ব্যক্তিগত গাড়িমুক্ত অলিম্পিক আয়োজনের পরিকল্পনা লস অ্যাঞ্জেলেসের

লস অ্যাঞ্জেলেসে এ ধরনের যানজট লেগেই থাকেইউটিউব ভিডিও থেকে

আজ রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। ২০২৮ সালে পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেই আসরের প্রায় চার বছর বাকি থাকলেও এখন থেকেই বড়সড় পরিকল্পনা শুরু করে দিয়েছে আয়োজকেরা।

জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ যানজটের জন্য শহরটির ‘কুখ্যাতি’ আছে। তবে ২০২৮ অলিম্পিকের সময় যানজট নিরসনে ব্যক্তিগত গাড়িমুক্ত আসর আয়োজনের পরিকল্পনা করছে আয়োজকেরা। এটি বাস্তবায়ন করতে দর্শকদের গণপরিবহনে অলিম্পিক ভেন্যুতে যেতে বাধ্য করবে তারা।

২০২৮ অলিম্পিকের পতাকা আনুষ্ঠানিকভাবে বুঝে নিতে প্যারিসে গেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস। আজ রাতে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ব্যাসের হাতে পতাকা তুলে দেওয়া হবে। এর মধ্য দিয়ে তিনি হবেন অলিম্পিক পতাকা গ্রহণ করা প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র।

সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস
রয়টার্স

প্যারিসেই গতকাল এক সংবাদ সম্মেলনে ব্যাস বলেছেন, ‘শহরের প্রধানেরা চান লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কারমুক্ত (ব্যক্তিগত গাড়িমুক্ত) হোক। আমরা গণপরিবহনে বিনিয়োগ করব এবং ইভেন্ট চলাকালে শহরবাসীকে করোনাকালের মতো দূরে থেকে (বাসায় বসে) কাজ করতে উৎসাহিত করব।’

ব্যাস আরও বলেন, ‘ব্যক্তিগত গাড়ি না থাকার অর্থ হলো অলিম্পিক ভেন্যুতে যেতে আপনাকে গণপরিবহন ব্যবহার করতে হবে। সেটা নিশ্চিত করতে আমরা আমাদের পরিবহনব্যবস্থা আরও উন্নত করছি।’ ২০২৮ অলিম্পিকের সময় যানজট নিরসনে ৩ হাজারের বেশি বাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে ধার করতে হবে বলেও জানিয়েছেন ব্যাস।

লন্ডন, প্যারিসের পর তৃতীয় শহর হিসেবে অলিম্পিক আয়োজন করবে লস অ্যাঞ্জেলেস। ১৯৩২ সালের পর ১৯৮৪ সালে ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র স্বাগতিক হওয়ার গৌরব অর্জন করেছিল শহরটি।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের লোগো
রয়টার্স

লস অ্যাঞ্জেলেসে দিনের ব্যস্ততম সময়ে কিছুটা পথ যেতেই এক ঘণ্টা বা তার বেশি সময় লেগে যায়। তবে ১৯৮৪ সালে তখনকার নগর কর্তৃপক্ষ দারুণ কিছু সিদ্ধান্ত নেওয়ায় খুব একটা যানজট পোহাতে হয়নি।

৪০ বছর আগের আয়োজনের বিষয়টি মাথায় নিয়ে ২০২৮ অলিম্পিক আয়োজন করতে চান মেয়র ব্যাস, ‘১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা ভেবেছিল ভয়ানক যানজট হবে। কিন্তু তা না হওয়া আমাদের কাছে বিস্ময়কর ব্যাপার ছিল। কারণ, ১৯৮৪ সালে আজকের মতো প্রযুক্তি ছিল না।’

প্যারিস অলিম্পিক সফলভাবে আয়োজন করতে শহরের কয়েক হাজার গৃহহীন মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষও এমনটা করবে কি না—এমন প্রশ্নে ব্যাস বলেন, ‘আমাদের লক্ষ্য অলিম্পিকের আগেই লস অ্যাঞ্জেলেসের আনুমানিক ৭৫ হাজার ৫০০ গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থা করা। আমরা তাদের রাস্তা থেকে তুলে আনব।’ প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট মানুষ করোনাকালে ঘরে বসেই কাজ করেছেন। যানজট এড়াতে ২০২৮ অলিম্পিকেও ‘মহামারি স্টাইলে’ ফিরে যেতে চান ব্যাস।

সান্তা মনিকা পর্বতমালার বিচউড গিরিখাতের ওপরে অবস্থিত ‘হলিউড সাইন’ লস অ্যাঞ্জেলেস শহরকে বিশ্বের কাছে সুপরিচিত করে তুলেছে
রয়টার্স

আজ রাতে প্যারিস অলিম্পিকের সমাপনীর পরেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্ষণগণনা শুরু হবে। সব ঠিক থাকলে ২০২৮ সালের ১৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত হবে সেই আসর।

২০২৮ সালেও চমকের কোনো কমতি থাকবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চেয়ারম্যান ক্যাসে ওয়াসারম্যান, ‘আমাদের আইফেল টাওয়ার নেই, তবে হলিউড সাইন আছে। আমাদের ভেন্যুগুলোও অবিশ্বাস্য। ভৌগোলিক দিক থেকেও আমরা দারুণ অবস্থানে আছি। আগামীকালই (প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে) মানুষ এটা অনুভব করতে পারবে।’