প্রেমিকার জন্মদিনে যা করলেন নেইমার

মাঠেই পড়ে গেলেন মিকেল আরতেতা। প্রস্তুত ভিলা পার্ক। মিলানকে বিদায় জানাল ক্লাব বিশ্বকাপের ট্রফি। সানিয়া মির্জার হাসি। কেভিন পিটারসেনের অবকাশ আর প্রেমিকার জন্মদিন পালনে নেইমার। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
এমন হাস্যেজ্জ্বল ছবি পোস্ট করে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘লিভিং ইন এ নিউট্রাল ড্রিম’
ইনস্টাগ্রাম
২ / ৭
মাঠে বল পায়ে অনেকবার নেচেছেন মার্সেলো। এবার মাঠের বাইরেও দেখালেন নিজের নাচের প্রতিভা
ইনস্টাগ্রাম
৩ / ৭
‘বিদায় মিলান’— বিশ্ব ভ্রমণ করছে ক্লাব বিশ্বকাপের ট্রফি। ঘুরে গেছে ইতালির মিলান শহর
ইনস্টাগ্রাম
৪ / ৭
আজ পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে অ্যাস্টন ভিলা। ৩–১ গোলে পিছিয়ে পড়া দলকে উৎসাহ দিতে প্রস্তুত ভিলা পার্কের গ্যালারিও। প্রতিটি সিটের সঙ্গে রাখা আছে ক্লাবের স্কার্ভও
এএফপি
৫ / ৭
এই ছবিটাই বলে দিচ্ছে মালদ্বীপে সময়টা কতটা আনন্দে কাটছে ইংলিশ কিংবদন্তি কেভিন পিটারসেনের
ইনস্টাগ্রাম
৬ / ৭
শিষ্যদের বার্নাব্যু জয়ের মন্ত্র শেখাতে শেখাতে মাঠে নিজেই পড়ে গেছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা
এএফপি
৭ / ৭
প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির জন্মদিনটা বিশেষভাবে উদ্‌যাপন করছেন নেইমা। নান্দনিক এই ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরী। পৃথিবীর সব সেরা জিনিস তোমার প্রাপ্য। আমি তোমাকে ভালোবাসি।’
ইনস্টাগ্রাম