যাহ, ক্যাচটা ফসকেই গেল!

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। অ্যান্ডি মারেকে কোচ বানিয়ে প্রথম জয় নোভাক জোকোভিচের। নাওমি ওসাকার বাহারি কেশবিন্যাস। বিপিএলের দুই ম্যাচে লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত। খেলাধুলার অঙ্গনে নির্বাচিত আজকের ছবির গল্প—
১ / ৭
অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে গতকাল। মেলবোর্ন পার্কে নয়নাভিরাম এই দৃশ্য আজকের। নিশেষ বাসাভারেড্ডির বিপক্ষে নোভাক জোকোভিচ যখন প্রথম রাউন্ডে লড়ছিলেন
এএফপি
২ / ৭
গ্যালারিতে প্রেরণার কমতি ছিল না। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে হেরে বসেন দেশটির তারকা নিক কিরিওস। গ্যালারি থেকে তাঁর প্রেমিকা কস্টিন হাৎজিকে করতালি দিয়ে প্রেরণা দিতে দেখা যাচ্ছে
এএফপি
৩ / ৭
‘চুল যেন তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’—না, জীবনানন্দ দাশের কবিতার এই লাইনের সঙ্গে নাওমি ওসাকার চুলের মিল নেই। চুলের রং পাল্টে অগ্রভাগ স্বর্ণকেশী করে অস্ট্রেলিয়ান ওপেনে এসেছেন জাপানের তারকা
এএফপি
৪ / ৭
জনপ্রিয়তা বুঝি একেই বলে! অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের জয়ের পর ভক্তদের অটোগ্রাফের আবদার এভাবে মেটাতে হলো সার্বিয়ান তারকা জোকোভিচকে
এএফপি
৫ / ৭
বিপিএলে আজ খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে এভাবেই ক্যামেরার লেন্সবন্দী হন রংপুর পেসার নাহিদ রানা। নাহ, ক্যাচটি শেষ পর্যন্ত হাতে রাখতে পারেননি
শামসুল হক
৬ / ৭
রংপুরের বিপক্ষে উইকেট নিয়ে খুলনার পেসার আবু হায়দারের উদ্‌যাপন
শামসুল হক
৭ / ৭
বিপিএলে সিলেট স্ট্রাইকার্স-চিটাগং কিংসের মধ্যে দিনের প্রথম ম্যাচে সিলেটের এক ভক্তের সাজ
শামসুল হক