কারাগারে ইঁদুরের উৎপাতে নির্ঘুম রাত কাটছে বরিস বেকারের

কারাগারে ইঁদুরের উৎপাতে নির্ঘুম বরিস বেকারছবি: রয়টার্স

১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন জার্মান টেনিস তারকা বরিস বেকার। ১৯৮৬ ও ১৯৮৯ সালে জিতেছেন আরও দুটি উইম্বলডন। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন মিলিয়ে মোট ছয়টি গ্র্যান্ড স্লাম জেতা এ টেনিস তারকার দিন কাটছে এখন কারাগারে। আর্থিক অনিয়মের দায়ে আদালত তাঁকে জেলে পাঠিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস, তিনি এ মুহূর্তে লন্ডনের যে কারাগারে আছেন, সেটি উইম্বলডন থেকে মাত্র এক মাইল দূরে!

গত ২৯ এপ্রিল কারাগারে গেছেন বরিস বেকার। ২০১৭ সাল থেকেই তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। নিজেকে দেউলিয়া ঘোষণা করেও বাঁচাতে পারেননি বেকার। কারাগারে তাঁকে যেতেই হয়েছে। উইম্বলডন জিতেই একসময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন। কিন্তু সেই উইম্বলডনের কাছেই এখন কারাবাস। বেশ কষ্টেই আছেন তিনি। লন্ডনের ওয়ানসওর্থ জেলে তিনি আছেন আর দশটা সাধারণ কয়েদির মতোই। আদালত তাঁকে আড়াই বছরের জেলবাস দিয়েছেন, করেছেন হাজার পাউন্ড জরিমানা।

মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন বরিস বেকার।

বরিস বেকার আছেন খুব ছোট একটা কক্ষে। এটি ইংল্যান্ডের দ্বিতীয় সারির একটি জেল। সুযোগ-সুবিধা খুব বেশি নয়। কিন্তু দ্য মিরর জানিয়েছে, সেখানে নাকি ইঁদুরের উৎপাত ব্যাপক। এই কদিনেই বেকারের জীবন অতিষ্ঠ করে তুলেছে এই ইঁদুর। এ নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছেন। কিন্তু এখন পর্যন্ত ফল হয়নি। ইঁদুরের উপদ্রবে রাত কাটছে তাঁর নির্ঘুম।

জেলে বেকারকে যেন আলাদা কিছু না মনে হয়, সে জন্য কর্তৃপক্ষ নাকি তাঁকে তাঁর চুলের রংও বদলাতে বলেছে। তাঁকে কয়েদির কাজও করতে হবে। মিরর জানিয়েছে, বেকার জেলের জিমে কাজ পাওয়ার জন্য মরিয়া।