২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারতএএফপি

প্যারিস অলিম্পিক শেষ হয়েছে মাত্রই। ২০২৮ সালে পরের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ সালের অলিম্পিকের শহর অস্ট্রেলিয়ার ব্রিসবেন। এর পরের অলিম্পিক, অর্থাৎ ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। গতকাল রাজধানী দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্বপ্নের কথা জানিয়েছেন।

মোদি বলেছেন, ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে। এবারের অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দনও জানান মোদি।

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমাদের মধ্যে ভারতের সেই যুবারা উপস্থিত, যাঁরা অলিম্পিকে ভারতের পতাকা ওপরে তুলে ধরেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে তাঁদের অভিনন্দন জানাই। যাঁরা প্যারালিম্পিকে অংশ নেবেন, তাঁদেরও শুভেচ্ছা জানাই।’

অলিম্পিক আয়োজন প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর কথা, ‘আমরা কিছু দিন আগে জি২০ সম্মেলন করেছি। রাষ্ট্র হিসেবে এ ধরনের আয়োজনের সক্ষমতা ভারত বিশ্বের সামনে প্রমাণ করেছে। ভারত এখন স্বপ্ন দেখে ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের। এ ব্যাপারে প্রস্তুতিও শুরু করেছি আমরা।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: রয়টার্স

এ মাসের শুরুতে ভারতের লোকসভায় কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ধবিয়া এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে অলিম্পিক আয়োজনের প্রস্তুতি ও ভাবনার কথা জানিয়েছিলেন।

অলিম্পিক আয়োজনের দায়িত্ব কোন দেশ বা শহরকে দেওয়া হবে, সেটি ঠিক করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।

আরও পড়ুন

এবারের অলিম্পিকে ভারত ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতেছে। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ভারতের প্রাপ্তি ছিল ১টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। ভারত এখনো পর্যন্ত ২৬টি অলিম্পিকে অংশ নিয়ে অর্জন করেছেন মোট ৪১টি পদক। এর মধ্যে সোনার পদক ১০টি, রুপা ১০টি ও ব্রোঞ্জ ২১টি।

অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ
রয়টার্স

ভারতের ১০ সোনার পদকের ৮টিই এসেছে হকি থেকে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত সোনার পদক জিতেছিলেন শুটার আইএস বিন্দ্রা। ২০২১ টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসের বর্শা নিক্ষেপে সোনা জেতেন নীরাজ চোপড়া।

ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ২০১০ সালের কমনওয়েলথ গেমস। দিল্লিতে আয়োজিত সেই গেমসে ৭৭টি দেশের চার হাজারের বেশি ক্রীড়াবিদ ২৭২টি ইভেন্টে অংশ নেন। এর আগে দিল্লিতে ১৯৮২ সালে অনুষ্ঠিত হয় ৩৩ দেশের এশিয়ান গেমস। বিভিন্ন খেলার মিশেলে গেমস আয়োজনের বাইরে ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল ভারত।