপানের কেনিচিরো ফুমিতা।

ছেলেদের গ্রেকো–রোমান ১৩০ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন কিউবার মিহাইন লোপেজ নুনেজ। তিনি ফাইনালে হারিয়েছেন চিলির ইয়াসমানি আকোস্তা ফার্নান্দেজকে।

মেয়েদের ফ্রিস্টাইল কুস্তির ৬৮ কেজি ওজনশ্রেণিতে কিরগিজস্তানের মিরিম ঝুমানাজারোভাকে হারয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যামিট এলর।

২১: ২৪ , আগস্ট ০৬

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে ১৬ বছর পর ফাইনালে ব্রাজিল

ব্রাজিলের চতুর্থ গোলের পর সতীর্থ ইয়াসমিনের (বাঁয়ে) সঙ্গে উদ্‌যাপন গোলদাতা কেরোলিনের
রয়টার্স

স্পেনের মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরও। সেই স্পেনকে ৪–২ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে মেয়েদের ফাইনালে উঠেছে ব্রাজিল। ২০০৮ সালের পর ব্রাজিল প্রথমবার অলিম্পিকের ফাইনালে উঠল সবচেয়ে বড় তারকা মার্তাকে ছাড়া খেলেই। কার্ডজনিত কারণে নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারেনি মার্তা। দুবারে রুপাজয়ীরা ফাইনালে খেলবে চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আজ প্রথম সেমিফাইনালে জার্মানিকে ১–০ গোলে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে অলিম্পিক নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটি। ফাইনাল ১০ আগস্ট।

দ্বিতীয় সেমিফাইনালে স্পেনকে চমকে দিয়ে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমটি গোলটি ছিল আত্মঘাতী, যেটি উপহার দিয়েছেন আইরিন পারেদেস। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধানটা দ্বিগুণ করেন গাবি পোর্তোলিও। আদ্রিয়ানার ৭১ মিনিটের গোলে ব্রাজিল ৩–০ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে ব্যবধানটা ৩–১ করেন স্পেনের সালমা পারায়উয়েলো। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কেরোলিন (৪–১)। যোগ করা সময়ের ১২ মিনিটে পারায়উয়েলোর আরেকটি গোলে শুধু ব্যবধানই কমাতে পারে স্প্যানিশরা।

এর আগে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন সোফিয়া স্মিথ।

২১: ৪৫ , আগস্ট ০৬

দিনের শেষ সোনা আইরিশ বক্সার হ্যারিংটনের

টোকিওতেও মেয়েদের বক্সিংয়ে ৬০ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছিলেন কেলি হ্যারিংটন। আইরিশ বক্সার সোনা জিতলেন প্যারিসেও। প্রথম আইরিশ নারী হিসেবে টানা দুটি অলিম্পিকে সোনা জয়ের কীর্তি গড়া হ্যারিংটন ফাইনালে ৪–১ ব্যবধানে হারিয়েছেন চীনের ওয়েনলু ইয়াংকে।

০৮: ৪৪ , আগস্ট ০৭

ম্যারাথন: রিলে রেসে সোনা স্পেনের

ম্যারাথনের মিশ্র রিলে রেসে সোনা জিতেছেন স্পেনের মার্টিনা পেরেজ ও আলভারো মার্টিন। এই ইভেন্টে তাঁরাই প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন!

রুপা জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিনতাদো এবং মোরেয়ন। ইকুয়েডরের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের এক আসরে দুটি পদক জিতলেন পিনতাদো। এর আগে ছেলেদের ২০ কিলোমিটার রেস ওয়াকে সোনা জেতেন।

ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার রাইদিয়ান কাউলি এবং জেমিমা মনট্যাগ।

১১: ৫১ , আগস্ট ০৭

পোল্যান্ডের প্রথম সোনা

লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি
এএফপি
পোল্যান্ডের প্রথম সোনা এনে দিলেন আলেকসান্দ্রা মিরোস্লাভ
এএফপি

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পোর্ট ক্লাইম্বিংয়ে নারীদের স্পিডে সোনা জিতেছেন পোল্যান্ডের আলেকসান্দ্রা মিরোস্লাভ। চীনের ডেং লিজুয়ান পেয়েছেন রুপা, মিরোস্লাভের স্বদেশী আলেকসান্দ্রা কালুচকা পেয়েছেন ব্রোঞ্জ। ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিরোস্লাভ পেয়েছিলেন ব্রোঞ্জ। এবারের অলিম্পিকে এটিই পোল্যান্ডের প্রথম সোনা।

জেতার পর আলেকসান্দ্রা মিরোস্লাভ
এএফপি
১৩: ০২ , আগস্ট ০৭

ডাচদের নবম সোনা, বাউমস্টারের সেইলিং-ইতিহাস

অলিম্পিকে চতুর্থ পদক জিতলেন বাউমস্টার
এএফপি
সোনা জয়ের পর ডাচ সেইলিং তারকা বাউমস্টার
এএফপি

প্যারিসে নবম ও সেইলিংয়ে দ্বিতীয় সোনা জিতেছে নেদারল্যান্ডস। নারীদের ডিঙ্গি ইভেন্টে সে সোনা এনে দিয়েছেন মারিট বাউমস্টার। এ সোনা দিয়ে একটা রেকর্ডও গড়ে ফেললেন বাউমস্টার। মেয়েদের সেইলিংয়ে এখন অলিম্পিকে সবচেয়ে বেশি ৪টি পদক তাঁর। লন্ডনে রুপা, রিওতে সোনা, টোকিওতে ব্রোঞ্জের পর এবারও সোনা জিতলেন ৩৬ বছর বয়সী। ডেনমার্কের অ্যানে-মারি রিন্ডোম রুপা ও নরওয়ের লাইন ফ্লেম হোয়েস্ট পেয়েছেন ব্রোঞ্জ।

১৫: ২৫ , আগস্ট ০৭

ডিঙ্গিতে সোনা ধরে রাখলেন অস্ট্রেলিয়ার ওয়্যার্ন

টানা দ্বিতীয় অলিম্পিকে সোনা জিতলেন ওয়্যার্ন
এএফপি

টোকিওতে জেতা সোনা প্যারিসেও ধরে রাখলেন অস্ট্রেলিয়ার ম্যাট ওয়্যার্ন। পুরুষদের সেইলিংয়ের ডিঙ্গিতে জিতেছেন তিনি। এই শ্রেণিতে অলিম্পিকে প্রথম পুরুষ হিসেবে টানা দুটি সোনা জিতলেন ওয়্যার্ন। প্যারিসে অস্ট্রেলিয়ার এটি ১৫তম সোনা। সাইপ্রাসের পাভলোস কন্তিদেস রুপা ও পেরুর স্তেফানো পেসেইরা পেয়েছেন ব্রোঞ্জ। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকেও রুপা জিতেছিলেন কন্তিদেস। অলিম্পিকের ইতিহাসে এখন দুটি পদক, দুটিই কন্তিদেস এনে দিলেন। অন্যদিকে ১৯৯২ সালের পর পেরুকে প্রথম পদক এনে দিলেন পেসেইরা।

সাইপ্রাস পেয়েছে অলিম্পিকে নিজেদের দ্বিতীয় পদক, পেরু পেয়েছে ১৯৯২ সালের পর প্রথম
এএফপি
১৬: ০৭ , আগস্ট ০৭

ভারোত্তোলনে সোনা ধরে রাখলেন ফাবিন লি

সোনা ধরে রাখলেন চীনের ভারোত্তোলক লি
এএফপি

পুরুষদের ৬১ কেজি শ্রেণিতে সোনা ধরে রেখেছেন চীনের ফাবিন লি। ব্যক্তিগত অলিম্পিক রেকর্ড ১৪২ কেজি স্ন্যাচের পর ক্লিন অ্যান্ড জার্কে ১৬৭ কেজি তোলেন লি। সেখানে ১৭২ কেজিতে ব্যর্থ হলেও মোট ৩১০ কেজি তুলে সোনা ধরে রাখেন লি। প্যারিসে চীনের এটি ২৩তম সোনা, এ মুহূর্তে তাদের চেয়ে যুক্তরাষ্ট্রের সোনা মাত্র একটি বেশি। ৩০৩ কেজি তুলে রুপা পেয়েছেন থাইল্যান্ডের থিরাপং সিলাচাই, যুক্তরাষ্ট্রের হ্যাম্পটন মরিস ব্রোঞ্জ পেয়েছেন ২৯৮ কেজি।

১৬: ২৮ , আগস্ট ০৭

অস্ট্রেলিয়ার ১৬তম সোনা

কিগান পামার ধরে রাখলেন সোনা
এএফপি

আরেকটি ইভেন্ট, আরেকজন অ্যাথলেটের সোনা ধরে রাখা। এবার স্কেটবোর্ডিং পার্কে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার কিগান পামার। যুক্তরাষ্ট্রের টম শার রুপা ও ব্রাজিলের অগাস্তো আকিও পেয়েছেন ব্রোঞ্জ। অস্ট্রেলিয়ার এটি ১৬তম সোনা, আরেকটিতে সোনা জিততে ব্যর্থ যুক্তরাষ্ট্র।

১৭: ২৩ , আগস্ট ০৭

২০ বছরের অপেক্ষা ঘুচল অস্ট্রেলিয়ার

ট্র্যাক সাইক্লিংয়ের দলীয় ইভেন্টে সোনা জিতেছে অস্ট্রেলিয়া
রয়টার্স

২০০৪ সালের পর থেকে এ ইভেন্টে অস্ট্রেলিয়ার সোনা ছিল না। মাঝে গ্রেট ব্রিতেন জিতেছিল ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে। অবশেষে ২০ বছরের অপেক্ষা ঘুচল অস্ট্রেলিয়ার। ট্র্যাক সাইক্লিংয়ে পুরুষদের দলীয় ইভেন্টে সোনা জিতেছে তারা। গ্রেট ব্রিটেন পেয়েছে রুপা, ইতালি ব্রোঞ্জ।

অস্ট্রেলিয়ার ট্র্যাক সাইক্লিস্ট অলিভার ব্লেডিন। দলীয় ইভেন্টে সোনা জিতেছেন তিনি।
রয়টার্স
১৭: ৪৮ , আগস্ট ০৭

ট্র্যাক সাইক্লিংয়ে (নারী) যুক্তরাষ্ট্রের সোনা

নারীদের ট্র্যাক সাইক্লিংয়ের দলীয় ইভেন্টে সোনা গেল যুক্তরাষ্ট্রের কাছে। অলিম্পিক ও বিশ্ব রেকর্ডকে হুমকির মুখে ফেললেও শেষ পর্যন্ত সেটি গড়া হয়নি তাদের। এ দলে থাকা ক্রিস্টেন ফকনার এর আগে জিতেছেন রোড রেসেও। এ ইভেন্টে রুপা পেয়েছে নিউজিল্যান্ড, ব্রোঞ্জ গ্রেট ব্রিটেন। প্যারিসে যুক্তরাষ্ট্রের এটি ২৫তম সোনা। এখন চীনের সঙ্গে ব্যবধান বেড়ে হলো ২।

১৮: ৪৪ , আগস্ট ০৭

রেসলিং: গ্রেকো-রোমানে (৭৭ কেজি) সোনা জাপানের

ছেলেদের গ্রেকো-রোমান ৭৭ কেজিতে সোনা জিতলেন জাপানের কুসাকা নাও। এটি তাঁর প্রথম অলিম্পক পদক

ফাইনালে ৫-২ ব্যবধানে তাঁর কাছে হেরে রুপা জিতেছেন কাজাখস্তানের দেমেও জাদ্রায়েভ।

যৌথভাবে ব্রোঞ্জজয়ী আর্মেনিয়ার মাখাস আমোয়ান ও কিরগিজস্তানের আকজোল মাখমৌদভ।

১৮: ৫৩ , আগস্ট ০৭

দলীয় আর্টিস্টিক সাঁতারে সোনা চীনের

আর্টিস্টিক সাঁতারের দলীয় ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন চীন। ৯৯৬.১৩৮৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে চীন।

৯১৪.৩৪২১ পয়েন্ট নিয়ে রুপা যুক্তরাষ্ট্রের। গত ২০ বছরে এই ইভেন্টে প্রথম পদক তাঁদের। ব্রোঞ্জ স্পেনের।

২৫ সোনার পদক জিতে সবার ওপরে যুক্তরাষ্ট্র। ১টি সোনার পদক ব্যবধানে দ্বিতীয় চীন। ২৪টি সোনার পদক জিতেছে তাঁরা।

দলীয় আর্টিস্টিক সাঁতারে চ্যাম্পিয়ন চীনের সাঁতারু দল
ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস এক্স হ্যান্ডল
১৯: ১৫ , আগস্ট ০৭

ডিসকাস থ্রো: বাবাকে ছাপিয়ে ছেলে

২০০৪ এথেন্স অলিম্পিকে ছেলেদের ডিসকাস থ্রোয়ে ৬৯.৮৯ মিটারে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন লিথুয়ানিয়ার ভিরজিলিয়ুস আলেকনা। ২০ বছর পর সেই রেকর্ড ভাঙলেন তাঁরই ছেলে মাইকোলাস আলেকনা। দ্বিতীয় থ্রোয়ে ৬৯.৯৭ মিটার দূরত্ব পার করেছেন। এই ইভেন্টে বর্তমান বিশ্ব রেকর্ডও মাইকোলাসের। তাঁর ভাই মার্তিনাস আলেকনাও ডিসকাস থ্রোয়ার। ১৫ বছর বয়সে লিথুয়ানিয়ান অনূর্ধ্ব-১৮ জিতেছিলেন মার্তিনাস। বোন গ্যাব্রিয়েলে আলেকনাইতে অবশ্য ওসব ছোঁড়াছুড়ির পথে হাঁটেননি। তিনি লং জাম্পার।

পরিবারেই থাকল অলিম্পিক রেকর্ড!

অ্যাকশনে মাইকোলাস আলেকনা
ওয়ার্ল্ড অ্যাথলেটিকস এক্স হ্যান্ডল
১৯: ২২ , আগস্ট ০৭

রেসলিং:ছেলেদের গ্রেকো-রোমানে (৯৭ কেজি) সোনা ইরানের

রেসলিংয়ে রাতের দ্বিতীয় সোনার পদক ইরানের মোহাম্মদহাদি সারাভির।

ফাইনালে ৪-১ ব্যবধানে তাঁর কাছে হেরে রুপা জিতেছেন আর্মেনিয়ার আরতুর আলেকসানিয়ান।

যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন কিউবার গ্যাব্রিয়েল রোসিল্লো ও কিরগিজস্তানের উজুর ঝুঝুপেকভ।

১৯: ৪৯ , আগস্ট ০৭

৪০০ মিটার (ছেলে) দৌড়ে সোনা যুক্তরাষ্ট্রের

হাইস্কুলে পড়তে ফুটবল ও রেসলিংও খেলেছেন কুইন্সি হল। কিন্তু সোনার হাসি হাসলেন অ্যাথলেটিকসের ট্র্যাকে। সেটাও রীতিমতো থ্রিলারে জন্ম দিয়ে!

দৌড়ের শেষ দিকে তিনজনের চেয়ে পিছিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ কুইন্সি। কিন্তু ফিনিশিং লাইন ছুঁয়েছেন সবার আগে। গড়েছেন ব্যক্তিগত সেরা টাইমিং যেটা ইতিহাসের পঞ্চম দ্রুততমও। ৪৩.৪০ সেকেন্ড।

৪৩.৪৪ সেকেন্ডে রুপাজয়ী ব্রিটেনের ম্যাথু হাডসন-স্মিথ। ইউরোপিয়ান রেকর্ড গড়েও সোনা জেতা হলো না। বেচারা!

জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা জিতেছেন ব্রোঞ্জ। ৪৩.৭৪ সেকেন্ড।

১৯: ৫৫ , আগস্ট ০৭

ছেলেদের ডিসকাসে চমক

বর্তমান বিশ্ব রেকর্ড মাইকোলাস আলেকনার। কিন্তু প্যারিসে সোনা জিততে পারলেন না। রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো। সোনা জিতে চমক দেখিয়েছেন জ্যামাইকার রোজে স্টোনা। ৭০ মিটার ছুঁড়ে মাইকোলাসের অলিম্পিক রেকর্ডও এখন তাঁর।

ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার ম্যাথু ডেনির।

২০: ১০ , আগস্ট ০৭

মেয়েদের পোল ভল্টে চ্যাম্পিয়ন নিনা কেনেডি

মেয়েদের পোল ভল্টে প্রথম অলিম্পিক সোনার পদক অস্ট্রেলিয়ার।

গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যৌথভাবে এই চ্যাম্পিয়ন হয়েছিলেন অস্ট্রেলিয়ার নিনা কেনেডি এবং যুক্তরাষ্ট্রের কেটি মুন। কিন্তু প্যারিসে সোনার পদকটি একাই জিতলেন নিনা। ৪.৯০ মিটার উচ্চতা টপকেছেন। সোনা জয়ের আনন্দে চোখ ভিজেছে তাঁর।

৪.৮৫ মিটার উচ্চতা টপকে রুপা মুনের। ব্রোঞ্জ কানাডার আলিশা নিউম্যানের।

২০: ১৭ , আগস্ট ০৭

তায়কোয়ান্দো: প্রথম সোনা থাইল্যান্ডের

প্যারিস অলিম্পিকে তায়কোয়ান্দো ডিসিপ্লিনে প্রথম সোনা থাইল্যান্ডের। মেয়েদের ৪৯ কেজির লড়াইয়ে সোনার পদক ধরে রাখলেন পানিপাক ওংপাত্তানাকিত। যে কোনো খেলায় থাইল্যান্ডের প্রথম ক্রীড়াবিদ হিসেবে দুবার অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন পানিপাক।

ফাইনালে তাঁর কাছে ২-১ ব্যবধানে হেরে রুপা জিতেছেন চীনের গুয়ো কিং। ব্রোঞ্জ জিতেছেন যৌথভাবে ইরানের মবিনা নেমাতজাদেহ ও ক্রোয়েশিয়ার লেনা স্টয়কোভিচ।

২০: ৩৭ , আগস্ট ০৭

ছেলেদের ৩০০০ মিটার স্টেপলচেজে চ্যাম্পিয়ন সৌফিয়ানে

সোনার পদক ধরে রাখলেন মরক্কোর সৌফিয়ানে এল বাক্কালি। ৮ মিনিট ৬.০৫ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

রুপা যুক্তরাষ্ট্রের কেনেথ রুকসের। ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার আব্রাহাম কিবিওত।

সোনা জয়ের পর সৌফিয়ানের উদ্‌যাপন
ওয়ার্ল্ড অ্যাথলেটিকস এক্স হ্যান্ডল
২০: ৪৬ , আগস্ট ০৭

ভারোত্তোলন: মেয়েদের ৪৯ কেজিতে সোনা চীনের

টোকিও অলিম্পিকে জেতা সোনার পদক ধরে রাখলেন চীনের হউ ঝিহুয়ি। ক্লিন অ্যান্ড জার্কে নতুন অলিম্পিক রেকর্ডও এখন তাঁর। মোট ২০৬ কেজি তুলেছেন হউ।

মাত্র ১ কেজি কম তুলে রুপা রোমানিয়ার মিহাইয়েলা ক্যাম্বেইয়ের। ব্রোঞ্জ জিতেছেন থাইল্যান্ডের সুরোদচনা খাম্বাউ।

প্যারিস অলিম্পিকে চীনের ভারোত্তোলন দলের এটি দ্বিতীয় সোনার পদক।

২০: ৫১ , আগস্ট ০৭

রেসলিং: মেয়েদের ৫০ কেজিতে সোনা যুক্তরাষ্ট্রের

মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের সারা হিলদেব্রান্ড। ফাইনালে কিউবার ইউসনেলিস গুজমানকে (রুপাজয়ী) ৩-০ পয়েন্টে হারিয়েছেন সারা। ব্রোঞ্জ জিতেছেন জাপানের সুসাকি ইউয়ি।

২০: ৫৯ , আগস্ট ০৭

তায়কোয়ােন্দো: ২০ বছর বয়সে অলিম্পিক চ্যাম্পিয়ন!

১৮ বছর বয়সে হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। ২০ বছর বয়সে অলিম্পিক চ্যাম্পিয়ন!

দক্ষিণ কোরিয়ার পার্ক তায়েজুন ছেলেদের ৫৮ কেজি ফাইনালে আজারবাইজানের ঘাসিম মাগোমেদভের বিপক্ষে প্রথম রাউন্ডে ৯-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে তায়েজুন ১৩-১ ব্যবধানে এগিয়ে থাকাকালীন মাগোমেদভ (রুপাজয়ী) ম্যাচ থেকে সরে দাঁড়ান।

ব্রোঞ্জ ফ্রান্সের সাইরিয়ান র‌্যাভেত ও তিউনিসিয়ার মোহামেদ খালিল জেনদৌবি

২১: ৩৩ , আগস্ট ০৭

বক্সিং: ছেলেদের ৬৩.৫ কেজিতে চ্যাম্পিয়ন কিউবা

ফ্রান্সের সোফিয়ানে ওঁমিয়াকে হারিয়ে সোনা জিতেছেন কিউবার এরিসলান্দি আলভারেজ। প্যারিস অলিম্পিকে বক্সিংয়ে এটি প্রথম সোনা কিউবার।

রুপা জিতেছেন ওঁমিয়া। ব্রোঞ্জ যৌথভাবে কানাডার ওয়াইট স্যানফোর্ড ও জর্জিয়ার লাশা গুরুলের।

সোনা জিতেছেন আলভারেজ (ডানে)
রয়টার্স
২১: ৪৫ , আগস্ট ০৭

বক্সিং: ছেলেদের ৮০ কেজিতে সোনা ইউক্রেনের

প্যারিস অলিম্পিকে তৃতীয় সোনা ইউক্রেনের।

কাজাখস্তানের নুরবেক ওরালবেকে ৩-২ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন ইউক্রেনের ওলেক্সান্দার খিজনিয়াক।

রুপা জিতেছেন নুরবেক। ব্রোঞ্জ ডমিনিকান প্রজাতন্ত্রের ক্রিস্টয়িান হাভিয়ের পিনালেস ও কিউবার আরদেন লোপেজ কারদেনার।

২২: ৩৯ , আগস্ট ০৭

যুক্তরাষ্ট্র ও চীন: ২টি সোনার পদকের ব্যবধান

১২তম দিনের লড়াই শেষে সোনা জয় এবং মোট পদক জয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ২৭টি সোনা জিতেছে তাঁরা। মোট পদকসংখ্যা ৯৪।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫টি সোনা জিতেছে চীন। মোট পদক জয়েও চীন দ্বিতীয় (৬৫)।

শুধু যুক্তরাষ্ট্র ও চীনই এখন পর্যন্ত ন্যূনতম ২৫টি করে সোনার পদক জিততে পেরেছে। ১৮ সোনার পদক জিতে এই তালিকায় তৃতীয় অস্ট্রেলিয়া।

১১: ১৫ , আগস্ট ০৮

ম্যারাথন (মেয়ে) সুইমিং: সোনা জিতে শ্যারন যেখানে প্রথম

সিন নদীতে মেয়েদের ম্যারাথন সাঁতার জিততে নেদারল্যান্ডসের শ্যারন ফন রুভেনডাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। প্রথম অ্যাথলেট হিসেবে ম্যারাথন সাঁতারে দুটি সোনা জিতলেন শ্যারন। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে জিতেছিলেন সোনা।

রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন। ব্রোঞ্জ ইতালির গিনেয়েভ্রা তাদুয়েচ্চির।

সোনার পদক গলায় শ্যারন
এএফপি
১১: ২০ , আগস্ট ০৮

সেইলিং: মিশ্র ডিঙ্গিতে সোনা অস্ট্রিয়ার

প্যারিস অলিম্পিকে এটি নতুন ইভেন্ট।

নতুন এই ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রিয়ার লারা ভাদলাউ ও লুকাস মায়েহের। রুপা জাপানের ওকাদা কেইজু ও ইয়োশিকো মিয়োর। ব্রোঞ্জ জিতেছেন সুইডেনের অ্যান্টন ডালবার্গ ও লাভশিয়া কার্লসন।

১১: ২২ , আগস্ট ০৮

সেইলিং: মিশ্র মাল্টিহালে সোনা ইতালির

ইতালির রুগেরো তিতা ও কাতেরিনা বান্টি এই ইভেন্টে এখন ব্যাক টু ব্যাক অলিম্পিক চ্যাম্পিয়ন!

রুপা জিতেছেন আর্জেন্টিনার মাতেও মাদালানি ও ইউজেনিয়া বস্কো। ব্রোঞ্জ মিকাহ উইলকিনসন ও এরিকা ডসনের।

১২: ১৮ , আগস্ট ০৮

স্পোর্ট ক্লাইম্বিং: ছেলেদের স্পিডে সোনা ইন্দোনেশিয়ার

২০২৩ ওভারওল বিশ্বকাপ স্পিডে চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার ভেদ্রিক লিওনার্দো এখন অলিম্পিক চ্যাম্পিয়ন!

রুপা জিতেছেন চীনের উ পেং। ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের স্যাম ওয়াটসনের।

সোনাজয়ী ভেদ্রিক লিওনার্দো
এএফপি
১২: ৩৩ , আগস্ট ০৮

ক্যানো স্প্রিন্ট: ৫০০ মিটার ডাবলে সোনা চীনের

ছেলেদের ৫০০ মিটার ক্যানো ডাবলে সোনা জিতেছেন চীনের জি বোয়েন ও লিউ হাউ। ১ মিনিট ৩৯.৪৮ সেকেন্ড সময় নিয়েছেন তাঁরা।

তাঁদের চেয়ে প্রায় ২ সেকেন্ডে পিছিয়ে থেকে রুপা জিতেছেন ইতালির গ্যাব্রিয়েল কাসাদেই এবং কার্লো তাচ্চিনি। ব্রোঞ্জ স্পেনের হুয়ান আন্তনি মোরেনো এবং ডিয়েগো ডমিনগুয়েজের।

১২: ৪২ , আগস্ট ০৮

ক্যানো স্প্রিন্ট: মেয়েদের ৫০০ মিটারে সোনা নিউজিল্যান্ডের

মেয়েদের কায়ায় ফোর ৫০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। এবার তাঁরা অলিম্পিক চ্যাম্পিয়নও! এই দলের হয়ে প্যারিসে সোনা জিতে নিজের অলিম্পিক ক্যারিয়ারে সপ্তম পদক জিতলেন লিসা ক্যারিংটন। নিউজিল্যান্ডের ইতিহাসে এখন ক্যারিংটনই সবচেয়ে সফল অলিম্পিয়ান।

রুপা জিতেছে জার্মানি এবং ব্রোঞ্জ জিতেছে হাঙ্গেরি।

ক্যানো স্প্রিন্টে সোনা জিতেছে নিউজিল্যান্ডের মেয়েরা
এএফপি
১২: ৪৫ , আগস্ট ০৮

ক্যানো স্প্রিন্ট: ছেলেদের ৫০০ মিটারে সোনা জার্মানির

ডিফেন্ডিং অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নরাই প্যারিসে শেষ হাসি হাসল। জার্মানি! ছেলেদের ৫০০ মিটার কায়াক ফোরে সোনা জিতেছে জার্মানি।

রুপা অস্ট্রেলিয়ার। ব্রোঞ্জ স্পেনের।

১৪: ২২ , আগস্ট ০৮

হকিতে ব্রােঞ্জ ভারতের

ছেলেদের হকিতে স্পেনকে ২–১ গোলে হারিয়ে ব্রােঞ্জ জিতেছে ভারত। জোড়া গোল করেন ভারতের হারমনপ্রীত সিং। অলিম্পিকের হকি থেকে এ নিয়ে ১৩তম পদক জিতল ভারত।

ব্রোঞ্জ জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্‌যাপন
এএফপি
১৪: ৪৬ , আগস্ট ০৮

ডাইভিং: ৩ মিটার স্প্রিংবোর্ডে সোনা চীনের

ডাইভিংয়ে ছেলেদের ৩ মিটার স্প্রিংবোর্ডে সোনা জিতেছেন চীনের জাই সিয়ি। টোকিও অলিম্পিকে জেতা সোনা ধরে রাখলেন তিনি।

রুপা জিতেছেন চীনের ওয়াং জংআইয়ুন। ব্রোঞ্জ মেক্সিকোর ওসমার ওলভেরা ইবারার।

জাই সিয়ির ডাইভের একটি মুহূর্ত
এএফপি
১৫: ৫০ , আগস্ট ০৮

সেইলিংয়ে গ্রেট ব্রিটেনের সোনা

নারীদের সেইলিংয়ের কাইট ইভেন্টে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের এলেনোর অলড্রিজ। ফাইনালে দ্বিতীয় রেসে জিতে সোনা নিশ্চিত করেছেন তিনি। ফ্রান্সের লরিয়ান নোলোট পেয়েছেন রুপা, নেদারল্যান্ডসের অ্যানেলোউস লামার্টসের কাছে গেছে ব্রোঞ্জ। প্যারিসে গ্রেট ব্রিটেনের এটি ১৩তম সোনা, পদক তালিকায় যা ফ্রান্সের সঙ্গে যৌথভাবে চতুর্থ।

কাইট সেইলিংয়ে সোনা জিতেছেন এলেনোর অলড্রিজ
এএফপি
সোনা জয়ের পর অলড্রিজ
এএফপি
১৮: ৪৬ , আগস্ট ০৮

পারলেন না লাইলস, প্রথম আফ্রিকান হিসেব ২০০ মিটারের সোনা জিতলেন তেবেগো

পুুরুষ ২০০ মিটারের সোনা জিতেছেন বোতসোয়ানার লেতসিলে তেবেগো (বাঁয়ে), লাইলস হয়েছেন তৃতীয়
রয়টার্স

১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলে জিতে উসাইন বোল্টের কীর্তি ছুঁতে চেয়েছিলেন নোয়াহ লাইলস। মার্কিন স্প্রিন্টারের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না প্যারিসে। আজ ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে ব্যর্থ হয়েছেন বিশ্ব অ্যাথলেটিকসের নতুন তারকা। বিশ্ব চ্যাম্পিয়ন লাইলস হয়েছেন তৃতীয়। সোনা জিতেছেন বোতসোয়ানার লেতসিলে তেবেগো। আফ্রিকান রেকর্ড ১৯.৪৬ সেকেন্ড সময় নিয়েছেন তেবেগো। রুপাজয়ী যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক সময় নিয়েছেন ১৯.৬২ সেকেন্ড। লাইলসের সময় লেগেছে ১৯.৭০ সেকেন্ড।

১৯: ২৮ , আগস্ট ০৮

করোনা পজিটিভ হয়েও দৌড়েছেন লাইলস

২০০ মিটার দৌড় শেষে নোয়াহ লাইলস
এএফপি

২০০ মিটার স্প্রিন্ট শেষ হওয়ার পরপরই ট্র্যাকে শুয়ে পড়েছিলেন নোয়াহ লাইলস। পরে উঠে বসে কিছুক্ষণ উবু হয়ে থাকেন। ছুটে আসেন ডাক্তাররা। একটু পরে হুইল চেয়ারে করে বের করে নেওয়া হয় মাঠ থেকে। সোনা জিততে নেমে ব্রোঞ্জ জেতা মার্কিন তারকার কী হলো, তিনি কি চোটে পড়েছেন এমন প্রশ্নও উঠল। পরে জানা যায় করোনা পজিটিভ হয়েও ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে অংশ নিয়েছেন লাইলস। যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ফেডারেশন পরে নিশ্চিত করে এই খবর।

১৯: ৪১ , আগস্ট ০৮

বিশ্ব রেকর্ড গড়ে মেয়েদের ৪০০ মিটার হার্ডলস জিতলেন সিডনি ম্যাকলাফলিন–লেভরোন

৪০০ মিটার হার্ডলসে নিজের বিশ্ব রেকর্ড ভেঙেছেন সিডনি ম্যাকলাফলিন–লোভরেন
রয়টার্স

টোকিওতে গড়েছিলেন অলিম্পিক রেকর্ড, গত জুনে বিশ্ব রেকর্ড—মেয়েদের ৪০০ মিটার স্প্রিন্টে তাই ফেবারিট ছিলেন সিডনি ম্যাকলাফলিন–লেভরোনই। প্যারিসে আরেকবার বিশ্ব রেকর্ড গড়েই সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট। ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়েছেন ম্যাকলাফলিন–লেভরোন। ৩০ জুনে আগের রেকর্ডটি গড়েছিলেন ৫০.৬৫ সেকেন্ড। রুপা জিতেছেন আরেক মার্কিন অ্যাথলেট অ্যানা ককরেল (৫১.৮৭), ব্রোঞ্জ নেদারল্যান্ডসের ফেমকে বোলের (৫২.১৫)।

১৯: ৫১ , আগস্ট ০৮

জ্যাভেলিন থ্রোর সোনা জিতে ইতিহাস পাকিস্তানের আরশাদ নাদিমের

জ্যাভেলিন থ্রোতে সোনা জিতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম
রয়টার্স

পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন আরশাদ নাদিম। টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরাকে পেছেন ফেলে জ্যাভেলিন থ্রোর সোনা জিতলেন আরশাদ। ৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন আরশাদ, ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের (৯০.৫৭ মিটার) রেকর্ড। চোপরা ছুঁড়েছেন ৮৯.৪৫ মিটার। ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮৮.৫৪)।

টোকিওতে পঞ্চম হওয়া নাদিম ২০২২ সালে কমনওয়েলথ গেমসে জেতেন সোনা। সেই ইভেন্টে ছিলেন না চোপরা। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোপরার পেছনে থেকে রুপা জেতা নাদিম এবার হয়ে গেলেন অলিম্পিক চ্যাম্পিয়নই।

২০: ০৯ , আগস্ট ০৮

অ্যাথলেটিকসে ৫ সোনার ৩টিই যুক্তরাষ্ট্রে

বৃহস্পতিবার অ্যাথলেটিকসে ছিল পাঁচটি সোনার পদকের ইভেন্ট। পুরুষ জ্যাভেলিন থ্রো ও ২০০ মিটার স্প্রিন্ট ছাড়া অন্য তিন ইভেন্টের সোনাই জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। মেয়েদের লং জাম্পে ৭.১০ মিটার লাফিয়ে সোনা জিতেছেন দেশটির টারা ডেভিড–উডহল। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন সিডনি ম্যাকলাফলিন–লোভরেন। ছেলেদের ১১০ মিটার হার্ডলসের সোনা জিতেছেন গ্রান্ট হলোওয়ে (১২.৯৯ সেকেন্ড)। ২০০ মিটার স্প্রিন্টের সোনা জিতেছেন বোতসোয়ানার লেতসিলে তেবেগো ও জ্যাভেলিন থ্রোতে পাকিস্তানের আরশাদ নাদিম।

২০: ১৬ , আগস্ট ০৮

ছেলেদের হকিতে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

পুরুষ হকির ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে ৩–১ গোলে হারিয়ে সোনা জিতেছে নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র ছিল ম্যাচটি। ছেলেদের হকিতে ডাচদের এটি তৃতীয় সোনা। এর আগে ১৯৯৬ ও ২০০০ সালে টানা দুবার সোনা জিতেছিল নেদারল্যান্ডস।

২০: ২৮ , আগস্ট ০৮

তায়েকোয়ান্দার সোনা দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানের

মেয়েদের ৫৭ কেজির ফাইনালে ইরানের নাহিদ কিয়ানিচান্দেহকে হারিয়ে হারিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইয়ুজিন কিম (ডানে)
রয়টার্স

তায়েকোয়ান্দোতে আজ ছিল দুটি সোনার পদকের লড়াই। মেয়েদের ৫৭ কেজির ফাইনালে ইরানের নাহিদ কিয়ানিচান্দেহকে হারিয়ে হারিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইয়ুজিন কিম। ছেলেদের ৬৮ কেজিতে জর্ডানের জাঈদ করিমকে হারিয়ে সোনা জিতেছেন উজবেকিস্তানের উলুগবেক রশিতভ।  

২০: ৪৮ , আগস্ট ০৮

টানা ১৩৪ ম্যাচে অপরাজিত জাপানের নারী কুস্তিগীর ফুজিনামি

জাপানের নারী কুস্তিগীর ফুজিনামি
রয়টার্স

বয়স মাত্র ২০। কিন্তু এরইমধ্যে মেয়েদের কুস্তির ইতিহাসে অন্যতম সেরাদের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন জাপানের আকারি ফুজিনামি। টানা ১৩০ ম্যাচ জিতে প্যারিসে যাওয়া ফুজিনামি প্যারিসে মেয়েদের ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগে টানা চার ম্যাচে জয় পেয়ে জিতে নিয়েছেন সোনা। আজ ফাইনালে ইকুয়েডরের লুনিয়া ইয়ামিলেথ ইয়েপেজ গুজমানকে ১০–০ পয়েন্টে হারিয়ে প্রথম অলিম্পিক পতক জিতলেন ফুজিনামি।

দিনের কুস্তির অন্য দুই সোনার লড়াইয়ে জিতেছেন ইরানের সাইয়িদ ইসমাইলি লেইভেসি (পুরুষ গ্রেকো–রোমান ৬৭ কেজি) ও বুলগেরিয়ার সেমেন সের্গেভিচ নোভিকভ (পুরুষ গ্রেকো–রোমান ৮৭ কেজি)।

২১: ২৭ , আগস্ট ০৮

বক্সিংয়ের সোনা উজবেকিস্তান ও  চীনের

উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভ
রয়টার্স

ছেলেদের ফ্লাইওয়েট (৫১ কেজি) বিভাগে সোনা জিতেছেন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভ। আজ ফাইনালে ফ্রান্সের বিলাল বেননামাকে ৫–০ পয়েন্টে  হারিয়েছেন এই উজবেক বক্সার। দিনের শেষ সোনার ইভেন্ট মেয়েদের ৫৪ কেজিতে তুরস্কের হাতিসে আকবাসকে ৫–০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন চীনের ইউয়ান চ্যাং।  

০৯: ৩৫ , আগস্ট ০৯

ম্যারাথন সুইমিংয়ে হাঙ্গেরির সোনা

টোকিওতে রুপা পেয়েছিলেন। প্যারিসে সোনা জিতলেন হাঙ্গেরির ক্রিস্তফ রাসফস্কি। পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৬.৬ কিলোমিটার সীমারেখায় এগিয়ে গিয়েছিলেন, আর ফিরে তাকাননি। রাসফস্কির স্বদেশী ডেভিড বেতলেহেমও ছিলেন পোডিয়ামে, তিনি পেয়েছেন ব্রোঞ্জ। প্যারিসে এবারই প্রথম কোনো ব্যক্তিগত ইভেন্টে একই দেশের দুজন পদক পেলেন। জার্মানির অলিভার ক্লেমেট পেয়েছেন রুপা।

সোনাও হাঙ্গেরির, ব্রোঞ্জও
এএফপি
১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ের বিজয়ীরা
এএফপি
১২: ৪৮ , আগস্ট ০৯

স্পোর্টস ক্লাইম্বিংয়ে সোনা জিতলেন ব্রিটেনের রবার্টস

বাবার বানানো সখের বাগানের দেয়ালে চড়ে চড়ে স্পোর্টস ক্লাইম্বিং রপ্ত করেছেন টবি রবার্টস। ১৯ বছর বয়সী সেই ছেলেটাই গড়লেন ইতিহাস। গ্রেট ব্রিটেনের প্রথম ক্লাইম্বার হিসেবে স্পোর্টস ক্লাইম্বিংয়ে সোনার পদক জিতলেন রবার্টস। ছেলেদের বোল্ডার অ্যান্ড লিড ইভেন্টে আজ সর্বোচ্চ ১৫৫.২ পয়েন্ট তুলেছেন তিনি। গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক মিলিয়ে এ নিয়ে ৪৪টি ভিন্ন খেলায় পদক জিতল গ্রেট ব্রিটেন। সাফল্যের শিখরে উঠতে আজ ভাগ্যকেও পাশে পেয়েছেন রবার্টস। এই ইভেন্টে ফেবারিট ভাবা হচ্ছিল সোরাতো আনতারুকে। জাপানের এই ক্লাইম্বার একসময় এগিয়েও ছিলেন। কিন্তু ১৫ মিটার উচ্চতার দেয়ালে ওঠার সময় আনতারুর পা পিছলে যায়। এই সুযোগে রবার্টস তাঁকে পেছনে ফেলেন। আনতারু শেষ পর্যন্ত ১৪৫.৪ পয়েন্ট তুলে রুপা জিতেছেন। ব্রোঞ্জ গেছে অস্ট্রিয়ার ঘরে। দেশটির ক্লাইম্বার ইয়াকব শুবার্ট ১৩৯.৬ পয়েন্ট তুলে তৃতীয় হয়েছেন।

গ্রেট ব্রিটেনের প্রথম ক্লাইম্বার হিসেবে স্পোর্টস ক্লাইম্বিংয়ে সোনা জিতেছেন টবি রবার্টস
এএফপি
১৩: ১২ , আগস্ট ০৯

ক্যানো স্প্রিন্টের ৪ ইভেন্টে সেরা ৪ দেশ

ক্যানো স্প্রিন্টের ৪টি ইভেন্টে সোনা জিতল আলাদা ৪ দেশ। মেয়েদের ক্যানো ডাবল ৫০০ মিটারে চীনকে সোনা এনে দিয়েছেন জু শিজিয়াও ও সান মেঙ্গিয়া। এই জুটি ১ মিনিট ৫২.৮১ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করে অলিম্পিক রেকর্ডও গড়েছেন। মেয়েদের কায়াক ডাবল ৫০০ মিটারে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের লিসা ক্যারিংটন ও অ্যালিসিয়া হসকিন। ছেলেদের কায়াক ডাবল ৫০০ মিটারে জার্মানির হয়ে সোনা জিতেছেন ম্যাক্স লেমকে ও ইয়াকব শোফ। আর ছেলেদের ক্যানো সিঙ্গেল ১০০০ মিটারে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের মার্টিন ফুকসা।

চীনের জু শিজিয়াও–সান মেঙ্গিয়া জুটি অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন
এএফপি
১৪: ২০ , আগস্ট ০৯

স্প্রিংবোর্ড সোনা জিতে সবার ওপরে চীন

মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ফাইনালের সোনার জিতেছে চীনের চেন ইয়েওয়েন। সোনা জয়ের পথে তাঁর পয়েন্ট ৩৭৬। এই বিভাগে ৩৪৩.১০ পয়েন্ট নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়ার কেনি মেডিসন।

আর একই বিভাগে ব্রোঞ্জও গেছে চীনের দখলে। এটি জিতেছেন চেং ইয়ানি। এর ফলে সোনা জয়ে এককভাবে শীর্ষে উঠল চীন। তাদের সোনা এখন ৩১টি। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩০টি।

১৫: ৩৫ , আগস্ট ০৯

ভারোত্তোলনে সোনা জিতল বুলগেরিয়া

পুরুষদের ৮৯ কেজি ভারোত্তোলনে সোনা জিতেছেন বুলগেরিয়ার কার্লোস মে নাসার। এই বিভাগে রুপা জিতেছেন কলম্বিয়ার ইয়েইসেন লোপেস এবং ব্রোজ জিতেছেন অ্যান্তোনিও পিজোলাতো। এটি এবারের অলিম্পিকে বুলগেরিয়ার দ্বিতীয় সোনা।

১৬: ১৫ , আগস্ট ০৯

টেবিলে টেনিসে সোনা জিতল চীন

টেবিল টেনিসের পুরুষ দলীয় ফাইনালে সোনা জিতেছে চীন। সুইডেনের বিপক্ষে চীনের জয় ৩–০ সেটে। ফাইনালে রুপা জেতা সুইডিশরা দাঁড়াতেই পারেনি চীনের বিপক্ষে। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছে ফ্রান্স।

পদকের লড়াইয়ে জাপানের বিপক্ষে স্বাগতিক ফরাসিদের জয় ৩–২ সেটে। এই সোনা জিতে যুক্তরাষ্ট্রকে আরও ছাড়িয়ে চীন। এখন সব মিলিয়ে চীনের সোনা ৩২টি। যুক্তরাষ্ট্রের সোনা ৩০টি।

সোনা জয়ের পর চীনের টেবিল টেনিস তারকা মা লংয়ের
এএফপি
১৬: ৪৯ , আগস্ট ০৯

রিদমিক জিমন্যাস্টিকসে জার্মানির বাজিমাত

রিদমিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল–অ্যারাউন্ড ফাইনালে সোনা জিতেছেন জার্মানির দারিয়া ভারফোলোমেভ। তাঁর পয়েন্ট ১৪০.৮৫০। একই বিভাগে রুপা গেছে বুলগেরিয়ার বোরইয়ানা কালেইনের কাছে। আর ব্রোঞ্জ জিতেছেন ইতালির সোফিয়া রাফায়েলি। তাঁর পয়েন্ট ১৩৬.৩০০। এটি জার্মানির ১১তম সোনা এবং সব মিলিয়ে ২৭তম পদক।

সোনা জয়ের পর জার্মানির দারিয়া ভারফোলোমেভ
এএফপি
১৯: ২১ , আগস্ট ০৯

৩২ বছর পর ছেলেদের ফুটবলে সোনা জয় স্পেনের

১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে পেপ গার্দিওলা–লুইস এনরিকের স্পেন যখন সোনা জেতে, এবারের দলটার কারও তখন জন্মই হয়নি! অবশেষে ৩২ বছরের সোনার হাহাকার ঘুচল স্প্যানিশদের। স্বাগতিক ফ্রান্সকে ৫–৩ গোলে হারিয়ে ছেলেদের ফুটবলে সোনা জিতল স্পেন।

পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ফাইনাল নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩–৩ সমতায় ছিল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জোড়া গোল করে ফরাসিদের হতাশায় ডোবান সের্হিও কামেও।

ছেলেদের অলিম্পিক ফুটবল ইতিহাসে এখন এটাই সবচেয়ে বেশি গোলের (৮) ফাইনাল। এত দিন সর্বোচ্চ গোলের ফাইনাল ছিল ৬ গোলের। সেই ১৯১২ স্টকহোম অলিম্পিকের সোনার পদক নির্ধারণী ম্যাচে ডেনমার্ককে ৪–২ গোলে হারিয়েছিল গ্রেট ব্রিটেন।

৫ গোল করে স্পেনও অনন্য কীর্তি গড়েছে। অলিম্পিক ফুটবলে ছেলেদের ফাইনালে এর আগে কোনো দল এত গোল করতে পারেনি।

স্প্যানিশ ফুটবলারদের সোনার হাসি
এএফপি
২০: ৪৭ , আগস্ট ০৯

অলিভিয়া রিভেসের সৌজন্যে ফুরোল দুই যুগের অপেক্ষা

প্রতিযোগিতা শেষ হতেই দুই হাত মেলে যেন উড়তে চাইলেন অলিভিয়া রিভেস। তাঁর এই উদ্‌যাপনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘ এক অপেক্ষার অবসান হলো। রিভেসের হাত ধরেই যে ভারোত্তলনে দুই যুগ পর সোনার পদক জিতল দেশটি। ২১ বছর বয়সী রিভেস এখনো কলেজের গণ্ডি পেরোননি। পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাট্টানুগার একটি কলেজে। সেই তিনিই আজ মেয়েদের ৭১ কেজি ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিলেন। প্রতিযোগিতার স্নাচে রিভেস তোলেন ১১৭ কেজি। অলিম্পিকের এই ইভেন্টে এত আগে এত ওজন তুলতে পারেননি কোনো নারী ভারোত্তলক। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৪৫ কেজি। সব মিলিয়ে তোলেন ২৬২ কেজি। ভারোত্তলনে দেশটির হয়ে রিভেসের আগে সর্বশেষ সোনা জিতেছিলেন টারা কানিংহাম। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ৪৮ কেজি ইভেন্টে সোনা জেতেন তিনি।

পোডিয়ামের চূড়ায় অলিভিয়া রিভেস। গলায় সোনার পদক ওঠার আগে আবেগ ধরে রাখতে পারেননি তিনি
এএফপি
২১: ২৬ , আগস্ট ০৯

ট্র্যাকিং সাইক্লিংয়ের ২ ইভেন্টের সোনা ইতালি আর নেদারল্যান্ডসের

ট্র্যাকিং সাইক্লিংয়ে মেয়েদের ম্যাডিসন ইভেন্টে সোনা জিতেছে ইতালির ভিত্তোরিয়া গুয়াৎসিনি ও চিয়ারা কোনসিন্নি জুটি। স্প্রিন্টে গুয়াৎসিনি ও কোনসিন্নি তুলেছেন ১৭ পয়েন্ট আর ল্যাপে ২০ পয়েন্ট। ১২০ ল্যাপের রেসে মোট ৩৭ পয়েন্ট তুলে সোনা জিতেছেন তাঁরা। এদিকে ট্র্যাকিং সাইক্লিংয়ে ছেলেদের স্প্রিন্ট ফাইনাল জিতে নেদারল্যান্ডসকে সোনার পদক এনে দিয়েছেন হ্যারি লাভরেইসেন। টান টান উত্তেজনার এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার ম্যাথু রিচার্ডসনকে হারিয়েছেন লাভরেইসেন। ২৭ বছর বয়সী এই ডাচ সাইক্লিস্ট ২০২০ টোকিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন।

সোনা জয়ের পর ইতালির দুই নারী সাইক্লিস্ট ভিত্তোরিয়া গুয়াৎসিনি ও চিয়ারা কোনসিন্নির উচ্ছ্বাস
ইনস্টাগ্রাম
২২: ১০ , আগস্ট ০৯

হকিতে প্রেমিকের পর প্রেমিকারও সোনা জয়

মেয়েদের হকিতে টানা দুইবারের চ্যাম্পিয়ন তারা। এবার অলিম্পিকেও টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতল নেদারল্যান্ডস নারী দল। ফাইনালে পিছিয়ে পড়েও চীনকে পেনাল্টি শুটআউটে ৩–১ ব্যবধানে হারিয়েছে ডাচ মেয়েরা। নির্ধারিত সময়ে ম্যাচ ১–১ সমতায় ছিল।

এর আগে গতকাল ছেলেদের ফাইনালেও জার্মানিকে পেনাল্টি শুটআউটে একই ব্যবধানে হারিয়েছে সোনা জিতেছে নেদারল্যান্ডস পুরুষ দল। অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস।

মজার ব্যাপার হলো, দল দুটির হয়ে সোনা জিতেছেন প্রেমিক–প্রেমিকা। কাল পুরুষ দলের হয়ে সোনা জেতেন থিস ফন ডাম। ২৪ ঘণ্টার পরেই সোনা জিতলেন ফন ডামের প্রেমিকা নারী দলের সদস্য পিয়েন স্যান্ডার্স। তাঁরা দুজন পেনাল্টি শুটআউটে গোলও পেয়েছেন।

নেদারল্যান্ডস পুরুষ ও নারী হকি দলের খেলোয়াড় থিস ফন ডাম ও পিয়েন স্যান্ডার্স। সম্পর্কে তাঁরা প্রেমিক–প্রেমিকা
ইনস্টাগ্রাম
০৮: ৩৯ , আগস্ট ১০

ছেলেদের ম্যারাথনে তামিরাতের সোনা জয়

সতীর্থ সিসে লেমা চোটে পড়ায় মাত্র দুই সপ্তাহ আগে ম্যারাথনে অংশ নেওয়া নিশ্চিত হয় ইথিওপিয়ার তামিরাত তোলার। অবিশ্বাস্য ব্যাপার হলো, এই তামিরাতই ছেলেদের ম্যারাথনে অলিম্পিক রেকর্ড গড়ে জিতলেন সোনা! ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় নেন তিনি।

রুপা জিতেছেন সোমালি বংশোদ্ভুত বেলজিয়ামের দৌড়বিদ বশির আবদি। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড। কেনিয়ার বেনসন কিপরুতো জিতেছেন ব্রোঞ্জ। ২ ঘণ্টা ৭ মিনিট সময় নেন তিনি।

অলিম্পিক ম্যারাথনে দুবারের চ্যাম্পিয়ন ইলিউড কিপচোগে ম্যারাথনের ট্র্যাকে নামলেও পরে দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন।

সোনা জয়ের তামিরাতের উদ্‌যাপন
এএফপি
১২: ৪০ , আগস্ট ১০

ভারোত্তোলনে চীনকে চতুর্থ সোনা এনে দিলেন হুয়ানহুয়া

চীনের ভারোত্তোলক লিউ হুয়ানহুয়া
এএফপি

ছেলেদের ১০২ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন লিউ হুয়ানহুয়া। দুই বিভাগ মিলিয়ে মোট ৪০৬ কেজি ওজন তুলেছেন এই ইভেন্টের বিশ্ব রেকর্ডের মালিক। বিশ্ব রেকর্ড গড়ার সময় ৪১৩ কেজি উঠিয়েছিলেন হুয়ানহুয়া। উজবেকিস্তানের আকবর জুরায়েভ রুপা (৪০৪ কেজি) ও বেলারুশের ইয়াওহেনি সিখানৎসু (৪০২ কেজি) জিতেছেন ব্রোঞ্জ। প্যারিসে এ পর্যন্ত ভারোত্তোলনের ৭টি ইভেন্টের ৪টিতেই সোনা জিতল চীন।

১৩: ০০ , আগস্ট ১০

টোকিওর পর প্যারিসেও সোনা জিতলেন গার্নব্রেত

স্লোভেনিয়ার ইয়ানিয়া গার্নব্রেত
রয়টার্স

স্পোর্ট ক্লাইম্বিংয়ে মেয়েদের বোল্ড অ্যান্ড লিডে সোনা জিতেছেন স্লোভেনিয়ার ইয়ানিয়া গার্নব্রেত। তিন বছর আগে টোকিওতেও সোনা জিতেছিলেন তিনি। সব মিলিয়ে ১৬৮.৫ পয়েন্ট নিয়ে সোনা জিতরেন গার্নব্রেত। ১৫৬.০ পয়েন্ট নিয়ে রুপা জিতছেন যুক্তরাষ৶টের ব্রুক রাবুতু, ব্রোঞ্জ অস্ট্রিয়ার জেসিকা পিলৎসরে (১৪৭.৪)।

১৩: ১৪ , আগস্ট ১০

অবশেষে সোনা জিতলেন দোস্তাল

চেক প্রজাতন্ত্রের ক্যানোয়ার ইয়োসেফ দোস্তাল অলিম্পিকে পঞ্চম পদক জিতেছেন
রয়টার্স

২০১২ সালে লন্ডনে ১টি ব্রোঞ্জ, ২০১৬ সালে রিওয়ে ১টি সোনা ও ১ রুপা, ২০২১ সালে টোকিওতে ক্যানোতে ১টি ব্রোঞ্জ জিতেছিলেন ইয়োসেফ দোসতাল। চেক প্রজাতন্ত্রের ক্যানোয়ার অবশেষে সোনার দেখা পেলেন প্যারিসে। আজ ছেলেদের কায়াকের একক ১০০০ মিটারে সোনা জিতেছেন দোসতাল। ৩ মিনিট ২৪.০৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। রুপাজয়ী হাঙ্গেরির আদাম ভারগার লেগেছে ৩ মিনিট ২৪.৭৬ সেকেন্ড। ব্রোঞ্জও জিতেছেন এক হাঙ্গেরিয়ান, বালিন্ত কোপাস।

প্যারিসে ক্যানোয়িংয়ের শেষ ইভেন্ট মেয়েদের ২০০ মিটার এককে সোনা জিতেছেন কানাডার কেটি ভিনসেন্ট। ৪৪.১২ সেকেন্ড সময় লেগেছে তাঁর। যুক্তরাষ্ট্রের নেভিন হ্যারিসন জিতেছেন রুপা (৪৪.১৩), ব্রোঞ্জ জিতেছেন কিউবার ইয়ারিস্লেইদিস চিরিলো দুবোইস (৪৪.৩৬)।

১৩: ২১ , আগস্ট ১০

পুরুষ ভলিবলে আবারও চ্যাম্পিয়ন ফ্রান্স

ছেলেদের ভলিবলে সোনা জিতেছে ফ্রান্স
রয়টার্স

টোকিওর পর প্যারিসেও পুরুষ ভলিবলে সোনা জিতল ফ্রান্স। আজ ফাইনালে র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল পোল্যান্ডকে সরাসরি ৩–০ সেটে হারিয়ে সোনা জিতেছে স্বাগতিকেরা। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে অলিম্পিকে টানা দুবার সোনা জিতল ফরাসিরা। গতকাল ব্রোঞ্জের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

১৪: ৫২ , আগস্ট ১০

ডাইভিংয়ে ইতিহাস গড়ে চীনের আটে আট

চীনের ডাইভার কাও ইউয়ান
রয়টার্স

প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ের শেষ সোনাটিও জিতল চীন। আজ ছেলেদের ১০ মিটার প্লাটফর্মের ফাইনালে চীনকে এবারের অলিম্পিক ডাইভিংয়ে অষ্টম সোনাটি এনে দিয়েছেন ইউয়ান কাও। এবার আট ইভেন্টের আটটিতেই সোনা জিতে ইতিহাস গড়ল চাইনিজরা গতবার টোকিওতে ও ২০১৬ সালে রিওয়ে আট ইভেন্টের মধ্যে সাতটিতে সোনা জিতেছিল চীন।

টোকিওতেও সোনা জেতা কাও আজ পেয়েছেন ৫৪৭.৫০ পয়েন্ট। ৫০৭.৬৫ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন জাপানের রিকুতো তামাই। অলিম্পিক ডাইভিং ইতিহাসে জাপানের এটিই প্রথম পদক। ৪৯৭.৩৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের নোয়াহ উইলিয়ামস।

১৫: ০৪ , আগস্ট ১০

রিদমিক জিমন্যাস্টিকসে প্রথমবার সোনা জিতল চীন

রিদমিক জিমন্যাস্টিকসের দলগত সোনাজয়ী চীন
রয়টার্স

রিদমিক জিমন্যাস্টিকসের গ্রুপ অল–অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছে চীন। অলিম্পিক রিদমিক জিমন্যাস্টিকসে চীনের এটিই প্রথম সোনা। একটা সময় এই খেলায় প্রাধান্য ছিল পূর্ব ইউরোপীয় দেশগুলোর। রাশিয়া সর্বোচ্চ ১০টি সোনা জিতেছে রিদমিক জিমন্যাস্টিকসে। অন্য কোনো দল একটির বেশি সোনা জিততে পারেনি। চীন আজ পেয়েছেন ৬৯.৮০০ পয়েন্ট, রুপাজয়ী ইসরায়েল পেয়েছেন ৬৮.৮৫০ পয়েন্ট। ৬৮.১০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ ইতালির।

১৫: ২০ , আগস্ট ১০

মেয়েদের ওয়াটার পোলোর সোনা স্পেনের, হ্যান্ডবলের সোনা নরওয়ের

মেয়েদের ওয়াটার পোলোতে সোনা জিতেছে স্পেন
রয়টার্স

মেয়েদের ওয়াটার পোলোতে প্রথমবারের মতো সোনা জিতেছে স্পেন। আজ ফাইনালে অস্ট্রেলিয়াকে ১১–৯ গোলে হারিয়েছে দলটি। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট ৫০ সেকেন্ড আগেও স্প্যানিশরা এগিয়ে ছিল ১১–৬ গোলে, শেষ মুহর্তে ৩ গোল করলেও রুপা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ২৯–২১ গোলে হারিয়ে সোনা জিতেছে নরওয়ে।

১৬: ১৭ , আগস্ট ১০

টানা পঞ্চমবার মেয়েদের দলীয় টেবিল টেনিস জিতল চীন

কোচের সঙ্গে চীনের তিন খেলোয়াড়
রয়টার্স

প্যারিসে ছেলেদের পর মেয়েদের দলীয় টেবিল টেনিসও জিতল চীন। চেন মেং, ওয়াং ও সুন ইংশারা ফাইনালে জাপানের বিপক্ষে ৩–০ ব্যবধানে জয় এনে দিয়েছেন চীনকে। এই চাইনিজত্রয়ী টোকিওতেও চীনকে এই ইভেন্টে সোনা জিতিয়েছিলেন। অলিম্পিকে এই নিয়ে মেয়েদের দলীয় টেবিল টেনিসে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো চীন।

১৬: ২৭ , আগস্ট ১০

মেয়েদের গলফের সোনা জিতলেন নিউজিল্যান্ডের লিডিয়া কো

নিউজিল্যান্ডের গলফার লিডিয়া কো
রয়টার্স

শেষ রাউন্ডে তেমন ভালো না করতে পারলেও শেষ পর্যন্ত মেয়েদের গলফের সোনা জিতেছেন নিউজিল্যান্ডে লিডিয়া কো–ই। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে সোনা জিতলেন কো। পারের চেয়ে ৮ শট কম খেলে রুপা জিতেছেন জার্মানির এস্তার হেনসেলিট। ব্রোঞ্জ জিতেছে চীনের জ্যানেট লিন সিয়ু।

১৬: ৪৩ , আগস্ট ১০

৫২ বছর পর ভারোত্তোলনে সোনা জিতল নরওয়ে

নরওয়ের ভারোত্তোলক সোলফ্রিদ কোয়ান্দা
রয়টার্স

মেয়েদের ৮১ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন নরওয়ের সোলফ্রিদ কোয়ান্দা। এর আগে সর্বশেষ ১৯৭২ সালে ভারোত্তোলনে সোনা জিতেছিল নরওয়ে। অলিম্পিকে ভারোত্তোলনে নরওয়ের পদক এই দুটিই। স্ন্যাচে ১২১ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে অলিম্পিক রেকর্ড ১৫৪ কেজি ওজন তুলেছেন কোয়ান্দা। দুই বিভাগ মিলিয়ে ২৭৫ কেজি তুলেও নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন তিনি। রুপা জিতেছেন মিসরের সারা আহমেদ, ব্রোঞ্জ ইকুয়েডরেরর নেইসি দাহোমেস।

১৭: ১২ , আগস্ট ১০

ব্রাজিলকে হারিয়ে মেয়েদের ফুটবলে পঞ্চমবার সোনা জিতল যুক্তরাষ্ট্র

ম্যালরি সোয়ানসনের একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছে যুক্তরাষ্ট্র
রয়টার্স

১২ বছর পর অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। প্যারিসে আজ ফাইনালে ব্রাজিলকে ১–০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তিনবার অলিম্পিকের ফাইনালে উঠে তিনবারই রুপা নিয়ে বাড়ি ফিরতে হলো ব্রাজিলকে। ম্যাচের ৫৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ম্যালরি সোয়ানসন।

১৭: ৩১ , আগস্ট ১০

ইতিহাসের তৃতীয়সেরা সময় নিয়ে ৮০০ মিটারের সোনা ওয়ানিওনিয়ির

৮০০ মিটারের সোনা জিতেছেন কেনিয়ার ইমানুয়েল ওয়ানিওনিয়ি
এএফপি

পুরুষ ৮০০ মিটার দৌড়ের সোনা জিতেছেন কেনিয়ার ইমানুয়েল ওয়ানিওনিয়ি। ইতিহাসের তৃতীয় দ্রুততম সময়ে প্রথম হয়েছেন তিনি, সময় নিয়েছেন ১ মিনিট ৪১.১৯ সেকেন্ড। তাঁর চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড কম সময় নিয়ে রুপা জিতেছেন কানাডার মার্কো আরোপ। ব্রোঞ্জ জিতেঝেন আলজেরিয়ার জামেল সেজাতি (১ মিনিট ৪১.৫০ সেকেন্ড)।

১৭: ৪৪ , আগস্ট ১০

১০০ মিটার হার্ডলসের সোনা মাসাই রাসেলের

মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সোনা জিতলেন যুক্তরাস্ট্রের মাসাই রাসেল। রাসেল সময় নিয়েছেন ১২.৩৩ সেকেন্ড। ১৩.৩৪ সেকেন্ড সময় নিয়েছেন ফ্রান্সের সিরেনা সাম্বা–মায়েলা। ফটো ফিনিশে নির্ধারিত হয়েছে প্রথম দুটি স্থান। ব্রোঞ্জ জিতেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পুয়ের্তোরিকার জাসমিন কামাচো–কুইন।

২০: ০১ , আগস্ট ১০

ট্র্যাক স্লাইকিংয়ে পর্তুগালের প্রথম সোনা

পদক দূরের কথা, ১৫ দেশের লড়াইয়ে কতটা পিছিয়ে থাকবে—ট্র্যাক স্লাইকিংয়ে ছেলেদের ম্যাডিসন ইভেন্টের ফাইনালে পর্তুগালকে নিয়ে এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্যারিস অলিম্পিকে পর্তুগালকে সোনার পদক এনে দিল ইউরি লেইতাও–রুই অলিভেইরা জুটি। অলিম্পিক ট্র্যাক স্লাইকিংয়েও এটা পর্তুগিজদের প্রথম সোনা। লেইতাও ও অলিভেইরা মিলে তুলেছেন সর্বোচ্চ ৫৫ পয়েন্ট। প্রতিযোগিতায় বেশ কয়েকবার দুর্ঘটনার পড়তে নিয়েছিল এই জুটি। তবে ২০০ ল্যাপের এই রেসের শেষ চার স্প্রিন্টে নিজেদের দারুণভাবে সামলে নিয়ে ইতালিয়ান জুটিকে পেছনে ফেলেন তাঁরা। ৪৭ পয়েন্ট তুলে এই ইভেন্টে রুপা জিতেছে ইতালি। ৪১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে ডেনমার্ক।

প্যারিস অলিম্পিকে পর্তুগালকে প্রথম সোনার পদক এনে দেওয়ার পর জাতীয় পতাকা হাতে ইউরি লেইতাও–রুই অলিভেইরার উচ্ছ্বাস
এক্স
২০: ৩৪ , আগস্ট ১০

হাই জাম্পের সোনা নিউজিল্যান্ডের

যুক্তরাষ্ট্রের শেলবি ম্যাকইউয়েন প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত আর পারেননি। তাঁকে ছাপিয়ে হাই জাম্পে নিউজিল্যান্ডকে সোনার পদক এনে দিলেন হ্যামিশ কার। স্তাদ দে ফ্রান্সে ২৭ বছর বয়সী এই অ্যাথলেট সর্বোচ্চ ২.৩৬ মিটার উচ্চতা টপকেছেন। রুপাজয়ী ম্যাকইউয়েনও এই উচ্চতা টপকেছিলেন। কিন্তু এর আগে কার ২.৩৪ মিটার উচ্চতা টপকাতে পারলেও ম্যাকইউয়েন ব্যর্থ হন। সোনা জিতে কার জাতীয় রেকর্ডও গড়েছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কাতারের মুতাজ ইসা বারশিম।

হাই জাম্পে নিউজিল্যান্ডকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ায় হ্যামিশ কারকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব অ্যাথলেটিকস। তাঁর সোনা জয়ের মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তারা লিখেছে, ‘কে বলেছে কিউইরা (কিউই পাখি) উড়তে পারে না?’

হাই জাম্পে নিউজিল্যান্ডকে সোনা এনে দিয়েছেন হ্যামিশ কার। আজ স্তাদ দে ফ্রান্সে
বিশ্ব অ্যাথলেটিকস
২১: ১৯ , আগস্ট ১০

মেয়েদের জ্যাভেলিন থ্রোর সোনা জাপানের

মেয়েদের জ্যাভেলিন থ্রোর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। এবার অলিম্পিকেও সোনা জিতলেন হারুকা কিতাগুচি। ৬৫.৮০ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে আজ জাপানকে সোনা এনে দিয়েছেন তিনি। এই ইভেন্টে এটাই জাপানের সর্বোচ্চ সাফল্য। ৬৩.৯৩ মিটার দূরে বর্শা ছুঁড়ে রুপা জিতেছেন দক্ষিণ আফ্রিকার জো–আনে ফন ডাইক। তাঁর চেয়ে ০.২৫ মিটার কম দূরত্বে বর্শা ফেলে ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের নিকোলা ওগরোদনিকোভা।

হারুকা কিতাগুচির সৌজন্যে প্রথমবার জ্যাভেলিন থ্রোতে সোনা জিতেছে জাপান
বিশ্ব অ্যাথলেটিকস
২১: ৫৩ , আগস্ট ১০

যমজ বোনের হাত ধরে চীনের আরেকটি সোনা

সমলয় সাঁতারের ডুয়েট ফ্রি ইভেন্টে চীনকে প্রথমবারের মতো সোনা এনে দিলেন যমজ বোন ওয়াং লিউয়ি ও ওয়াং কিয়ানয়ি। ২৭ বছর বয়সী দুই বোন মিলে টেকনিক্যাল রুটিনে তুলেছেন ২৭৬.৭৮৬৭ পয়েন্ট এবং ডুয়েট ফ্রিতে তুলেছেন ২৮৯.৬৯১৬ পয়েন্ট। মোট ৫৬৬.৪৭৮৩ পয়েন্ট তুলে এ জুটিই ছিল বাকিদের চেয়ে এগিয়ে। ৫৫৮.৫৩৬৭ পয়েন্ট তুলে এই ইভেন্টে রুপা জিতেছে গ্রেট ব্রিটেন। আর নেদারল্যান্ডসকে ব্রোঞ্জ এনে দিয়েছেন ব্রেকিয়া ডি ব্রুভার ও নরকিয়া ডি ব্রুভার। এ দুজনও সম্পর্কে যমজ বোন।

সমলয় সাঁতারে চীনকে সোনার পদক এনে দিয়েছেন যমজ বোন ওয়াং লিউয়ি ও ওয়াং কিয়ানয়ি
এক্স
২২: ১২ , আগস্ট ১০

ব্রেক ড্যান্সের অভিষেকে সোনা জিতল কানাডা

অলিম্পিক ইতিহাসে ছেলেদের প্রথম ব্রেক ড্যান্সে সোনা জিতলেন কানাডার ফিল উইজার্ড। প্যারিসের প্লেস দে লা কনকর্ডে অনুষ্ঠিত এই ইভেন্টের ফাইনালে আজ স্বাগতিক ফ্রান্সের ড্যানি ডানকে হারিয়েছেন উইজার্ড। তিন রাউন্ডের এই প্রতিযোগিতায় উইজার্ডের কাছে পাত্তাই পাননি ডান। প্রত্যাশিতভাবে বিচারকদের রায়ও গেছে ২৭ বছর বয়সী কানাডিয়ানের পক্ষে। উইজার্ডের ২৩ ভোটের বিপরীতে ডান পেয়েছেন মাত্র ৪ ভোট।

সোনা জিতে কানাডার ফিল উইজার্ডের উল্লাস
এক্স
২২: ৩৭ , আগস্ট ১০

বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের ছেলেদের টানা পঞ্চম সোনা

ফ্রান্স বাস্কেটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ বলা হচ্ছিল এটিকে। ঘরের মাঠে অলিম্পিকের ফাইনাল বলে কথা। প্রতিপক্ষ আবার বাস্কেটবল ইতিহাসের সেরা দল যুক্তরাষ্ট্র। প্যারিসের বের্সি অ্যারেনায় ম্যাচের লম্বা সময় ধরে এগিয়েও ছিল ফ্রান্স।

কিন্তু স্টিফেন কারির ঝলকে ফাইনালের মোড় ঘুরে গেল। কারি একাই এনে দিলেন ২৪ পয়েন্ট। তাতেই স্বাগতিকদের কাঁদিয়ে টানা পঞ্চমবারের মতো ছেলেদের বাস্কেটবলে সোনা জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনদের জয়টা ৯৮–৮৭ পয়েন্টের।

কিংবদন্তি লেব্রন জেমস ৬ রিবাউন্ড আর ১০ অ্যাসিস্টের সঙ্গে এনে দিয়েছেন ১৪ পয়েন্ট। ৩৯ বছর বয়সী জেমস এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে সোনা জিতলেন। কেভিন ডুরান্ট তো ইতিহাস গড়লেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে তিনি জিতলেন চারটি সোনা।

সোনা জয়ের পর সতীর্থদের সঙ্গে লেব্রন জেমসের উচ্ছ্বাস
ইউএসএ বাস্কেটবল
১০: ০৫ , আগস্ট ১১

মেয়েদের ম্যারাথনে সেরা সিফান হাসান

প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। ইথিওপিয়া–বংশোদ্ভূত এই দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটারের দৌড় শেষ করেছেন ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে, যা নতুন অলিম্পিক রেকর্ড।

সিফানের চেয়ে ৩ সেকেন্ড দেরিতে পৌঁছে রুপা জিতেছেন ইথিওপিয়ার তিগস্ট আসিফা। আর ২:২৩:১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ কেনিয়ার হেলেন ওবিরির।

১১: ১৪ , আগস্ট ১১

কুস্তিতে সোনা জিতলেন জাপানের কিতারো

সোনা জয়ের পর জাপানের কুস্তিগীর কিয়ুকা কিতারো
রয়টার্স

ছেলেদের কুস্তির ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগের সোনা জিতেছেন জাপানের কিয়ুকা কিতারো। ফাইনালে ইরানের রহমান আমুজদাখলিলিকে ১০–৩ পয়েন্টে হারিয়েছেন কিতারো। ফাইনালটা একতরফা হলেও এই বিভাগের ব্রোঞ্জ পদকের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার তুলগা তুমুর ওচির ১০–৯ পয়েন্টে হারিয়েছেন পুয়ের্তোরিকার সেবাস্তিয়ান রিভেরা। ব্রোঞ্জের আরেকটি ম্যাচেও হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। হাঙ্গেরির ইসমাইল মুসুকায়েভকে ১৩–১২ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন আলবেনিয়ার ইসলাম দুদায়েভ।

১১: ২৯ , আগস্ট ১১

কুস্তির ৯৭ কেজির সোনা বাহরাইনের তাঝুদিনভের

বাহরাইনের কুস্তিগীর আখমেদ তাঝুদিনভ
রয়টার্স

পুরুষ ফ্রিস্টাইল কুস্তির ৯৭ কেজিতে সোনা জিতেছেন বাহরাইনের আখমেদ তাঝুদিনভ। অলিম্পিকে অ্যাথলেটিকসের বাইরে বাহরাইনের এটিই প্রথম পদক। ফাইনালে তাঝুদিনভ ২–০ পয়েন্টে হারিয়েছেন জর্জিয়ার গিভি মাৎচারাশভিলিকে। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ইরানের আমিরালি আজারপিরা ও আজারবাইজানের মাগোমেদখান মাগোমেদভ।

১১: ৪০ , আগস্ট ১১

সাইক্লিংয়ে ‘ডাবল’ জিতলেন এলেসে অ্যান্ড্রুজ

নিউজিল্যান্ডের এলেসে অ্যান্ড্রুজ
এএফপি

নিউজিল্যান্ডের এলেসে অ্যান্ড্রুজ কেরিনে সোনা জয়ের আজ সোনা জিতলেন মেয়েদের স্প্রিন্টেও। ফাইনালে জার্মানির লিয়া ফ্রিডরিখকে হারিয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের এমা ফিনুকেইন।

ছেলেদের কেরিনে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের হ্যারি লেভরেইসেন। রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দুই অস্ট্রেলীয় ম্যাথু রিচার্ডসন ও ম্যাথু গ্লেটজার।  

১১: ৫৪ , আগস্ট ১১

বিশ্ব রেকর্ড গড়ে মডার্ন পেন্টাথলন জিতলেন হাঙ্গেরির গুলিয়াস

মডার্ন পেন্টাথলনে মেয়েদের বিভাগে সোনাজয়ী মিশেল গুলিয়াস
এএফপি

রাইডিং, ফেন্সিং, সুইমিং, লেসার রান (দৌড় ও শুটিং)—মডার্ন পেন্টাথলনে এতগুলো বিষয়েই প্রতিযোগিতায় নামতে হয় অ্যাথলেটদের। প্যারিসে সেই মডার্ন পেন্টাথলনে মেয়েদের বিভাগে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন হাঙ্গেরির মিশেল গুলিয়াস। ১৪৬১ পয়েন্ট পেয়েছেন তিনি। ১৪৫২ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন ফ্রান্সের এলোদি ক্লাউভেল। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার সেউংমিন (১৪৪১)।

১২: ০২ , আগস্ট ১১

টোকিওর পর প্যারিসেও সোনা জিতলেন ওয়েনওয়েন

চীনের ভারোত্তোলক লি ওয়েনওয়েন
এএফপি

তিন বছর আগে টোকিওতে মেয়েদের ‍+৮৭ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন চীনের ভারোত্তোলক লি ওয়েনওয়েন। চাইনিজ নারী ভারোত্তোলক সোনা জিতলেন প্যারিসেও, তবে এবার ‍+৮১ কেজি ওজনশ্রেণিতে। স্ন্যাচে ১৩৬ কেজি ওজন তোলা ওয়েনওয়েন ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১৭৩ কেজি। সব মিলিয়ে ৩০৯ কেজি তুলে সোনা জিতেছেন তিনি। ২৯৯ কেজি তুলে রুপা দক্ষিণ কোরিয়ার পার্ক জিয়েজিয়েংয়ের, ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের এমিলি ক্যাম্পবেল (২৮৮ কেজি)।

১২: ৩৫ , আগস্ট ১১

কুস্তির শেষ সোনাটি জাপানের

কুস্তির শেষ সোনাটি জিতেছেন জাপানের কাগামি ইউকা (ডানে)
এএফপি

প্যারিস অলিম্পিকে কুস্তির শেষ সোনাটি জিতেছেন জাপানের কাগামি ইউকা। মেয়েদের ফ্রিস্টাইল ৭৮ কেজি ওজনশ্রেণির ফাইনালে যুক্তরাষ্ট্রের কেনেডি ব্লেডসকে ৩–১ পয়েন্টে হারিয়েছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেঝেন কিউবার মিলিয়াইমি মারিন ও কলম্বিয়ার তাতিয়ানা রেনতেরিয়া।

১২: ৪৪ , আগস্ট ১১

যুক্তরাষ্ট্রকে হারিয়ে মেয়েদের ভলিবলে চ্যাম্পিয়ন ইতালি

মেয়েদের ভলিবলে সোনা জয়ের পর ইতালির খেলোয়াড়দের উল্লাস
রয়টার্স

প্রথমবার ফাইনালে উঠেই মেয়েদের ভলিবলের সোনা জিতল ইতালি। আজ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জিতেছে ইতালিয়ান মেয়েরা। ফাইনালটা সরাসরি ৩–০ সেটে জিতেছ ইতালি।

১৩: ০৫ , আগস্ট ১১

সাইক্লিংয়ের শেষ সোনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট জেনিফার ভ্যালেন্তে
এএফপি

মেয়েদের অমনিয়াম, পয়েন্টস রেসের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ভ্যালেন্তে। ১৪৪ পয়েন্ট পেয়েছেন ভ্যালেন্তে। ১৩১ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন পোল্যান্ডের দারিয়া পিকুলিক। ব্রোঞ্জ জিতেছেন নিউজিল্যান্ডের অ্যালি উলাস্টন (১২৫)। এবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্রের এটি ৩৯তম সোনার পদক। ৪০ সোনা নিয়ে সবার ওপরে আছে চীন।

১৩: ১৩ , আগস্ট ১১

হ্যান্ডবলের সোনা ডেনমার্কের, ওয়াটার পোলোতে সোনা জয়ের হ্যাটট্রিক সার্বিয়ার

ফাইনালে প্রতিবেশী ক্রোয়েশিয়াকে ১৩–১১ গোলে হারিয়ে পুরুষ ওয়াটার পোলোর সোনা জিতেছে সার্বিয়া। এ নিয়ে টানা তৃতীয়বার এই ইভেন্টে সোনা জিতল সার্বরা।

ছেলেদের হ্যান্ডবলের ফাইনালে জার্মানিকে ৩৯–২৬ গোলে হারিয়ে সোনা জিতেছে ডেনমার্ক। ছেলেদের হ্যান্ডবলে দ্বিতীবার সোনা জিতল ডেনমার্ক। এর আগে ২০১৬ সালে রিওয়ে সোনা জিতেছিল দলটি।

১৫: ৪৩ , আগস্ট ১১

মেয়েদের বাস্কেটবলে টানা অষ্টম সোনা জিতে সবার ওপরে থেকে অলিম্পিক শেষ করল যুক্তরাষ্ট্র

মেয়েদের বাস্কেটবলে সোনা জয়ের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উল্লাস
রয়টার্স

অলিম্পিক বাস্কেটবল মানেই যেন যুক্তরাষ্ট্রের সোনা জয়। প্যারিসে ছেলেদের পর মেয়েদের বিভাগেও সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। গতকাল ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকে টানা পঞ্চম সোনা জিতেছিল যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দল। আজ মেয়েদের ফাইনালে সেই ফ্রান্সকেই হারিয়ে টানা অষ্টমবারের মতো সোনা জিতল মার্কিন মেয়েরা।

 রুদ্ধশ্বাস উত্তেজনার পরই সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, জিতেছে ৬৭–৬৬ পয়েন্টে। ৩.৮ সেকেন্ড বাকি থাকতে ৩ পয়েন্ট পেয়ে ব্যবধানটাকে ১ পয়েন্টে নামিয়ে এনেছিল ফ্রান্স। এরপর ফ্রি থ্রোতে ২ পয়েন্ট পেয়ে আবার ৩ পয়েন্টে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। নাটক হয়েছে এরপরই। গ্যালারির দর্শকেরা তো বটেই টেলিভিশনেও সাদা চোখে দেখে মনে হয়েছিল ফ্রান্সের গ্যাবি উইলিয়ামস আরেকটি থ্রি–পয়েন্টার মেরে সমতা ফিরিয়েছেন। কিন্তু বল ছোড়ার সময় উইলিয়ামস থ্রি–পয়েন্ট লাইনের একটু ভেতরে ঢুকে যান। যার ফলে ৩ পয়েন্ট না পেয়ে ২ পয়েন্ট পায় ফ্রান্স। আর ম্যাচ শেষ সেখানেই।

যুক্তরাষ্ট্রের মেয়েরা সর্বশেষ ১৯৯২ সালে সোনা জিততে পারেনি বাস্কেটবলে। বার্সেলোনায় তাঁর পেয়েছিল ব্রোঞ্জ। সব মিলিয়ে অলিম্পিকে মেয়েদের বাস্কেটবলের ১৩ আসরেই সোনা জিতল যুক্তরাষ্ট।

মেয়েদের বাস্কেটবলের ফাইনাল দিয়েই শেষ হলো প্যারিস অলিম্পিকের পদকের লড়াই। সর্বশেষ সোনাটি জিতেই পদক তালিকায় সবার ওপরে উঠে গেল যুক্তরাষ্ট্র। ৪০টি সোনা জিতেছে দলটি। ৪০টি সোনা জিতেছে চীনও। তবে চীনের চেয়ে রুপা জয়ে জয়ে এগিয়ে থাকায় মার্কিন শ্রেষ্ঠত্বেই শেষ হলো প্যারিস অলিম্পিক।

০৪: ০৫ , আগস্ট ১২

দেখা হবে লস অ্যাঞ্জেলেসে

গত ২৬ জুলাই পর্দা উঠেছিল প্যারিস অলিম্পিকের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সেটির পর্দা নামল গতকাল রাতে। এ সময়ে সব সময়ের লাইভ আপডেট ছিল এখানে। ২০২৮ সালের পরবর্তী অলিম্পিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে।

প্যারিসে সমাপণী অনুষ্ঠান
এএফপি