দাবানলের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক হবে কীভাবে

২০২৮ অলিম্পিক গেমস হবে যুক্তরাষ্ট্রে। ছবিটি ২০২৪ প্যারিস অলিম্পিকের।এএফপি

এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। অন্তত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী, বাতাসের গতি বেড়ে যাওয়ায় আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেসেই অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৮ অলিম্পিক গেমস। চলমান দাবানলে শহরটির যে ক্ষতি হয়েছে এবং সামনে হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে লস অ্যাঞ্জেলেসের পক্ষে কি অলিম্পিক আয়োজন সম্ভব? তিন বছর পরের জুলাই-আগস্টের সময়টা কি ‘দ্য গ্রেটেস্ট শো অন্য আর্থে’র জন্য অনুকূল?

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অলিম্পিক গেমসের ৮০টির বেশি ভেন্যুর কোনোটিই দাবানলের কারণে এখনো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের বিপর্যয় ও ভবিষ্যৎ হুমকির মধ্যে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতি ও আয়োজন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

এ বিষয়ে প্যারিসের স্কিমা বিজনেস স্কুলের স্পোর্ট অ্যান্ড জিওপলিটিক্যাল ইকোনমির অধ্যাপক সাইমন চ্যাডউইক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য আইপেপারকে বলেন, ‘পরিস্থিতি স্পষ্টতই গুরুতর। তাৎপর্যপূর্ণ জলবায়ু পরিবর্তনের সম্ভাবনার কারণে একই পরিস্থিতির পুনরাবৃত্তির হতে পারে কি না ভাবতে হবে, সেটা এমনকি গেমসের সময়েও।’  

লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল
ছবি: এএফপি

অলিম্পিক গেমসের কোনো ভেন্যু এখন পর্যন্ত সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও কয়েকটির অবস্থান অগ্নি-সতর্কতা অঞ্চলের কাছাকাছি। যেমন অলিম্পিক গলফের ভেন্যু রিভেইরা কান্ট্রি ক্লাব, আর্চারি, বিএমএক্স ও স্কেটবোর্ডিংয়ের ভেন্যু সেপুলভেদা বেসিন রিক্রিয়েশন এরিয়া।

তবে স্বস্তিদায়ক খবর হচ্ছে, অতীত ইতিহাস বলছে অলিম্পিক গেমসের বেশির ভাগ ভেন্যুতে চলমান দাবানল ছড়িয়ে পড়া বা পুনরাবৃত্তির সম্ভাবনা খুবই কম। আর ২০২৮ অলিম্পিক হবে জুলাইয়ে, যখন সান্তা অ্যানা নামের বাতাস বইতে দেখা যায় না। এ বছরের দাবানল বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার বড় কারণই সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। আর ১৯৮৪ ও ১৯৩২ সালে দুবার অলিম্পিক গেমস আয়োজনের অভিজ্ঞতাও আছে লস অ্যাঞ্জেলেসের।

তবে কেউ কেউ এখনই ২০২৮ অলিম্পিক গেমসের ভেন্যু বদলে ফেলতে পরামর্শ দিয়েছেন। যেমন মিডিয়া ব্যক্তিত্ব চার্লি কার্ক। এক এক্স বার্তায় টার্নিং পয়েন্ট ইউএসএ’র এই প্রতিষ্ঠাতা ও সিইও বলেছেন, লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক বাতিল করে এটি ডালাস বা মায়ামিতে স্থানান্তর করা হোক। চলচ্চিত্রনির্মাতা ও লেখক জাস্টিন বেটমানও লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য প্রস্তুত হতে পারবে না লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন।

আরও পড়ুন

তবে ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজকম লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আয়োজনের বিষয়ে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তাঁকে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৮টি ম্যাচ আয়োজনের জন্য লস অ্যাঞ্জেলেস কতটা প্রস্তুত থাকবে জিজ্ঞেস করলে গভর্নর বলেন, ‘যুক্তরাষ্ট্রে এবং লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমস আয়োজন স্বত্ব আনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করেছিলেন। বর্তমান পরিস্থিতি তাঁর জন্য, রাষ্ট্রের জন্য, ক্যালিফোর্নিয়ার জন্য এবং এখানকার মানুষের জন্য নিজেদের বৈশিষ্ট্য তুলে ধরার সুযোগ করে দিয়েছে।’

সময়মতো সব আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানিয়ে নিউজকম আরও বলেন, ‘আমরা একটি বিশদ পরিকল্পনা হাতে নিয়েছি। এটা নিয়ে কাজ শুরু হয়েছে, যাতে লস অ্যাঞ্জেলেস ২.০-এর পুনরুজ্জীবিত করা যায়।’