সাঁতার, ভলিবলসহ আরও সাত ফেডারেশনে অ্যাডহক কমিটি
ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। দুই মাস ১৪ দিন পর আজ আরও সাতটি ফেডারেশনে অ্যাডহক কমিটি করা হয়েছে। সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীর গঠন ও ফেন্সিং—এই সাত ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সাঁতারের ১৯ সদস্যের কমিটিতে সভাপতি পদে যথারীতি আছেন নৌবাহিনী প্রধান। সহসভাপতি শিল্পপতি গোলাম মোহাম্মদ আলমগীর ও মিজানুর রহমান। সাধারণ সম্পাদক করা হয়েছে এই ফেডারেশনেরই সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে সাবেক সাঁতারু নিবেদিতা দাসকে। সদস্য তালিকায় আছেন সদ্য সাবেক সাঁতারু আন্তর্জাতিক পদকজয়ী মাহফিজুর রহমান সাগর।
টেবিল টেনিসের ১৭ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ জামানকে। সহসভাপতি পদে আগের কমিটির সহসভাপতি খন্দকার হাসান মুনির। দুই সভাপতির অন্যজন সাবেক টিটি খেলোয়াড় তাহমিনা তারমিন বিনু। নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক খেলোয়াড়, সংগঠক , ট্রেনার এম এ মাকসুদ আহমেদ। যুগ্ম সম্পাদক সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নাসিমুল হাসান কচি।
১৯ সদস্যের ভলিবলের কমিটিতে সভাপতি হয়েছেন জায়ান্ট গ্রুপের পরিচালক ফারুক হাসান। সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম।
১৯ সদস্যের ভারোত্তোলনের কমিটিতে সভাপতি করা হয়েছে দীর্ঘদিন ধরে এই খেলার সঙ্গে যুক্ত উইং কমান্ডার ( অব) মহিউদ্দিন আহমেদকে। তিনি এই ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন ৪২ বছর, সর্বশেষ গত কমিটির সহসভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও কোচ লে. কর্নেল ( অব.) শহিদুল ইসলাম চৌধুরীকে।
কারাতের কমিটিও ১৯ সদস্যের। এই ফেডারেশনের সভাপতি করা হয়েছে শিল্পপতি (এশিয়াটিক কটন মিল ও রিফাইনারি) ও সাবেক খেলোয়াড় সাহজাদা আলমকে। সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
শরীর গঠনের সভাপতি অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক সাবেক খেলোয়াড়, বিচারক, চিকিৎসক এম কামরুজ্জামান।
ফেন্সিংয়ের সভাপতি এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।