নিয়াজের টুর্নামেন্টে নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন ফাহাদ

চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে ফাহাদ রহমানছবি : সংগৃহীত

২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার হওয়ার পর এখন পর্যন্ত কোনো গ্র্যান্ডমাস্টার নর্ম করতে পারেননি ফাহাদ রহমান। তাঁর সেই কাঙ্খিত নর্ম করার পথ সুগম করতে ঢাকায় দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করেন নিয়াজ মোরশেদ। কদিন আগে শেষ হওয়া প্রথম টুর্নামেন্টে ফাহাদ সুবিধা করতে পারেননি।

যেতে পারেনি গ্র্যান্ডমাস্টার নর্মের ধারে কাছেও। আজ শেষ হওয়া দ্বিতীয় টুর্নামেন্টেও ফাহাদ নর্ম করতে পারেননি। নর্ম করতে লাগে ৯ ম্যাচে ৭ পয়েন্ট। ফাহাদ পেয়েছেন ৯ ম্যাচে ৬ পয়েন্ট। তবে শেষ দিনে নাটকীয়ভাবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেছেন ফাহাদ।

আরও পড়ুন

উত্তরায় এলিগেন্ট চেস একাডেমিতে আয়োজিত গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ২ দাবায় গতকাল ৮ম রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট ছিল ৫। সমান পয়েন্ট ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ১ দাবায় চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থেরও। এই তিনজনই ছিলেন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ভারতের ফিদে মাস্টার পানেসার বিদান্ত সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ছিলেন শীর্ষে । বিদান্ত আজ তাঁর স্বদেশি ফিদে মাস্টার আরধ্য গর্গের সঙ্গে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেতেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি ড্র করেছেন। জিততে পারেনি দুইয়ে থাকা জিয়া ও জগোদিস। এই দুজনও করেছেন ড্র।

দাবার বোর্ডে মনোযোগী ফাহাদ (বাঁয়ে)
সংগৃহীত

অন্যদিকে ফাহাদ আজ শেষ রাউন্ডে ওয়াক ওভার পেয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার ও টুর্নামেন্টের আয়োজক নিয়াজ মোরশেদের বিপক্ষে। নিয়াজ সময় মতো আসতে পারেনি ভেনুতে। ফলে বিদান্ত ও ফাহাদের পয়েন্ট দাঁড়ায় সমান ৬।

এক্ষেত্রে দেখা হয়েছে কার জয়ের সংখ্যা বেশি। ফাহাদ ৪টি ম্যাচ জিতেছেন। বিদান্ত ৩টি। ফলে জয়ের সংখ্যা সংখ্যা বেশি থাকায় ফাহাদই চ্যাম্পিয়ন।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন হলেও ফাহাদের মনে দুশ্চিন্তা আগামী ১৩ই মার্চ গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলতে ভিয়েতনাম যাওয়ার জন্য তার হাতে এখনো কোনো স্পনসরশিপ নেই। সেটা নিয়ে আক্ষেপ করে ফাহাদ বলেন, ‘এই টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। কিন্তু নর্মটা পেলে আরো বেশি ভালো লাগতো। তবে এখন আমার বড় দুশ্চিন্তা সামনের টুর্নামেন্টগুলো কীভাবে খেলব। বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে অনেক টাকার প্রয়োজন।’