ইন্দোনেশিয়াকে হারিয়ে পঞ্চম স্থানের জন্য খেলবে বাংলাদেশ

আজ জয় পেয়েছে বাংলাদেশছবি: সংগৃহীত

প্রতিপক্ষ ইন্দোনেশিয়া বলেই কিনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। জাকার্তায় চলমান এশিয়া কাপ হকিতে আজ অনুমিতভাবেই স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়েছে বাংলাদেশ।

গত তিন মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ইন্দোনেশিয়াকে হারালেন রাসেল মাহমুদ জিমিরা। আজ বাংলাদেশ দল জয় পেয়েছে ৪-২ গোলে।

ছয়টি এশিয়া কাপ খেলায় বাংলাদেশের রাসেল মাহমুদকে সম্মাননা দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দীন ইসলাম ও পুষ্কর খীসা। ইন্দোনেশিয়ার গোল দুটি করেছেন আল আকবর আবদুল্লাহ ও আরদাম।

এই জয়ের সুবাদে আগামী ১ জুন এশিয়া কাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এশিয়া কাপে বাংলাদেশ চার ম্যাচের দুটিতেই জয় পেয়েছে।

এই জয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানেরও উন্নতি হবে। বর্তমানে ২৯তম স্থানে থাকা বাংলাদেশ পরবর্তী র‍্যাঙ্কিং সংস্করণে দুই ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠবে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে আজ শুরু থেকেই বাংলাদেশ খেলেছে দাপটের সঙ্গে। ম্যাচের ১৩ মিনিটে রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম করেন ২-০।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচের মুহূর্ত
ছবি: সংগৃহীত

কিন্তু পরের মিনিটেই স্কোর ২-১ করেন ইন্দোনেশিয়ার আবদুল্লাহ আল আকবর। ২৪ মিনিটে দীন ইসলামের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ (৩-১)। গোল খেয়ে ইন্দোনেশিয়া ম্যাচে ফেরার চেষ্টা করেছে বারবার।

আরদামের পেনাল্টি কর্নারের গোল ব্যবধান ৩-২ করে ইন্দোনেশিয়া। তবে ম্যাচের ৫৯ মিনিটে পুষ্কর খীসার গোলে জয় নিশ্চিত করেই টার্ফ ছেড়েছে বাংলাদেশ।