খেলার দুনিয়ায় যত বিলিয়নিয়ার

টাইগার উডস ও লেব্রন জেমস

পৃথিবীর সবচেয়ে ধনী বিলিয়নিয়ারদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসা–বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বস। মঙ্গলবার প্রকাশিত ২০২৫ সালের ধনীদের এই তালিকায় এখনো খেলছেন, এমন দুজন ক্রীড়াবিদ জায়গা করে নিয়েছেন—বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস ও গলফ কিংবদন্তি টাইডার উডস। অবসর নেওয়া ক্রীড়াবিদদের মধ্যে আছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান ও সাবেক বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগার।

আরও পড়ুন

খেলোয়াড়দের বাইরে ক্রীড়াজগতের সঙ্গে সংশ্লিষ্টরাও জায়গা করে নিয়েছেন সবচেয়ে ধনীদের এ তালিকায়। এর মধ্যে রয়েছেন ফুটবল ক্লাব, বাস্কেটবল ফ্র্যাঞ্চাইজি এবং আমেরিকান ফুটবল ফ্র্যাঞ্চাইজির মালিক। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দুজন ক্লাবের মালিক।

ক্যারিয়ার শেষের আগেই ইতিহাসের প্রথম দুই ক্রীড়াবিদ হিসেবে ফোর্বসের বিলিয়নিয়ার স্বীকৃতি পেলেন উডস ও জেমস। দুজনেই খেলাধুলা থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেন। খেলার বাইরেও তাঁরা ব্যবসার সঙ্গে জড়িত। ফেনওয়ে স্পোর্টস গ্রুপের অংশ হিসেবে লেব্রন জেমসের একটি কনটেন্ট নির্মাণ প্রতিষ্ঠান আছে। এমএলবিতে বোস্টন রেড সক্স ও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের অন্যতম মালিক বহুমুখী এই প্রতিষ্ঠান।

২০০৩ সালে অবসর নেওয়া জর্ডান অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে ধনী। আর্থিক মূল্যে তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৫০ কোটি ডলার (প্রায় ৪২ হাজার ৩৬৩ কোটি টাকা)। খেলার ভুবন থেকে এই আয়ের পাশাপাশি এনবিএর দল শার্লট হর্নেটসের মালিকানা থেকে বেশির ভাগ অংশ ২০২৩ সালে বেচেও দেন জর্ডান। শার্লট হর্নেটসের আনুমানিক মূল্য ১ হাজার ৭০০ কোটি ডলার।

আরও পড়ুন

হলিউড অভিনেতা ও সর্বকালের অন্যতম সেরা বডিবিল্ডার শোয়ার্জনেগারের মোট সম্পদের আর্থিক মূল্য ১১০ কোটি ডলার। রিয়েল এস্টেটে বিনিয়োগ ও সিনেমা থেকে বেশির ভাগ অর্থ আয় করেন শোয়ার্জনেগার।

খেলার মাঠ থেকে এবার খেলাধুলার চেয়ার–টেবিলে চোখ ফেরানো যাক। সেখানে ফ্রান্সের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দল প্যারিস এফসির নতুন মালিক ও ফ্যাশন হাউস লুই ভুতনের চেয়ারম্যান বেরনার আরনাউ বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব মালিক। ১৭ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ নিয়ে ফোর্বসের তালিকায় পাঁচে এই ফরাসি ধনকুবের। গত বছর আগাশে স্পোর্টসের মাধ্যমে প্যারিস এফসির সিংহভাগ মালিকানা বুঝে নেন আরনাউ।

বিশ্বের সবচেয়ে ধনীর এই তালিকায় দশম ব্যক্তিটিও একটি খেলাধুলার ক্লাবের মালিক। তিনি বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক স্টিভ বলমার। তাঁর মোট সম্পদ আর্থিক মূল্যে ১১ হাজার ৮০০ কোটি ডলার। মাইক্রোসফটের প্রধান নির্বাহীর পদ ছেড়ে ২০১৪ সালে বাস্কেটবল দলটি ২০০ কোটি ডলারে কেনেন বলমার। ফোর্বসের হিসাবে, বর্তমান দলটির দাম ৪৬৫ কোটি ডলার।