রং উঠছে অলিম্পিক পদকের, ফেরত যাচ্ছে প্যারিসে

রং হারানো অলিম্পিক পদকএক্স

একটি ব্রোঞ্জপদকের ছবি পোস্ট করে ক্লেমেন্ত সেচি লিখেছেন, ‘কুমিরের চামড়া’। প্রায় একই ধরনের আরেকটি ছবি পোস্ট করে ইয়োহান এনদোয়ে ব্রোয়ার্দ লিখেছেন, ‘প্যারিস ১৯২৪’, সঙ্গে হাসির দুটি ইমোজি।

সেচি ও ব্রোয়ার্দ—ফ্রান্সের দুই সাঁতারুর পোস্ট করা পদকগুলো ২০২৪ প্যারিস অলিম্পিকের, জিতেছেন ৪x১০০ মেডলি রিলেতে। সপ্তাহ দুয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আইফেল টাওয়ার খচিত অলিম্পিক পদক নিয়ে দুই ফরাসির এই হাসি-তামাশার মূলে ছিল পদকের নিম্নমান। তাঁদের অভিযোগ, অলিম্পিক গেমস শেষ হওয়ার পর ছয় মাসও পার হয়নি, এরই মধ্যে পদকের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে গেছে। রং উঠে কালচে দাগ দেখা যাচ্ছে।

শুধু দুই ফরাসি সাঁতারুই নন, গত আগস্টে শেষ হওয়া প্যারিস অলিম্পিকের পদক নিয়ে অভিযোগ জানিয়েছেন আরও অনেক দেশের পদকজয়ীরাই। যা এরই মধ্যে ১০০ পেরিয়ে গেছে জানিয়েছে একটি ফরাসি সংবাদমাধ্যম।

প্যারিস অলিম্পিকের পদক নিয়ে সর্বশেষ প্রশ্ন তুলেছেন ভারতের পদকজয়ীরা। রেসলিং ও শুটিংয়ে ব্রোঞ্জ জেতা মানু ভেকার (২টি) ও আমান শেহরাওয়াত তাঁদের পদকের রং উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে বার্তা সংস্থা আইএএনএসকে একজন পদকজয়ী নাম গোপন রাখার শর্তে বলেছেন, ‘এসব ত্রুটিপূর্ণ পদকের দায় আইওসি ও ফ্রান্স কর্তৃপক্ষের। এটা যদি ভারত করত, গোটা দুনিয়া সমালোচনা করত। এসব বিষয় হালকাভাবে নেওয়া উচিত নয়। আমি ভারত সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ করছি।’

ভারত যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে, সেটি নিশ্চিত করেছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষাও, ‘অলিম্পিক পদক একজন ক্রীড়াবিদের আজীবনের অর্জন, যেটা সে আগলে রাখে। কোনো ক্রীড়াবিদ তাঁর পদকটি ত্রুটিপূর্ণ বা নিম্নমানের মনে করলে আমরা আইওসিকে সেটা বদলে দিতে বলব।’

অলিম্পিক পদক
আইওসি

ভারত ও ফ্রান্সের ক্রীড়াবিদদের আগে প্যারিস অলিম্পিকের পদক নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুক্তরাষ্ট্রের স্কেটবোর্ডার নিজাহ হাস্টনও। ফরাসি সংবাদমাধ্যম লা লেটারের তথ্য বলছে, গেমস শেষ হওয়ার প্রথম চার মাসের মধ্যেই অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস সাংগঠনিক কমিটির কাছে ১০০টির বেশি ত্রুটিপূর্ণ পদক ফেরত এসেছে।

বিষয়টি নিয়ে জানতে আইওসির (ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি) সঙ্গে যোগাযোগ করে এএফপি। ফরাসি বার্তা সংস্থাটিকে জানানো হয়, ত্রুটিপূর্ণ পদক ফেরত দিলে সেটির অভিন্ন একটি সংস্করণ সরবরাহ করা হবে। যা সামনের কয়েক সপ্তাহের মধ্যেই দেওয়া শুরু হবে।

অংশবিশেষে আইফেল টাওয়ারের পুরোনো লোহালক্কড় ব্যবহার করা পদকের নকশা করেছিল বিশ্বখ্যাত ফরাসি জুয়েলারি হাউস শোমে। যা প্রস্তুত ও মান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল ফ্রান্সের সরকারি টাঁকশাল কর্তৃপক্ষ মোনাই দ্য প্যারিস। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির মুখপাত্র পদকগুলোকে ‘ত্রুটিপূর্ণ’ না বলে ‘ক্ষতিগ্রস্ত’ বলে আখ্যা দেন, ‘আগস্ট থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পদকগুলো বদলে দিচ্ছি। সামনেও কেউ বললে সেটা করে দেওয়া হবে।’

প্যারিস অলিম্পিকের জন্য সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫০৮৪টি পদক বানিয়েছিল মোনাই দ্য প্যারিস।

আরও পড়ুন