২০২৪ সালে নারীদের খেলাধুলায় আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে

সর্বশেষ নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন। টুর্নামেন্টটি বেশ আলোচনার জন্ম দিয়েছিলছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নারীদের খেলাধুলা থেকে আসা রাজস্ব ২০২৪ সালে প্রথমবারের মতো ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে আর্থিক খাতের পেশাদার প্রতিষ্ঠান ডেলয়েট। নারীদের খেলাধুলা অনেক জনপ্রিয় হয়ে ওঠাকে এর কারণ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

গত জুলাই-আগস্টে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সফলতার সঙ্গে আয়োজিত হয়েছে নারীদের ফুটবল বিশ্বকাপ। ২০২৪ সালে ১২৮ কোটি ডলার রাজস্ব আয়ের যে আনুমানিক হিসাব করা হয়েছে, তার মধ্যে ফুটবল থেকে ৫৫ কোটি ৫০ লাখ ডলার রাজস্ব আয়ের প্রত্যাশা করা হচ্ছে। তবে নারীদের খেলাধুলায় মোট রাজস্বের ৫০ শতাংশের বেশি আসছে উত্তর আমেরিকা মহাদেশ থেকে। যদিও মেয়েদের ফুটবলের বেশি প্রচার ও প্রসার হচ্ছে ইউরোপে।

ডেলয়েট আশা করছে, নারীদের খেলাধুলায় দল ও লিগগুলোর মূল্য আরও বাড়বে। আগামী বছর বেশ কিছু দলের মূল্য ১০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

আরও পড়ুন

ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের অনুসন্ধানী বিভাগের প্রধান জেনিফার হাসকেল বলেন, ‘গত কয়েক বছরে আমরা লক্ষ করেছি নারীদের খেলাধুলা বিশ্বব্যাপী আরও বেড়েছে। তাতে বাণিজ্যিক মূল্যও বেড়েছে এবং যে কারণে এই খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।’ হাসকেল এরপর যোগ করেন, ‘ভক্ত ও বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে ওঠায় ক্লাব ও লিগগুলো সামনে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পাচ্ছে। এর মধ্যে বাণিজ্যিক চুক্তিও রয়েছে।’

নারীদের খেলাধুলা জনপ্রিয় হয়ে ওঠায় প্রত্যাশা করা হচ্ছে সম্প্রচারের প্রাইম-টাইম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয় তাঁরা নেতৃত্ব দেবেন। তাঁদের খেলাধুলা থেকে আয় করা মোট রাজস্বের ৫০ শতাংশের বেশি অর্থ আসে বাণিজ্যিক খাত থেকে। তবে বড় অঙ্কের সম্প্রচার চুক্তি এবং ম্যাচের দিন দর্শকের সংখ্যা বাড়ায় বাণিজ্যিক খাত থেকে আয়ের হার তুলনামূলক কমেছে।